ক্রীড়া ডেস্ক
দিল্লির বায়ুদূষণের মাত্রা এখন ভয়াবহ। আগামী পরশু এই দূষণের শহরে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ভয়ংকর রকম এই বায়ুদূষণের কারণে গতকাল অনুশীলন করেনি বাংলাদেশ দল, আজ অনুশীলন বাতিল করেছে শ্রীলঙ্কা দলও।
এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী কোনো অঞ্চলের বায়ু দূষণের মাত্রা ৩০০ বা তার বেশি হলেই সেই অঞ্চলের বাতাসকে জনসাধারণের জন্য ভীষণরকম ক্ষতিকর বলে ধরে নেওয়া হয়। আর দিল্লিতে বায়ু দূষণের মাত্রা এখন ৪০০ ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার বায়ু দূষণের কারণে জরুরি অবস্থা জারি করা হয়। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ।
দিল্লির এই বায়ুদূষণকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণে রেখেছে আইসিসি। নজরে রাখা হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দলের অবস্থাও। প্রাকৃতিক দুর্যোগে যেমন ম্যাচ বন্ধ বা বাতিল করা হয় তেমনি দূষণের মাত্রা বেশি হলে ম্যাচ পরিত্যক্ত বা বাতিলের মতো সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। সংস্থাটির একজন মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন, ‘আইসিসি এবং আমাদের আয়োজক বিসিসিআই সকল দলের স্বাস্থ্য গুরুত্বের সঙ্গে দেখছে এবং দিল্লির বায়ু দূষণের মাত্রার দিকে নজর রাখছে। আমরা এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছি।’
এই বায়ুদূষণে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটারের কাশি হচ্ছে বলে গতকাল জানিয়েছিলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বলেছিলেন, ‘আমাদের দলের কয়েকজনের কাশি হচ্ছে, তাই আমরা ঝুঁকি নিইনি। জানি না পরিস্থিতির উন্নতি হবে কিনা। আমরা ৬ তারিখের ম্যাচে সবাইকে সুস্থ দেখতে চাই।’ বাংলাদেশ দল অবশ্য আজ সন্ধ্যা থেকে অনুশীলন শুরু করেছে।
দিল্লির পরিস্থিতির সঙ্গে ভালোই পরিচয় আছে শ্রীলঙ্কা দলের কয়েকজন খেলোয়াড়ের। ২০১৭ সালে এই দিল্লিতেই দূষিত বাতাসের কারণে ড্রেসিং রুমে গিয়ে বমি করেছিলেন লঙ্কান ক্রিকেটাররা। পাঁচ ক্রিকেটারকে মাঠে খেলতে দেখা যায় মুখে মাস্ক পরে। ক্রিকেটারদের সুস্থতার কথা বিবেচনায় রেখে আজ অনুশীলন করেনি শ্রীলঙ্কা দল।
দিল্লির বায়ুদূষণের মাত্রা এখন ভয়াবহ। আগামী পরশু এই দূষণের শহরে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ভয়ংকর রকম এই বায়ুদূষণের কারণে গতকাল অনুশীলন করেনি বাংলাদেশ দল, আজ অনুশীলন বাতিল করেছে শ্রীলঙ্কা দলও।
এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী কোনো অঞ্চলের বায়ু দূষণের মাত্রা ৩০০ বা তার বেশি হলেই সেই অঞ্চলের বাতাসকে জনসাধারণের জন্য ভীষণরকম ক্ষতিকর বলে ধরে নেওয়া হয়। আর দিল্লিতে বায়ু দূষণের মাত্রা এখন ৪০০ ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার বায়ু দূষণের কারণে জরুরি অবস্থা জারি করা হয়। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ।
দিল্লির এই বায়ুদূষণকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণে রেখেছে আইসিসি। নজরে রাখা হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দলের অবস্থাও। প্রাকৃতিক দুর্যোগে যেমন ম্যাচ বন্ধ বা বাতিল করা হয় তেমনি দূষণের মাত্রা বেশি হলে ম্যাচ পরিত্যক্ত বা বাতিলের মতো সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। সংস্থাটির একজন মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন, ‘আইসিসি এবং আমাদের আয়োজক বিসিসিআই সকল দলের স্বাস্থ্য গুরুত্বের সঙ্গে দেখছে এবং দিল্লির বায়ু দূষণের মাত্রার দিকে নজর রাখছে। আমরা এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছি।’
এই বায়ুদূষণে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটারের কাশি হচ্ছে বলে গতকাল জানিয়েছিলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বলেছিলেন, ‘আমাদের দলের কয়েকজনের কাশি হচ্ছে, তাই আমরা ঝুঁকি নিইনি। জানি না পরিস্থিতির উন্নতি হবে কিনা। আমরা ৬ তারিখের ম্যাচে সবাইকে সুস্থ দেখতে চাই।’ বাংলাদেশ দল অবশ্য আজ সন্ধ্যা থেকে অনুশীলন শুরু করেছে।
দিল্লির পরিস্থিতির সঙ্গে ভালোই পরিচয় আছে শ্রীলঙ্কা দলের কয়েকজন খেলোয়াড়ের। ২০১৭ সালে এই দিল্লিতেই দূষিত বাতাসের কারণে ড্রেসিং রুমে গিয়ে বমি করেছিলেন লঙ্কান ক্রিকেটাররা। পাঁচ ক্রিকেটারকে মাঠে খেলতে দেখা যায় মুখে মাস্ক পরে। ক্রিকেটারদের সুস্থতার কথা বিবেচনায় রেখে আজ অনুশীলন করেনি শ্রীলঙ্কা দল।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১ মিনিট আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২৪ মিনিট আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১ ঘণ্টা আগে