ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও ‘গো-হারা’ হেরেছে ভারত। টানা দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সুতোয় ঝুলে গেছে বিরাট কোহলির দলের।
সুপার টুয়েলভ পর্বে টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে শেষ চারে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান। গ্রুপ ২ থেকে রানার্সআপ আপ হিসেবে সেমিতে উঠতে এখন লড়তে হচ্ছে অন্য পাঁচ দলকে। ‘পুঁচকে’ স্কটল্যান্ড ও নামিবিয়াকে বাদ দিলেও লড়াইটা এখন ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে।
সেমিফাইনালে উঠতে হলে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে শুধু বড় ব্যবধানে হারালেই চলবে না ভারতের, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকেও।
‘পুঁচকে’ স্কটল্যান্ড ও নামিবিয়াকে কেউ সেমির দৌড়ে না রাখলেও আইসিসির সহযোগী দল দুটির সহযোগিতা ভীষণ জরুরি ভারতের। সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানেরও জয় কামনা করতে হবে কোহলির দলকে।
ভারত শেষ তিন ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৬। আফগানিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে আর ভারতের বিপক্ষে হারলে তাদের পয়েন্টও হবে ৬। আর ভারতকে হারানো নিউজিল্যান্ড অপেক্ষাকৃত দুর্বল স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে দিলে তাদেরও পয়েন্ট হবে ৬। তিন দলের পয়েন্ট সমান হলে তখন নেট রান রেটে এগিয়ে থাকা দল খেলবে সেমিফাইনালে। তাই ভারতকে শেষ তিন ম্যাচ জিততে হবে বিশাল ব্যবধানে।
তবে নিউজিল্যান্ড যদি আফগানিস্তানকেও হারিয়ে দেয়, তাহলে ভারতের বিদায় এক রকম নিশ্চিত হয়ে যাবে। কারণ, সবাই ধরেই নিয়েছেন কেন উইলিয়ামসনের দল স্কটল্যান্ড ও নামিবিয়াকেও হারিয়ে দেবে। সেটা হলে কিউইদের পয়েন্ট হবে ৮। তখন শেষ তিন ম্যাচ জিতেও বাদ পড়বে ভারত। এখন ‘পুঁচকেরা’ই কোহলিদের একমাত্র ভরসা!
পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছেও ‘গো-হারা’ হেরেছে ভারত। টানা দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা সুতোয় ঝুলে গেছে বিরাট কোহলির দলের।
সুপার টুয়েলভ পর্বে টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে শেষ চারে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান। গ্রুপ ২ থেকে রানার্সআপ আপ হিসেবে সেমিতে উঠতে এখন লড়তে হচ্ছে অন্য পাঁচ দলকে। ‘পুঁচকে’ স্কটল্যান্ড ও নামিবিয়াকে বাদ দিলেও লড়াইটা এখন ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে।
সেমিফাইনালে উঠতে হলে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে শুধু বড় ব্যবধানে হারালেই চলবে না ভারতের, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকেও।
‘পুঁচকে’ স্কটল্যান্ড ও নামিবিয়াকে কেউ সেমির দৌড়ে না রাখলেও আইসিসির সহযোগী দল দুটির সহযোগিতা ভীষণ জরুরি ভারতের। সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানেরও জয় কামনা করতে হবে কোহলির দলকে।
ভারত শেষ তিন ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৬। আফগানিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে আর ভারতের বিপক্ষে হারলে তাদের পয়েন্টও হবে ৬। আর ভারতকে হারানো নিউজিল্যান্ড অপেক্ষাকৃত দুর্বল স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারিয়ে দিলে তাদেরও পয়েন্ট হবে ৬। তিন দলের পয়েন্ট সমান হলে তখন নেট রান রেটে এগিয়ে থাকা দল খেলবে সেমিফাইনালে। তাই ভারতকে শেষ তিন ম্যাচ জিততে হবে বিশাল ব্যবধানে।
তবে নিউজিল্যান্ড যদি আফগানিস্তানকেও হারিয়ে দেয়, তাহলে ভারতের বিদায় এক রকম নিশ্চিত হয়ে যাবে। কারণ, সবাই ধরেই নিয়েছেন কেন উইলিয়ামসনের দল স্কটল্যান্ড ও নামিবিয়াকেও হারিয়ে দেবে। সেটা হলে কিউইদের পয়েন্ট হবে ৮। তখন শেষ তিন ম্যাচ জিতেও বাদ পড়বে ভারত। এখন ‘পুঁচকেরা’ই কোহলিদের একমাত্র ভরসা!
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৭ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৭ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৮ ঘণ্টা আগে