ক্রীড়া ডেস্ক
আগের ১৩ ইনিংসে নেই কোনো পঞ্চাশোর্ধ্ব রান। সর্বোচ্চ বলতে ৩৬। সাদা পোশাকে বিবর্ণ শুবমান গিলকে বেশ সমালোচনাও শুনতে হচ্ছিল। অবশেষে ‘আনলাকি থার্টিনের’ ফাঁড়া কাটল তাঁর। পেলেন রানের দেখা, সেটিও সেঞ্চুরি। গিলের ১৪৭ বলে ১০৪ রানের সুবাদে বিশাখাপত্তনম টেস্টে বড় লিড নিয়েছে ভারত।
সফরকারীরা দ্বিতীয় ইনিংসে করে ২৫৫ রান। ৩৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধাক্কাও খেয়েছে ইংল্যান্ড। দারুণ শুরুর পর দলীয় ৫০ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে উইকেটরক্ষক শ্রীকর ভারতকে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার বেন ডাকেট (২৮)। এরপরই নাইটওয়াচম্যান হিসেবে রেহান আহমেদকে (৯) নামিয়ে দেয় ইংলিশরা। আগামীকাল তাঁকে নিয়ে চতুর্থদিনে ব্যাটিংয়ে নামবেন আরেক ওপেনার জ্যাক ক্রলি (২৯)।
ইংল্যান্ড দিন পার করেছে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬৭ রান করে। জয়ের জন্য বাকি দুই দিনে তাদের করতে হবে আরও ৩৩২ রান। আর সেটি করলে রেকর্ডই গড়বে তারা। এর আগে ইংলিশদের সর্বোচ্চ রান তাড়া করে জয়টি ছিল এজবাস্টনে। সেটি ভারতের বিপক্ষে। ২০২২ সালে ৩৭৮ রান তাড়া করে জিতেছিল ৭ উইকেটে।
বিনা উইকেটে ২৮ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করে ভারত। তবে দ্রুত রান তুলতে গিয়ে উল্টো নিজেরাই চাপে পড়ে যায়। বুড়ো হাড়ের ভেলকিতে প্রথম সেশনেই দুই ওপেনার রোহিত শর্মা (১৩) ও যশস্বী জয়সওয়ালকে (১৭) ফেরান জিমি অ্যান্ডারসন। এরপরই গিলের প্রতিরোধ। তিনি একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা ইনিংস তেমন বড় করতে পারেননি। দুই স্পিনার রেহান আহমেদ ও টম হার্টলি মিলে নেন ৭ উইকেট।
এর আগে ভারত জয়সওয়ালের দ্বিশতকে প্রথম ইনিংসে করে ৩৯৬ রান। ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ২৫৩ রান।
আগের ১৩ ইনিংসে নেই কোনো পঞ্চাশোর্ধ্ব রান। সর্বোচ্চ বলতে ৩৬। সাদা পোশাকে বিবর্ণ শুবমান গিলকে বেশ সমালোচনাও শুনতে হচ্ছিল। অবশেষে ‘আনলাকি থার্টিনের’ ফাঁড়া কাটল তাঁর। পেলেন রানের দেখা, সেটিও সেঞ্চুরি। গিলের ১৪৭ বলে ১০৪ রানের সুবাদে বিশাখাপত্তনম টেস্টে বড় লিড নিয়েছে ভারত।
সফরকারীরা দ্বিতীয় ইনিংসে করে ২৫৫ রান। ৩৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধাক্কাও খেয়েছে ইংল্যান্ড। দারুণ শুরুর পর দলীয় ৫০ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে উইকেটরক্ষক শ্রীকর ভারতকে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার বেন ডাকেট (২৮)। এরপরই নাইটওয়াচম্যান হিসেবে রেহান আহমেদকে (৯) নামিয়ে দেয় ইংলিশরা। আগামীকাল তাঁকে নিয়ে চতুর্থদিনে ব্যাটিংয়ে নামবেন আরেক ওপেনার জ্যাক ক্রলি (২৯)।
ইংল্যান্ড দিন পার করেছে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৬৭ রান করে। জয়ের জন্য বাকি দুই দিনে তাদের করতে হবে আরও ৩৩২ রান। আর সেটি করলে রেকর্ডই গড়বে তারা। এর আগে ইংলিশদের সর্বোচ্চ রান তাড়া করে জয়টি ছিল এজবাস্টনে। সেটি ভারতের বিপক্ষে। ২০২২ সালে ৩৭৮ রান তাড়া করে জিতেছিল ৭ উইকেটে।
বিনা উইকেটে ২৮ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করে ভারত। তবে দ্রুত রান তুলতে গিয়ে উল্টো নিজেরাই চাপে পড়ে যায়। বুড়ো হাড়ের ভেলকিতে প্রথম সেশনেই দুই ওপেনার রোহিত শর্মা (১৩) ও যশস্বী জয়সওয়ালকে (১৭) ফেরান জিমি অ্যান্ডারসন। এরপরই গিলের প্রতিরোধ। তিনি একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা ইনিংস তেমন বড় করতে পারেননি। দুই স্পিনার রেহান আহমেদ ও টম হার্টলি মিলে নেন ৭ উইকেট।
এর আগে ভারত জয়সওয়ালের দ্বিশতকে প্রথম ইনিংসে করে ৩৯৬ রান। ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ২৫৩ রান।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৬ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৬ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৭ ঘণ্টা আগে