ক্রীড়া ডেস্ক
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয় নেই এমন নয়। বিশ্বের ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় ওপরের দিকেই আছে তারা। তারপরও ঠিক মতো বেতন পাচ্ছেন না পাকিস্তান নারী দলের ক্রিকেটাররা। এক-দুই মাস নয়, চার মাসের বেতন বকেয়া পড়েছে তাঁদের।
সেই বেতনের অপেক্ষায় থেকে আজ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল পাকিস্তান। আজ শারজায় টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছেন ফাতিমা সানারা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তান নারী ক্রিকেটারদের বেতন বকেয়া থাকার বিষয়টি আজ এক প্রতিবেদনে প্রকাশ করেছে ক্রিকবাজ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটটি জানিয়েছে, বোর্ডের সঙ্গে বর্তমানে ২৩ মাসের চুক্তিতে থাকলেও গত চার মাসের বেতন পাননি পাকিস্তানের মেয়েরা। এই চুক্তি শুরু হয় গত বছরের ১ আগস্ট থেকে। তবে গত বছরের এ বছরের জুন থেকে বেতন পরিশোধ করা হয়নি তাদের। এই চুক্তি শেষ হওয়ার কথা ২০২৫ সালের ৩০ জুনে।
বেতন পরিশোধের ব্যাপারে পিসিবি ক্রিকবাজকে বলেছে, ‘এ নিয়ে কাজ চলছে। তালিকা চূড়ান্ত এবং অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তি ১ জুলাই থেকে কার্যকর হবে।
কবে বেতন পরিশোধ করা হবে—এ নিয়ে ক্রিকবাজকে পিসিবির এক সূত্র বলেছে, ‘খুব বেশি বিলম্ব হয়ে গেছে এবং সমস্ত বিষয়ে সমাধানের জন্য সময়ের অভাব রয়েছে।’
পিসিবি ছেলে ও মেয়েদের ভিন্ন ভিন্ন বেতন দিয়ে থাকে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাকিস্তান পুরুষ ক্রিকেট দলেরও বেতন গত চার মাসের জন্য বাকি পড়েছিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয় নেই এমন নয়। বিশ্বের ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় ওপরের দিকেই আছে তারা। তারপরও ঠিক মতো বেতন পাচ্ছেন না পাকিস্তান নারী দলের ক্রিকেটাররা। এক-দুই মাস নয়, চার মাসের বেতন বকেয়া পড়েছে তাঁদের।
সেই বেতনের অপেক্ষায় থেকে আজ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল পাকিস্তান। আজ শারজায় টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছেন ফাতিমা সানারা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তান নারী ক্রিকেটারদের বেতন বকেয়া থাকার বিষয়টি আজ এক প্রতিবেদনে প্রকাশ করেছে ক্রিকবাজ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটটি জানিয়েছে, বোর্ডের সঙ্গে বর্তমানে ২৩ মাসের চুক্তিতে থাকলেও গত চার মাসের বেতন পাননি পাকিস্তানের মেয়েরা। এই চুক্তি শুরু হয় গত বছরের ১ আগস্ট থেকে। তবে গত বছরের এ বছরের জুন থেকে বেতন পরিশোধ করা হয়নি তাদের। এই চুক্তি শেষ হওয়ার কথা ২০২৫ সালের ৩০ জুনে।
বেতন পরিশোধের ব্যাপারে পিসিবি ক্রিকবাজকে বলেছে, ‘এ নিয়ে কাজ চলছে। তালিকা চূড়ান্ত এবং অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তি ১ জুলাই থেকে কার্যকর হবে।
কবে বেতন পরিশোধ করা হবে—এ নিয়ে ক্রিকবাজকে পিসিবির এক সূত্র বলেছে, ‘খুব বেশি বিলম্ব হয়ে গেছে এবং সমস্ত বিষয়ে সমাধানের জন্য সময়ের অভাব রয়েছে।’
পিসিবি ছেলে ও মেয়েদের ভিন্ন ভিন্ন বেতন দিয়ে থাকে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাকিস্তান পুরুষ ক্রিকেট দলেরও বেতন গত চার মাসের জন্য বাকি পড়েছিল।
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১৬ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে