ক্রীড়া ডেস্ক
শুরুতে দ্রুত উইকেট হারিয়ে ফেলার রোগ থেকে বাংলাদেশ যেন কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। দুবাইয়ে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও দেখা গেছে একই চিত্র।
তবে প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতার মাঝে একপ্রান্ত আগলে খেলেছেন আফিফ হোসেন ধ্রুব। দুইবার জীবন পেয়ে সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। আর শেষের দিকে অধিনায়ক নুরুল হাসান সোহানের ফিনিশিংয়ে বাংলাদেশ ৫ উইকেট ১৫৮ রানের সংগ্রহ পেয়েছে।
দুবাইয়ে টস হেরে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। ওপেনিংয়ে নামেন সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজ। তবে দলীয় ১১ রানেই ভেঙে যায় বাংলাদেশের এই জুটি। সাব্বির রহমান তিন বলে শূন্য রানে বিদায় নেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা লিটন দাসকে সাবলীল লাগলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ৮ বলে ১৩ রান করেন তিনি।
প্রথম ৬ ওভারের মধ্যে মিরাজেরও উইকেট হারায় বাংলাদেশ। জাওয়ার ফরিদের বলে কট অ্যান্ড বোল্ডের শিকার হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন মিরাজ। এই ওপেনার করেন ১৪ বলে ১২ রান। একাদশে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। তিনি ৭ বলে ৪ রান করে বিদায় নিলে ৪৭ রানেই বাংলাদেশ হারায় চার উইকেট।
ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে আমিরাত বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়ান আফিফ। ব্যক্তিগত ২ রানের সময় জীবন পাওয়া সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় আন্তর্জাতিক ফিফটি তুলে নেন তিনি। এরপর ৬৩ রানের সময় আরও একবার জীবন পেয়েছেন। শেষ পর্যন্ত ৫৫ বলে ৭৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আফিফ।
আফিফকে দারুণ সঙ্গ দিয়েছেন সোহান। ২৫ বলে ৩৫ রান করেন তিনি। ষষ্ঠ উইকেট জুটিতে সোহান-আফিফ মিলে ৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন।
শুরুতে দ্রুত উইকেট হারিয়ে ফেলার রোগ থেকে বাংলাদেশ যেন কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। দুবাইয়ে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও দেখা গেছে একই চিত্র।
তবে প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতার মাঝে একপ্রান্ত আগলে খেলেছেন আফিফ হোসেন ধ্রুব। দুইবার জীবন পেয়ে সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। আর শেষের দিকে অধিনায়ক নুরুল হাসান সোহানের ফিনিশিংয়ে বাংলাদেশ ৫ উইকেট ১৫৮ রানের সংগ্রহ পেয়েছে।
দুবাইয়ে টস হেরে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। ওপেনিংয়ে নামেন সাব্বির রহমান ও মেহেদি হাসান মিরাজ। তবে দলীয় ১১ রানেই ভেঙে যায় বাংলাদেশের এই জুটি। সাব্বির রহমান তিন বলে শূন্য রানে বিদায় নেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা লিটন দাসকে সাবলীল লাগলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ৮ বলে ১৩ রান করেন তিনি।
প্রথম ৬ ওভারের মধ্যে মিরাজেরও উইকেট হারায় বাংলাদেশ। জাওয়ার ফরিদের বলে কট অ্যান্ড বোল্ডের শিকার হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন মিরাজ। এই ওপেনার করেন ১৪ বলে ১২ রান। একাদশে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। তিনি ৭ বলে ৪ রান করে বিদায় নিলে ৪৭ রানেই বাংলাদেশ হারায় চার উইকেট।
ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে আমিরাত বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়ান আফিফ। ব্যক্তিগত ২ রানের সময় জীবন পাওয়া সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় আন্তর্জাতিক ফিফটি তুলে নেন তিনি। এরপর ৬৩ রানের সময় আরও একবার জীবন পেয়েছেন। শেষ পর্যন্ত ৫৫ বলে ৭৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আফিফ।
আফিফকে দারুণ সঙ্গ দিয়েছেন সোহান। ২৫ বলে ৩৫ রান করেন তিনি। ষষ্ঠ উইকেট জুটিতে সোহান-আফিফ মিলে ৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন।
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৩৩ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে