ক্রীড়া ডেস্ক
গ্র্যান্ড স্লাম থেকে বিদায়টা স্মরণীয় হলো না সানিয়া মির্জার। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রানারআপ হয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ইতি টানলেন সানিয়া। তবু ভারতীয় নারী এই টেনিস তারকার এমন বিদায়ে হতাশ নন শোয়েব মালিক। পাকিস্তানি এই ব্যাটার তাঁর স্ত্রীর অর্জনে গর্বিত।
গতকাল রড লেভার এরিনাতে মিক্সড ডাবলস ফাইনালে সানিয়ার সঙ্গে খেলেছেন রোহান বোপান্না। সানিয়া-রোহান জুটির প্রতিপক্ষ ছিল ব্রাজিলের রাফায়েল মাতোস-লুইসা স্টেফানি। সরাসরি সেটে হেরে রানারআপ হয় সানিয়া-বোপান্না জুটি। যেখানে প্রথম সেটে ৬-৭ ও দ্বিতীয় সেটে ২-৬ গেমে জেতেন মাতোস ও স্টেফানি।
রানারআপ হলেও সানিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন মালিক। স্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানি ব্যাটার টুইট করেছেন, ‘ক্রীড়াঙ্গনে সব নারীর কাছে তুমি আশার প্রতীক। ক্যারিয়ারে যত কিছু অর্জন করেছ, তার জন্য অত্যন্ত গর্বিত। তুমি অনেকের অনুপ্রেরণা। এভাবেই এগিয়ে যাও। অসাধারণ ক্যারিয়ারের জন্য অনেক অভিনন্দন।’
ক্যারিয়ারে গ্র্যান্ড স্লামে একক ফাইনাল খেলা হয়নি সানিয়ার। তবে ডাবলে তিনি মোট ৬টি শিরোপা জিতেছেন। যার মধ্যে মিক্সড ডাবল জিতেছেন তিনবার। ৬ বারের মধ্যে দুইবার করে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন। ২০১৬ তে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবল ও ২০০৯ তে এই টুর্নামেন্টের মিক্সড ডাবলস জিতেছেন ভারতীয় এই নারী টেনিস তারকা।
গ্র্যান্ড স্লাম থেকে বিদায়টা স্মরণীয় হলো না সানিয়া মির্জার। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রানারআপ হয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ইতি টানলেন সানিয়া। তবু ভারতীয় নারী এই টেনিস তারকার এমন বিদায়ে হতাশ নন শোয়েব মালিক। পাকিস্তানি এই ব্যাটার তাঁর স্ত্রীর অর্জনে গর্বিত।
গতকাল রড লেভার এরিনাতে মিক্সড ডাবলস ফাইনালে সানিয়ার সঙ্গে খেলেছেন রোহান বোপান্না। সানিয়া-রোহান জুটির প্রতিপক্ষ ছিল ব্রাজিলের রাফায়েল মাতোস-লুইসা স্টেফানি। সরাসরি সেটে হেরে রানারআপ হয় সানিয়া-বোপান্না জুটি। যেখানে প্রথম সেটে ৬-৭ ও দ্বিতীয় সেটে ২-৬ গেমে জেতেন মাতোস ও স্টেফানি।
রানারআপ হলেও সানিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন মালিক। স্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানি ব্যাটার টুইট করেছেন, ‘ক্রীড়াঙ্গনে সব নারীর কাছে তুমি আশার প্রতীক। ক্যারিয়ারে যত কিছু অর্জন করেছ, তার জন্য অত্যন্ত গর্বিত। তুমি অনেকের অনুপ্রেরণা। এভাবেই এগিয়ে যাও। অসাধারণ ক্যারিয়ারের জন্য অনেক অভিনন্দন।’
ক্যারিয়ারে গ্র্যান্ড স্লামে একক ফাইনাল খেলা হয়নি সানিয়ার। তবে ডাবলে তিনি মোট ৬টি শিরোপা জিতেছেন। যার মধ্যে মিক্সড ডাবল জিতেছেন তিনবার। ৬ বারের মধ্যে দুইবার করে জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন। ২০১৬ তে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবল ও ২০০৯ তে এই টুর্নামেন্টের মিক্সড ডাবলস জিতেছেন ভারতীয় এই নারী টেনিস তারকা।
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২৮ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে