নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুরুর ছন্দ পাওয়ার-প্লের পর ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল। মাঝে দলের বিপর্যয়ে ঢাল হয়ে ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেনের গুরুত্বপূর্ণ জুটি। তারপরও প্রোটিয়ারা বেশি দূর যেতে পারেনি। দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে আটকাল বাংলাদেশ। গতকাল এই মাঠেই ভারতের দেওয়া ১২০ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় পাকিস্তান। সেই হিসেবে প্রোটিয়াদের দেওয়া ১১৪ রানের লক্ষ্য তাড়ায়ও আছে চ্যালেঞ্জ।
২৩ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতে কঠিন বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। পঞ্চম উইকেটে মিলার ও ক্লাসেন গড়েছেন ৭৯ রানের কার্যকর জুটি। ক্লাসেন ৪৬ ও মিলারের ব্যাট থেকে আসে ২৯ রান।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস জিতে আজ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। প্রথম ওভারে তানজিম হাসান সাকিবের দ্বিতীয় বলে ফ্লিক করে দারুণ এক ছক্কায় দলের রানের রানের খাতা খোলেন কুইন্টন ডি কক। পরের বলে মারলেন চারের বাউন্ডারি। পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে ডি কক স্ট্রাইক দেন রেজা হেনড্রিকসকে।
ছন্দ খোঁজা হেনড্রিকস ওভারের শেষ বলেই এলবিডব্লুর ফাঁদে পড়েন। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ রান, নেদারল্যান্ডসের বিপক্ষে ৩, আজ জুনিয়র সাকিবের বলে হেনড্রিকস ফিরলেন গোল্ডেন ডাক মেরে।
নিজের পরের ওভারেই চড়াও হওয়া ডি কককেও ফেরান তানজিম সাকিব। পুল করতে গিয়ে ব্যাটে বলে সংযোগ না ঘটায় লেংথের বল ভেতরে ঢুকে ডি ককের স্টাম্পের লালবাতি জ্বালায়। ১১ বলে ১৮ রানে ফেরেন এই প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার।
চতুর্থ ওভারে তাসকিন আহমেদের বলে বোল্ড হন মার্করাম। আগের ম্যাচে ডাক মারা প্রোটিয়া অধিনায়ক এই ম্যাচে ফেরেন ৮ বলে ৪ রান করে। পঞ্চম ওভারে নিজের তৃতীয় উইকেট নেন তানজিম সাকিব। শর্ট কাভারে সাকিব আল হাসানের ক্যাচে ফেরান ত্রিস্তান স্টাবসকে। ৫ বল মোকাবিলায় রানের খাতা খোলা হয়নি স্টাবসের।
পাওয়ার-প্লে শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৫ রান। তারপরই বিপর্যয় সামলে কার্যকরি জুটি গড়েন মিলার-ক্লাসেন। ১১ তম ওভারে মাহমুদউল্লাহ রিয়াদের বলে যদি লিটন দাস ক্যাচ মিস না করতেন তাহলে ৩৪ রানেই সুযোগ ছিল জুটি ভাঙার। তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৫৭ রান।
১৮ তম ওভারে ৪৪ বলে ৪৬ রান করা ক্লাসেনকে ফেরান তাসকিন। ৩৮ বলে ২৯ রানে মিলারকে ফেরান রিশাদ হোসেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১১৩ রান তুলতে পেরেছে প্রোটিয়ারা। ১৮ রান দিয়ে তানজিম সাকিব ৩টি ও ১৯ রান দিয়ে তাসকিনের শিকার ২ উইকেট।
শুরুর ছন্দ পাওয়ার-প্লের পর ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল। মাঝে দলের বিপর্যয়ে ঢাল হয়ে ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেনের গুরুত্বপূর্ণ জুটি। তারপরও প্রোটিয়ারা বেশি দূর যেতে পারেনি। দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে আটকাল বাংলাদেশ। গতকাল এই মাঠেই ভারতের দেওয়া ১২০ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় পাকিস্তান। সেই হিসেবে প্রোটিয়াদের দেওয়া ১১৪ রানের লক্ষ্য তাড়ায়ও আছে চ্যালেঞ্জ।
২৩ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতে কঠিন বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। পঞ্চম উইকেটে মিলার ও ক্লাসেন গড়েছেন ৭৯ রানের কার্যকর জুটি। ক্লাসেন ৪৬ ও মিলারের ব্যাট থেকে আসে ২৯ রান।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস জিতে আজ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। প্রথম ওভারে তানজিম হাসান সাকিবের দ্বিতীয় বলে ফ্লিক করে দারুণ এক ছক্কায় দলের রানের রানের খাতা খোলেন কুইন্টন ডি কক। পরের বলে মারলেন চারের বাউন্ডারি। পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে ডি কক স্ট্রাইক দেন রেজা হেনড্রিকসকে।
ছন্দ খোঁজা হেনড্রিকস ওভারের শেষ বলেই এলবিডব্লুর ফাঁদে পড়েন। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ রান, নেদারল্যান্ডসের বিপক্ষে ৩, আজ জুনিয়র সাকিবের বলে হেনড্রিকস ফিরলেন গোল্ডেন ডাক মেরে।
নিজের পরের ওভারেই চড়াও হওয়া ডি কককেও ফেরান তানজিম সাকিব। পুল করতে গিয়ে ব্যাটে বলে সংযোগ না ঘটায় লেংথের বল ভেতরে ঢুকে ডি ককের স্টাম্পের লালবাতি জ্বালায়। ১১ বলে ১৮ রানে ফেরেন এই প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার।
চতুর্থ ওভারে তাসকিন আহমেদের বলে বোল্ড হন মার্করাম। আগের ম্যাচে ডাক মারা প্রোটিয়া অধিনায়ক এই ম্যাচে ফেরেন ৮ বলে ৪ রান করে। পঞ্চম ওভারে নিজের তৃতীয় উইকেট নেন তানজিম সাকিব। শর্ট কাভারে সাকিব আল হাসানের ক্যাচে ফেরান ত্রিস্তান স্টাবসকে। ৫ বল মোকাবিলায় রানের খাতা খোলা হয়নি স্টাবসের।
পাওয়ার-প্লে শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৫ রান। তারপরই বিপর্যয় সামলে কার্যকরি জুটি গড়েন মিলার-ক্লাসেন। ১১ তম ওভারে মাহমুদউল্লাহ রিয়াদের বলে যদি লিটন দাস ক্যাচ মিস না করতেন তাহলে ৩৪ রানেই সুযোগ ছিল জুটি ভাঙার। তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৫৭ রান।
১৮ তম ওভারে ৪৪ বলে ৪৬ রান করা ক্লাসেনকে ফেরান তাসকিন। ৩৮ বলে ২৯ রানে মিলারকে ফেরান রিশাদ হোসেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১১৩ রান তুলতে পেরেছে প্রোটিয়ারা। ১৮ রান দিয়ে তানজিম সাকিব ৩টি ও ১৯ রান দিয়ে তাসকিনের শিকার ২ উইকেট।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১৭ মিনিট আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৪১ মিনিট আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১ ঘণ্টা আগে