নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
গুঞ্জন আছে রাসেল ডমিঙ্গোর জায়গায় দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচের ভূমিকায় স্থলাভিষিক্ত হচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে। যদিও বিসিবির পক্ষ থেকে কোচ নিয়োগে ধীরে চলো নীতির কথা বলা হচ্ছে।
হাথুরুসিংহের অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ বেশ সফল সময় কাটিয়েছে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় তো আছেই। এরপর ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল, ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। তবে দায়িত্ব ছাড়ার আগে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে হাথুরুর শীতল সম্পর্ক নিয়ে অনেক কথাই প্রচলিত আছে। এই শ্রীলঙ্কান কোচের ফেরা নিয়ে তাই মিশ্র প্রতিক্রিয়া আছে।
তবে বিসিবির পরিচালক ও বিপিএলে খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস হাথুরুসিংহে সেই সময়ের চেয়ে এখন আরও পরিণত। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে সুজন বলেছেন, 'হাথুরুর ব্যাপারটা আমি নিশ্চিত না (ফেরা নিয়ে)। তবে হাথুরু এলে ভালো, ও এখানে কাজ করে গেছে, বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্স আছে। আমার বিশ্বাস ও এখন আরও পরিণত, আমাদের জন্য ভালো হবে। ও এলে ভালোই হবে। ও এসে বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু বদলে দিয়েছিল, পারফরম্যান্সটা ভালো হচ্ছিল। দ্বিতীয়বার আসাটা খারাপ হবে না, আমিও খারাপভাবে নিচ্ছি না।'
ডমিঙ্গোর বিদায়ের পর বিসিবি কোচিং প্যানেল ঢেলে সাজানোর চেষ্টা করছে। এর মধ্যে হেড অব প্রোগ্রামস হিসেবে ডেভিড মুরের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এ নিয়ে সুজন বলেন, 'ডেভিড মুর এসেছে, এটা ভালো, কাজে লাগবে বলে বিশ্বাস করি। প্রোগ্রাম ডেভেলপমেন্টের চিফ হিসেবে এসেছেন, প্রোগ্রাম ডেভেলপ করা হবে তার কাজ। আমরা ভালো করছি, তার মতো অভিজ্ঞ একজনকে বিসিবির সঙ্গে যুক্ত করা অবশ্যই দলকে আরও সহায়তা করবে। ভালো নিয়োগ এটা, আমাদের জন্য ভালো।'
গুঞ্জন আছে রাসেল ডমিঙ্গোর জায়গায় দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচের ভূমিকায় স্থলাভিষিক্ত হচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে। যদিও বিসিবির পক্ষ থেকে কোচ নিয়োগে ধীরে চলো নীতির কথা বলা হচ্ছে।
হাথুরুসিংহের অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ বেশ সফল সময় কাটিয়েছে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় তো আছেই। এরপর ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল, ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। তবে দায়িত্ব ছাড়ার আগে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে হাথুরুর শীতল সম্পর্ক নিয়ে অনেক কথাই প্রচলিত আছে। এই শ্রীলঙ্কান কোচের ফেরা নিয়ে তাই মিশ্র প্রতিক্রিয়া আছে।
তবে বিসিবির পরিচালক ও বিপিএলে খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস হাথুরুসিংহে সেই সময়ের চেয়ে এখন আরও পরিণত। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে সুজন বলেছেন, 'হাথুরুর ব্যাপারটা আমি নিশ্চিত না (ফেরা নিয়ে)। তবে হাথুরু এলে ভালো, ও এখানে কাজ করে গেছে, বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্স আছে। আমার বিশ্বাস ও এখন আরও পরিণত, আমাদের জন্য ভালো হবে। ও এলে ভালোই হবে। ও এসে বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু বদলে দিয়েছিল, পারফরম্যান্সটা ভালো হচ্ছিল। দ্বিতীয়বার আসাটা খারাপ হবে না, আমিও খারাপভাবে নিচ্ছি না।'
ডমিঙ্গোর বিদায়ের পর বিসিবি কোচিং প্যানেল ঢেলে সাজানোর চেষ্টা করছে। এর মধ্যে হেড অব প্রোগ্রামস হিসেবে ডেভিড মুরের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এ নিয়ে সুজন বলেন, 'ডেভিড মুর এসেছে, এটা ভালো, কাজে লাগবে বলে বিশ্বাস করি। প্রোগ্রাম ডেভেলপমেন্টের চিফ হিসেবে এসেছেন, প্রোগ্রাম ডেভেলপ করা হবে তার কাজ। আমরা ভালো করছি, তার মতো অভিজ্ঞ একজনকে বিসিবির সঙ্গে যুক্ত করা অবশ্যই দলকে আরও সহায়তা করবে। ভালো নিয়োগ এটা, আমাদের জন্য ভালো।'
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২৯ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে