ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকার পেসবান্ধব উইকেটে স্পিনাররাই ধসিয়ে দিয়েছে বাংলাদেশকে। দুই প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ আর সাইমন হারমারের ঘূর্ণিতে প্রথম সেশনেই গুটিয়ে গেছে মুমিনুল হকের দল। মাত্র ১৩ ওভার ব্যাটিং করে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অল আউট ৫৪ রানে। টেস্টে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। ২২০ রানের বড় জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
দিনের প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। মহারাজের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে মুশফিকুর রহিম ফিরেছেন রানের খাতা খোলার আগেই। নিজের পরের ওভারে ফিরিয়েছেন লিটন দাসকে। এক ওভার পর সেই মহারাজের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন ইয়াসির রাব্বিও।
দিনের প্রথম ওভারের প্রথম বলে নাজমুল হাসান শান্তর এক রান নিয়ে স্ট্রাইক দেন মুশফিককে। ভালো লেংথে বল পিচ করে নিচু হয়ে আসছিল মহারাজের বল। প্রথম তিন বল কোনোভাবে ঠেকিয়ে দিলেও পঞ্চম বলে লাইন মিস করেন মুশফিক। বল প্যাডে আঘাত করে। মহারাজ আবেদন করতেই আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন মুশফিক, তবে লাভ হয়। বল স্টাম্পে হিট করায় সাজঘরের পথ ধরতে হয় অভিজ্ঞ এই ব্যাটারকে।
মুশফিক ফেরার পর উইকেটে এসে কিছু বুঝে ওঠার আগেই আউট হয়েছেন লিটন দাস (২)। মহারাজের বলে মিড অনে সাইমন হারমারের হাতে ক্যাচ দেন এই উইকেটরক্ষক ব্যাটার। মহারাজের বলে রীতিমতো গোলকধাঁধায় পড়েছেন বাংলাদেশি ব্যাটাররা। এক ওভার পর বোলিংয়ে এসে মহারাজ বোল্ড করেছেন ইয়াসিরকেও (৫)। প্রথম ৬ উইকেটের ৫টিই নিয়েছেন এই বাঁহাতি অফ স্পিনার। ঠিক এর পরের ওভারেই হারমার এসে মেহেদী হাসান মিরাজকে কেগান পিটারসেনের হাতে ক্যাচ বানিয়েছেন। মুশফিকের মতো মিরাজও ফিরেছেন কোনো রান না করেই।
দলীয় ৩৩ রানে সপ্তম উইকেটের পতন হলে লজ্জার এক রেকর্ড হাতছানি দিচ্ছিল বাংলাদেশকে। শঙ্কা জাগে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানের অল আউট হওয়ার। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত শান্ত-তাসকিনের ব্যাটে ৪৩-এর গেঁরো পার করে সফরকারীরা। এরপর অবশ্য বেশি দূর এগোতে পারেননি শান্ত। হারমারের বলে স্টাম্পড হয়ে ফেরার আগে দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন এই টপ অর্ডার ব্যাটার। পরের ওভারে মহারাজ ফিরিয়েছেন খালেদ আহমেদকে শূন্য রানে।
নিজের পরের ওভারে তাসকিন আহমেদকে (১৪) ফিরিয়ে মুড়িয়ে দিয়েছেন মহারাজ। দুই স্পিনার মিলেই বাংলাদেশের ১০ উইকেট তুলে নিয়েছেন। মহারাজ নিয়েছেন ৭টি আর হারমারের শিকার ৩ উইকেট।
দক্ষিণ আফ্রিকার পেসবান্ধব উইকেটে স্পিনাররাই ধসিয়ে দিয়েছে বাংলাদেশকে। দুই প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ আর সাইমন হারমারের ঘূর্ণিতে প্রথম সেশনেই গুটিয়ে গেছে মুমিনুল হকের দল। মাত্র ১৩ ওভার ব্যাটিং করে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অল আউট ৫৪ রানে। টেস্টে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। ২২০ রানের বড় জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
দিনের প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। মহারাজের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে মুশফিকুর রহিম ফিরেছেন রানের খাতা খোলার আগেই। নিজের পরের ওভারে ফিরিয়েছেন লিটন দাসকে। এক ওভার পর সেই মহারাজের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন ইয়াসির রাব্বিও।
দিনের প্রথম ওভারের প্রথম বলে নাজমুল হাসান শান্তর এক রান নিয়ে স্ট্রাইক দেন মুশফিককে। ভালো লেংথে বল পিচ করে নিচু হয়ে আসছিল মহারাজের বল। প্রথম তিন বল কোনোভাবে ঠেকিয়ে দিলেও পঞ্চম বলে লাইন মিস করেন মুশফিক। বল প্যাডে আঘাত করে। মহারাজ আবেদন করতেই আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন মুশফিক, তবে লাভ হয়। বল স্টাম্পে হিট করায় সাজঘরের পথ ধরতে হয় অভিজ্ঞ এই ব্যাটারকে।
মুশফিক ফেরার পর উইকেটে এসে কিছু বুঝে ওঠার আগেই আউট হয়েছেন লিটন দাস (২)। মহারাজের বলে মিড অনে সাইমন হারমারের হাতে ক্যাচ দেন এই উইকেটরক্ষক ব্যাটার। মহারাজের বলে রীতিমতো গোলকধাঁধায় পড়েছেন বাংলাদেশি ব্যাটাররা। এক ওভার পর বোলিংয়ে এসে মহারাজ বোল্ড করেছেন ইয়াসিরকেও (৫)। প্রথম ৬ উইকেটের ৫টিই নিয়েছেন এই বাঁহাতি অফ স্পিনার। ঠিক এর পরের ওভারেই হারমার এসে মেহেদী হাসান মিরাজকে কেগান পিটারসেনের হাতে ক্যাচ বানিয়েছেন। মুশফিকের মতো মিরাজও ফিরেছেন কোনো রান না করেই।
দলীয় ৩৩ রানে সপ্তম উইকেটের পতন হলে লজ্জার এক রেকর্ড হাতছানি দিচ্ছিল বাংলাদেশকে। শঙ্কা জাগে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানের অল আউট হওয়ার। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত শান্ত-তাসকিনের ব্যাটে ৪৩-এর গেঁরো পার করে সফরকারীরা। এরপর অবশ্য বেশি দূর এগোতে পারেননি শান্ত। হারমারের বলে স্টাম্পড হয়ে ফেরার আগে দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন এই টপ অর্ডার ব্যাটার। পরের ওভারে মহারাজ ফিরিয়েছেন খালেদ আহমেদকে শূন্য রানে।
নিজের পরের ওভারে তাসকিন আহমেদকে (১৪) ফিরিয়ে মুড়িয়ে দিয়েছেন মহারাজ। দুই স্পিনার মিলেই বাংলাদেশের ১০ উইকেট তুলে নিয়েছেন। মহারাজ নিয়েছেন ৭টি আর হারমারের শিকার ৩ উইকেট।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১০ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১১ ঘণ্টা আগে