ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে যশস্বী জয়সওয়ালের পথচলা খুব বেশিদিনের নয়। গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে ভারতের জার্সিতে তাঁর ক্যারিয়ার শুরু। অভিষেকের পর থেকে যেমন রানের বন্যা বইয়ে দিচ্ছেন, তেমনি রেকর্ড বইয়ের পাতাও ওলটপালট করে দিচ্ছেন তিনি।
রাজকোটে চলছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। প্রথম ইনিংসে জয়সওয়াল করেছেন মাত্র ১০ রান। গতকাল তৃতীয় দিনে যখন ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে, তখন শুরুটা করেছেন রয়েসয়ে। প্রথম ৭৩ বলে করেন ৩৫ রান। এরপর থেকে যেন সীমিত ওভারের ক্রিকেটের মতো ব্যাটিং করা শুরু করলেন। ২৭তম ওভারের শেষ তিন বলে জেমস অ্যান্ডারসনকে ৬,৪,৪—১৪ রান করে ‘জয়সবলের’ এক ঝলক দেখালেন। যেখানে ‘জয়সবল’ শব্দটা পরিচিতি পেয়েছিল ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেই। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি জয়সওয়াল এই রাজকোটেই তুলে নেন ১২২ বলে।
তৃতীয় টেস্ট সেঞ্চুরির পর গতকাল দ্রুত আহত অবসর হয়ে মাঠ ছেড়ে চলে যান জয়সওয়াল। তখন তাঁর নামের পাশে ১৩৩ বলে ১০৪ রান, ৯ চার ও ৫ ছয়। সেখানে আজ যখন চতুর্থ দিনের ১৪তম ওভারে ব্যাটিংয়ে নামেন তিনি। নেমে আজ ঝোড়ো গতিতে ব্যাটিং করেছেন। ৮৪তম ওভার বোলিংয়ে আসা অ্যান্ডারসনকে পিটিয়ে ছক্কার হ্যাটট্রিক করেছেন। দ্বিতীয় বলে ফাইন লেগ, তৃতীয় বলে লং অফ, চতুর্থ বলে সোজা সাইটস্ক্রিন—তিন এলাকা দিয়ে তিন ছক্কা মেরেছেন। এরপর ৯৭তম ওভারের প্রথম বলে রুটকে কভারে ঠেলে জয়সওয়াল তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এরপর হেলমেটটা খুলে দু্ই হাত প্রসারিত করে উদযাপন করলেন। ডাবল সেঞ্চুরি করতে লেগেছে ২৩৩ বল। তৃতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে করলেন দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ডাবল সেঞ্চুরির পর একই ওভারের তৃতীয় ও চতুর্থ বলে রুটকে টানা দুই ছক্কা মারলেন জয়সওয়াল। টেস্টে এক ইনিংসে ১২ ছক্কা মেরে ভাগ বসালেন ওয়াসিম আকরামের রেকর্ডে। ১৯৯৬ সালে শেখপুরায় জিম্বাবুয়ের বিপক্ষে ১২ ছক্কা মারেন আকরাম।
জয়সওয়ালের ডাবল সেঞ্চুরির পরের ওভারেই ইনিংস ঘোষণা করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতের স্কোর তখন ৪ উইকেটে ৪৩০ রান। লিডসহ ৫৫৬ রান। ভারতের এমন পাহাড়সম স্কোর গড়ার মাঝেও হয়তো জয়সওয়ালের আক্ষেপ রয়েছে। কেননা যেভাবে বিধ্বংসী ব্যাটিং করছিলেন, তাতে একটি ছক্কা মেরে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নিতে পারতেন দ্রুতই। ভারতের দেওয়া ৫৫৭ রানের লক্ষ্যে এখন ধুঁকছে ইংল্যান্ড। ৮.২ ওভারে ২ উইকেটে ১৮ রান করেছে ইংলিশ। এখন চলছে চা পানের বিরতি।
টেস্টে দুই ডাবল সেঞ্চুরি করা কনিষ্ঠ ক্রিকেটার (দ্বিতীয় ডাবল সেঞ্চুরির ম্যাচ শুরুর সময় বয়স)
বিনোদ কাম্বলি (ভারত) : ২১ বছর ৫৪ দিন
স্যার ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) : ২১ বছর ৩১৮ দিন
যশস্বী জয়সওয়াল (ভারত) : ২২ বছর ৪৯ দিন
গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) : ২২ বছর ১৭৩ দিন
টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা
১২; যশস্বী জয়সওয়াল (ভারত); প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: রাজকোট; ২০২৪
১২; ওয়াসিম আকরাম (পাকিস্তান) ; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: শেখপুরা; ১৯৯৬
১১; নাথান অ্যাস্টল (নিউজিল্যান্ড) ; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: ক্রাইস্টচার্চ; ২০০২
১১; ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া) ; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: পার্থ; ২০০৩
১১; ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: শারজা; ২০১৪
আন্তর্জাতিক ক্রিকেটে যশস্বী জয়সওয়ালের পথচলা খুব বেশিদিনের নয়। গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে ভারতের জার্সিতে তাঁর ক্যারিয়ার শুরু। অভিষেকের পর থেকে যেমন রানের বন্যা বইয়ে দিচ্ছেন, তেমনি রেকর্ড বইয়ের পাতাও ওলটপালট করে দিচ্ছেন তিনি।
রাজকোটে চলছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। প্রথম ইনিংসে জয়সওয়াল করেছেন মাত্র ১০ রান। গতকাল তৃতীয় দিনে যখন ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে, তখন শুরুটা করেছেন রয়েসয়ে। প্রথম ৭৩ বলে করেন ৩৫ রান। এরপর থেকে যেন সীমিত ওভারের ক্রিকেটের মতো ব্যাটিং করা শুরু করলেন। ২৭তম ওভারের শেষ তিন বলে জেমস অ্যান্ডারসনকে ৬,৪,৪—১৪ রান করে ‘জয়সবলের’ এক ঝলক দেখালেন। যেখানে ‘জয়সবল’ শব্দটা পরিচিতি পেয়েছিল ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেই। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি জয়সওয়াল এই রাজকোটেই তুলে নেন ১২২ বলে।
তৃতীয় টেস্ট সেঞ্চুরির পর গতকাল দ্রুত আহত অবসর হয়ে মাঠ ছেড়ে চলে যান জয়সওয়াল। তখন তাঁর নামের পাশে ১৩৩ বলে ১০৪ রান, ৯ চার ও ৫ ছয়। সেখানে আজ যখন চতুর্থ দিনের ১৪তম ওভারে ব্যাটিংয়ে নামেন তিনি। নেমে আজ ঝোড়ো গতিতে ব্যাটিং করেছেন। ৮৪তম ওভার বোলিংয়ে আসা অ্যান্ডারসনকে পিটিয়ে ছক্কার হ্যাটট্রিক করেছেন। দ্বিতীয় বলে ফাইন লেগ, তৃতীয় বলে লং অফ, চতুর্থ বলে সোজা সাইটস্ক্রিন—তিন এলাকা দিয়ে তিন ছক্কা মেরেছেন। এরপর ৯৭তম ওভারের প্রথম বলে রুটকে কভারে ঠেলে জয়সওয়াল তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এরপর হেলমেটটা খুলে দু্ই হাত প্রসারিত করে উদযাপন করলেন। ডাবল সেঞ্চুরি করতে লেগেছে ২৩৩ বল। তৃতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে করলেন দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ডাবল সেঞ্চুরির পর একই ওভারের তৃতীয় ও চতুর্থ বলে রুটকে টানা দুই ছক্কা মারলেন জয়সওয়াল। টেস্টে এক ইনিংসে ১২ ছক্কা মেরে ভাগ বসালেন ওয়াসিম আকরামের রেকর্ডে। ১৯৯৬ সালে শেখপুরায় জিম্বাবুয়ের বিপক্ষে ১২ ছক্কা মারেন আকরাম।
জয়সওয়ালের ডাবল সেঞ্চুরির পরের ওভারেই ইনিংস ঘোষণা করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতের স্কোর তখন ৪ উইকেটে ৪৩০ রান। লিডসহ ৫৫৬ রান। ভারতের এমন পাহাড়সম স্কোর গড়ার মাঝেও হয়তো জয়সওয়ালের আক্ষেপ রয়েছে। কেননা যেভাবে বিধ্বংসী ব্যাটিং করছিলেন, তাতে একটি ছক্কা মেরে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নিতে পারতেন দ্রুতই। ভারতের দেওয়া ৫৫৭ রানের লক্ষ্যে এখন ধুঁকছে ইংল্যান্ড। ৮.২ ওভারে ২ উইকেটে ১৮ রান করেছে ইংলিশ। এখন চলছে চা পানের বিরতি।
টেস্টে দুই ডাবল সেঞ্চুরি করা কনিষ্ঠ ক্রিকেটার (দ্বিতীয় ডাবল সেঞ্চুরির ম্যাচ শুরুর সময় বয়স)
বিনোদ কাম্বলি (ভারত) : ২১ বছর ৫৪ দিন
স্যার ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) : ২১ বছর ৩১৮ দিন
যশস্বী জয়সওয়াল (ভারত) : ২২ বছর ৪৯ দিন
গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) : ২২ বছর ১৭৩ দিন
টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা
১২; যশস্বী জয়সওয়াল (ভারত); প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: রাজকোট; ২০২৪
১২; ওয়াসিম আকরাম (পাকিস্তান) ; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: শেখপুরা; ১৯৯৬
১১; নাথান অ্যাস্টল (নিউজিল্যান্ড) ; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: ক্রাইস্টচার্চ; ২০০২
১১; ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া) ; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: পার্থ; ২০০৩
১১; ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: শারজা; ২০১৪
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৩ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৪ ঘণ্টা আগে