ক্রীড়া ডেস্ক
বিপিএল দিয়ে নিজেকে বিশেষভাবে চিনিয়েছেন জাকের আলী অনিক। গতকাল তাঁকে আবার নতুনভাবে চিনল দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে ফিনিশারের ভূমিকায় থাকলেও তিনি ম্যাচটা জিতিয়ে ফিরতে পারেননি। তবু এই ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি জাকেরের ব্যাটিং। ৩ রানের জন্য হেরে গেলেও সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ বলে ৪টি চার ও ৬টি ছয়ে ৬৮ রানের ইনিংস খেলেছেন জাকের।
‘লোকাল হিরো’র এমন ব্যাটিংয়ে উচ্ছ্বসিত সিলেটবাসী। গর্বিত তাঁর বোন সাংবাদিক শাকিলা ববিও। এশিয়ান গেমসের ম্যাচগুলো বাদ দিলে প্রথমবার বাংলাদেশ দলের হয়ে ‘অভিষেকে’ই এমন অসাধারণ ইনিংস খেলা ভাইকে নিয়ে গর্বিত না হয়ে কী পারা যায়! গতকাল ভাইয়ের খেলা দেখতে সন্তান সাইয়ারা হোসেন মেহেককে সঙ্গে নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে হাজির বোন শাকিলা ববি। সঙ্গে জাকেরের ভগ্নিপতি আলোকচিত্রী মামুন হোসেনও।
ভাইয়ের ছক্কাময় ইনিংস দেখার পর তাঁরা যান ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও। সেখানে অন্য সাংবাদিকেরা জাকেরকে প্রশ্ন তো করেছেনই, শাকিলাও ভাইকে প্রশ্ন না করে পারেননি। তাঁদের প্রশ্ন ও প্রশ্নোত্তর শুনে মনেই হয়নি পারিবারিক সম্পর্ক দুজনের। জাতীয় দলে অভিষেক, সেটিও নিজের উঠান সিলেটে। স্থানীয় দর্শক জাকেরের নাম ধরে হর্ষধ্বনি করেছে, কেমন লেগেছে? বোনের এই প্রশ্নে জাকের বললেন, ‘আপু, সিলেটে সব সময়ই ভালো খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণির ম্যাচেও অভিষেক। সবকিছুই ঠিক ছিল। যদি জিততে পারতাম, আরও ভালো লাগত।’
পরে বোনের অভিব্যক্তি নিয়ে জাকের অন্য আরেক সাংবাদিকের প্রশ্ন ধরে বলেন, ‘তিনি (শাকিলা ববি) তাঁর ভাইকে নিয়ে গর্বিত, অনেক খুশি।’
বিপিএল দিয়ে নিজেকে বিশেষভাবে চিনিয়েছেন জাকের আলী অনিক। গতকাল তাঁকে আবার নতুনভাবে চিনল দেশের ক্রিকেটপ্রেমীরা। তবে ফিনিশারের ভূমিকায় থাকলেও তিনি ম্যাচটা জিতিয়ে ফিরতে পারেননি। তবু এই ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি জাকেরের ব্যাটিং। ৩ রানের জন্য হেরে গেলেও সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দেওয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ বলে ৪টি চার ও ৬টি ছয়ে ৬৮ রানের ইনিংস খেলেছেন জাকের।
‘লোকাল হিরো’র এমন ব্যাটিংয়ে উচ্ছ্বসিত সিলেটবাসী। গর্বিত তাঁর বোন সাংবাদিক শাকিলা ববিও। এশিয়ান গেমসের ম্যাচগুলো বাদ দিলে প্রথমবার বাংলাদেশ দলের হয়ে ‘অভিষেকে’ই এমন অসাধারণ ইনিংস খেলা ভাইকে নিয়ে গর্বিত না হয়ে কী পারা যায়! গতকাল ভাইয়ের খেলা দেখতে সন্তান সাইয়ারা হোসেন মেহেককে সঙ্গে নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে হাজির বোন শাকিলা ববি। সঙ্গে জাকেরের ভগ্নিপতি আলোকচিত্রী মামুন হোসেনও।
ভাইয়ের ছক্কাময় ইনিংস দেখার পর তাঁরা যান ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও। সেখানে অন্য সাংবাদিকেরা জাকেরকে প্রশ্ন তো করেছেনই, শাকিলাও ভাইকে প্রশ্ন না করে পারেননি। তাঁদের প্রশ্ন ও প্রশ্নোত্তর শুনে মনেই হয়নি পারিবারিক সম্পর্ক দুজনের। জাতীয় দলে অভিষেক, সেটিও নিজের উঠান সিলেটে। স্থানীয় দর্শক জাকেরের নাম ধরে হর্ষধ্বনি করেছে, কেমন লেগেছে? বোনের এই প্রশ্নে জাকের বললেন, ‘আপু, সিলেটে সব সময়ই ভালো খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণির ম্যাচেও অভিষেক। সবকিছুই ঠিক ছিল। যদি জিততে পারতাম, আরও ভালো লাগত।’
পরে বোনের অভিব্যক্তি নিয়ে জাকের অন্য আরেক সাংবাদিকের প্রশ্ন ধরে বলেন, ‘তিনি (শাকিলা ববি) তাঁর ভাইকে নিয়ে গর্বিত, অনেক খুশি।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১৬ মিনিট আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৪০ মিনিট আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১ ঘণ্টা আগে