ক্রীড়া ডেস্ক
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে শেষ হলো রিকি পন্টিংয়ের পথচলা। ২০১৮ সাল থেকে সাত মৌসুম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটির প্রধান কোচ ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক।
পন্টিংয়ের অধীনে দিল্লির বড় অর্জন বলতে সংযুক্ত আরব আমিরাতে ২০২০ আইপিএলে রানার্সআপ হওয়া। ২০২১ সালে লিগ পর্বে সবার চেয়ে বেশি পয়েন্ট অর্জন করেও ফাইনালে পোঁছাতে পারেনি তারা। ২০২০,২০২১ ও ২০১৯ সালে প্লে-অফ খেলেছে, এ ছাড়া কোনো টুর্নামেন্টে সেভাবে সুবিধা করতে পারেনি দিল্লি। ২০১৮ সালে পয়েন্ট টেবিলে অষ্টম, ২০২২ সালে পঞ্চম, ২০২৩ সালে নবম এবং ২০২৪ সালে ষষ্ঠ হয়েছিল তারা।
পন্টিংকে নিয়ে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছে দিল্লি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছে, ‘প্রিয় রিকি, প্রধান কোচ হিসেবে আপনার যাত্রা শেষ হচ্ছে, সেটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আপনি আমাদের চারটি বিষয় বলতেন—যত্ন, অঙ্গীকার, মনোভাব এবং চেষ্টা। যে চারটি বিষয়ই আমাদের সাতটি মৌসুমে সব থেকে ভালোভাবে তুলে ধরে।’
পন্টিংকে ধন্যবাদ জানিয়ে আরও লিখেছে ফ্র্যাঞ্চাইজিটি, ‘কোচ, সবকিছুর জন্য ধন্যবাদ। ঠিক যেমনভাবে আপনি প্রায় বলতেন আজ এখানে ছেড়ে দেওয়া যাক, একটি বিয়ার নেওয়া যাক, আগামীকাল কাজ করতে ফিরে যাই, হ্যাঁ?’
পন্টিংয়ের উত্তরসূরি অবশ্য এখনো ঘোষণা করেনি দিল্লি ক্যাপিটালস। তবে তারা এরই মধ্যে একজন কোচ চূড়ান্ত করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। পন্টিংয়ের ভূমিকায় দেখা যেতে পারে সৌরভ গাঙ্গুলিকে।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে শেষ হলো রিকি পন্টিংয়ের পথচলা। ২০১৮ সাল থেকে সাত মৌসুম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটির প্রধান কোচ ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক।
পন্টিংয়ের অধীনে দিল্লির বড় অর্জন বলতে সংযুক্ত আরব আমিরাতে ২০২০ আইপিএলে রানার্সআপ হওয়া। ২০২১ সালে লিগ পর্বে সবার চেয়ে বেশি পয়েন্ট অর্জন করেও ফাইনালে পোঁছাতে পারেনি তারা। ২০২০,২০২১ ও ২০১৯ সালে প্লে-অফ খেলেছে, এ ছাড়া কোনো টুর্নামেন্টে সেভাবে সুবিধা করতে পারেনি দিল্লি। ২০১৮ সালে পয়েন্ট টেবিলে অষ্টম, ২০২২ সালে পঞ্চম, ২০২৩ সালে নবম এবং ২০২৪ সালে ষষ্ঠ হয়েছিল তারা।
পন্টিংকে নিয়ে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছে দিল্লি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছে, ‘প্রিয় রিকি, প্রধান কোচ হিসেবে আপনার যাত্রা শেষ হচ্ছে, সেটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আপনি আমাদের চারটি বিষয় বলতেন—যত্ন, অঙ্গীকার, মনোভাব এবং চেষ্টা। যে চারটি বিষয়ই আমাদের সাতটি মৌসুমে সব থেকে ভালোভাবে তুলে ধরে।’
পন্টিংকে ধন্যবাদ জানিয়ে আরও লিখেছে ফ্র্যাঞ্চাইজিটি, ‘কোচ, সবকিছুর জন্য ধন্যবাদ। ঠিক যেমনভাবে আপনি প্রায় বলতেন আজ এখানে ছেড়ে দেওয়া যাক, একটি বিয়ার নেওয়া যাক, আগামীকাল কাজ করতে ফিরে যাই, হ্যাঁ?’
পন্টিংয়ের উত্তরসূরি অবশ্য এখনো ঘোষণা করেনি দিল্লি ক্যাপিটালস। তবে তারা এরই মধ্যে একজন কোচ চূড়ান্ত করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। পন্টিংয়ের ভূমিকায় দেখা যেতে পারে সৌরভ গাঙ্গুলিকে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে