নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হারারে টেস্টটাকে স্মরণীয় করে রাখলেন বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। টেস্ট অভিষেকের তিন বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান। অন্যদিকে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন শান্ত। এই দুজনের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জিততে শেষ দিনে জিম্বাবুয়ের প্রয়োজন ৩৩৭ রান। আর বাংলাদেশর দরকার ৭ উইকেট। ৪৭৭ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ১৪০ রান।
৪৫ রানে চতুর্থ দিন শুরু করা সাইফ–সাদমান শুরুতে কিছুটা দেখেশুনে খেলেন। এরপর ক্রমশ বেরিয়ে আসেন খোলস ছেড়ে। খারাপ বল পেলেই বুঝিয়ে দিয়েছেন মূল্য। নাগারাবার বলে মায়ার্সকে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে এই ওপেনার ৪৩ রানের ইনিংসে মেরেছেন ৬টি চার। ১০১ বলে ৫ চারে ক্যারিয়ারের তৃতীয় ফিফটিতে পৌঁছান সাদমান। সাইফের আউটের পর উইকেটে আসা নাজমুল হোসেন খেলছেন ওয়ানডে মেজাজে। প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেট ১৬৯ রান।
মধ্যাহ্নভোজের পর আরও সাবলীলভাবে ব্যাটিং করেন সাদমান ও নাজমুল। সাদমান ছুটতে থাকেন সেঞ্চুরির দিকে। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটিটাকেই প্রথম টেস্ট সেঞ্চুরিতে পরিণত করেন তিনি। ১৮০ বলে সেঞ্চুরি করেন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান। অন্যদিকে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে রান তুলতে থাকেন তিনে নামা শান্ত। ফিফটির পর দ্রুত পৌঁছে যান সেঞ্চুরিতে। ১০৯ বলে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেন তিনি। এরপর ১ উইকেট ২৮৪ রানে বাংলাদেশ ইনিংস ঘোষণা করলে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৭ রান। শান্ত ১১৭ ও সাদমান ১১৫ রানে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৬৮ ও ২৮৪/১ ডি. (নাজমুল শান্ত ১১৭*, সাদমান ১১৫*, সাইফ ৪৩; এনগারাভা ১/৩৬)
জিম্বাবুয়ে: ২৭৬ ও ১৪০/৩ (টেলর ৯২, শুম্বা ১১, মায়ার্স ১৮*, তিরিপানো ৭*; সাকিব ১/২৩, তাসকিন ১/৩৯, মিরাজ ১/৪৫)।
হারারে টেস্টটাকে স্মরণীয় করে রাখলেন বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। টেস্ট অভিষেকের তিন বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান। অন্যদিকে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন শান্ত। এই দুজনের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জিততে শেষ দিনে জিম্বাবুয়ের প্রয়োজন ৩৩৭ রান। আর বাংলাদেশর দরকার ৭ উইকেট। ৪৭৭ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ১৪০ রান।
৪৫ রানে চতুর্থ দিন শুরু করা সাইফ–সাদমান শুরুতে কিছুটা দেখেশুনে খেলেন। এরপর ক্রমশ বেরিয়ে আসেন খোলস ছেড়ে। খারাপ বল পেলেই বুঝিয়ে দিয়েছেন মূল্য। নাগারাবার বলে মায়ার্সকে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে এই ওপেনার ৪৩ রানের ইনিংসে মেরেছেন ৬টি চার। ১০১ বলে ৫ চারে ক্যারিয়ারের তৃতীয় ফিফটিতে পৌঁছান সাদমান। সাইফের আউটের পর উইকেটে আসা নাজমুল হোসেন খেলছেন ওয়ানডে মেজাজে। প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেট ১৬৯ রান।
মধ্যাহ্নভোজের পর আরও সাবলীলভাবে ব্যাটিং করেন সাদমান ও নাজমুল। সাদমান ছুটতে থাকেন সেঞ্চুরির দিকে। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটিটাকেই প্রথম টেস্ট সেঞ্চুরিতে পরিণত করেন তিনি। ১৮০ বলে সেঞ্চুরি করেন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান। অন্যদিকে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে রান তুলতে থাকেন তিনে নামা শান্ত। ফিফটির পর দ্রুত পৌঁছে যান সেঞ্চুরিতে। ১০৯ বলে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেন তিনি। এরপর ১ উইকেট ২৮৪ রানে বাংলাদেশ ইনিংস ঘোষণা করলে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৭ রান। শান্ত ১১৭ ও সাদমান ১১৫ রানে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৬৮ ও ২৮৪/১ ডি. (নাজমুল শান্ত ১১৭*, সাদমান ১১৫*, সাইফ ৪৩; এনগারাভা ১/৩৬)
জিম্বাবুয়ে: ২৭৬ ও ১৪০/৩ (টেলর ৯২, শুম্বা ১১, মায়ার্স ১৮*, তিরিপানো ৭*; সাকিব ১/২৩, তাসকিন ১/৩৯, মিরাজ ১/৪৫)।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
৩২ মিনিট আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
১ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
২ ঘণ্টা আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
২ ঘণ্টা আগে