ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে প্রায়ই চলে আলাপ-আলোচনা, যার বলি হয় ক্রিকেটও। দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না দীর্ঘদিন ধরে। সামাজিকমাধ্যমে প্রায়ই কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ভক্ত-সমর্থকেরা। তবে গতকাল হায়দরাবাদে দেখা গেল এর বিপরীত চিত্র।
বিশ্বকাপে ভারত সফর করা ৯ দলের মধ্যে পাকিস্তান ক্রিকেট দল প্রথমে পড়েছিল ভিসা জটিলতায়। অবশেষে ভিসা জটিলতা কাটিয়ে গতকাল ভারতে পা রেখেছে পাকিস্তান, যা ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান দলের প্রথম ভারত সফর। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানের মতো খেলোয়াড়েরা বিশ্বকাপ দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলেন ভারতে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পাকিস্তান দল পৌঁছাতেই পেল দারুণ আতিথেয়তা। বিমানবন্দরে ভক্ত-সমর্থকেরা বাবর, রিজওয়ান, শাহিনের মতো তারকা ক্রিকেটারের নাম উচ্চারণ করে উল্লাস প্রকাশ করেছেন।
ভারতে ভক্ত-সমর্থকদের থেকে এমন ভালোবাসা পাওয়ার পর প্রশংসা করতে দেরি করেননি বাবর-রিজওয়ানরা। রিজওয়ান টুইট করেছেন, ‘এখানের মানুষের আতিথেয়তা অসাধারণ। সব দারুণভাবেই হয়েছে। আগামী দেড় মাসের জন্য মুখিয়ে আছি।’ শাহিন ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমাদের অসাধারণভাবে স্বাগত জানানো হয়েছে।’ ইনস্টাগ্রাম স্টোরিতে বাবর লিখেছেন, ‘হায়দরাবাদে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা অসাধারণ।’ ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। দুটি ম্যাচই হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর ৬ অক্টোবর একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান।
বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে পাকিস্তানে সংবাদ সম্মেলন করেন বাবর। শিরোপাজয়ের আশার কথা শুনিয়ে পাকিস্তান অধিনায়ক তখন বলেন, ‘বিশ্বকাপ খেলতে যেতে পেরে বেশ গর্বিত। ভারতে আমরা এর আগে না খেললেও কোনো চাপ নিচ্ছি না। অধিনায়ক হিসেবে যাওয়াটা আমার জন্য অনেক সম্মানের। আশা করি এবার শিরোপা নিয়ে ফিরতে পারব।’
ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে প্রায়ই চলে আলাপ-আলোচনা, যার বলি হয় ক্রিকেটও। দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না দীর্ঘদিন ধরে। সামাজিকমাধ্যমে প্রায়ই কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ভক্ত-সমর্থকেরা। তবে গতকাল হায়দরাবাদে দেখা গেল এর বিপরীত চিত্র।
বিশ্বকাপে ভারত সফর করা ৯ দলের মধ্যে পাকিস্তান ক্রিকেট দল প্রথমে পড়েছিল ভিসা জটিলতায়। অবশেষে ভিসা জটিলতা কাটিয়ে গতকাল ভারতে পা রেখেছে পাকিস্তান, যা ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান দলের প্রথম ভারত সফর। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানের মতো খেলোয়াড়েরা বিশ্বকাপ দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলেন ভারতে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পাকিস্তান দল পৌঁছাতেই পেল দারুণ আতিথেয়তা। বিমানবন্দরে ভক্ত-সমর্থকেরা বাবর, রিজওয়ান, শাহিনের মতো তারকা ক্রিকেটারের নাম উচ্চারণ করে উল্লাস প্রকাশ করেছেন।
ভারতে ভক্ত-সমর্থকদের থেকে এমন ভালোবাসা পাওয়ার পর প্রশংসা করতে দেরি করেননি বাবর-রিজওয়ানরা। রিজওয়ান টুইট করেছেন, ‘এখানের মানুষের আতিথেয়তা অসাধারণ। সব দারুণভাবেই হয়েছে। আগামী দেড় মাসের জন্য মুখিয়ে আছি।’ শাহিন ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমাদের অসাধারণভাবে স্বাগত জানানো হয়েছে।’ ইনস্টাগ্রাম স্টোরিতে বাবর লিখেছেন, ‘হায়দরাবাদে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা অসাধারণ।’ ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। দুটি ম্যাচই হবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর ৬ অক্টোবর একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান।
বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে পাকিস্তানে সংবাদ সম্মেলন করেন বাবর। শিরোপাজয়ের আশার কথা শুনিয়ে পাকিস্তান অধিনায়ক তখন বলেন, ‘বিশ্বকাপ খেলতে যেতে পেরে বেশ গর্বিত। ভারতে আমরা এর আগে না খেললেও কোনো চাপ নিচ্ছি না। অধিনায়ক হিসেবে যাওয়াটা আমার জন্য অনেক সম্মানের। আশা করি এবার শিরোপা নিয়ে ফিরতে পারব।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে