ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতেই পারেননি শরীফুল ইসলাম। এবার সেই শরীফুলকে বিশ্রাম দিয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ। এই টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিবৃতিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। ১৬ সদস্যের দলে জাকেরের নামটাই বড় চমক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে ১৭ ম্যাচ খেললেও টেস্টে কোনো ম্যাচ খেলেননি তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে ৪১.৪৭ গড়ে করেছেন ২৮৬২ রান। ৪ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৯ ফিফটি। কদিন আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৭২ রানের ইনিংস খেলেছেন জাকের।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে জয়ের সঙ্গে থাকছেন আরও দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন এই সিরিজে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম দুই নায়ক লিটন দাস, মেহেদী হাসান মিরাজ আছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে।
স্পিন ও পেস আক্রমণের সমন্বয় বাংলাদেশ রেখেছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। দুই স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব-মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসানের মতো স্পিনাররা। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। কানপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, জাকের আলী অনিক
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতেই পারেননি শরীফুল ইসলাম। এবার সেই শরীফুলকে বিশ্রাম দিয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ। এই টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিবৃতিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। ১৬ সদস্যের দলে জাকেরের নামটাই বড় চমক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে ১৭ ম্যাচ খেললেও টেস্টে কোনো ম্যাচ খেলেননি তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে ৪১.৪৭ গড়ে করেছেন ২৮৬২ রান। ৪ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৯ ফিফটি। কদিন আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৭২ রানের ইনিংস খেলেছেন জাকের।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে জয়ের সঙ্গে থাকছেন আরও দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন এই সিরিজে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম দুই নায়ক লিটন দাস, মেহেদী হাসান মিরাজ আছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে।
স্পিন ও পেস আক্রমণের সমন্বয় বাংলাদেশ রেখেছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। দুই স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব-মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসানের মতো স্পিনাররা। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। কানপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, জাকের আলী অনিক
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৯ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৯ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১০ ঘণ্টা আগে