ক্রীড়া ডেস্ক
স্পেন ও আইল অব ম্যানের টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি দেখা তো দূরে থাক, এই ম্যাচের খোঁজখবরও রাখেননি অনেকে। তবে এই ম্যাচের স্কোরকার্ড যাঁরা দেখেছেন, তাঁরা হয়তো প্রথম দেখায় নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। কারণ কার্তাগেনায় গতকাল আইল অব ম্যান অলআউট হয়েছে ১০ রানে। তাতে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ল আইল অব ম্যান।
টস হেরে গতকাল ব্যাটিং পেয়েছিল আইল অব ম্যান। ৮.৪ ওভারে ১০ রানে অলআউট হয়ে যায় তারা। দলটির ৭ ব্যাটার রানের খাতা খুলতেই পারেননি, যার মধ্যে এডওয়ার্ড ওয়াকার ছিলেন শূন্য রানে অপরাজিত। সর্বোচ্চ ৪ রান করেন জোসেফ বারোজ। স্পেনের বোলারদের মধ্যে চারটি করে উইকেট নিয়েছেন আতিফ মেহমুদ ও মোহাম্মদ কামরান। ১১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই বলেই খেলা শেষ করে দেয় স্পেন। ২ ছক্কায় ১২ রানে অপরাজিত থাকেন স্পেনের ওপেনার আওয়াইজ আহমেদ। স্প্যানিশদের ১০ উইকেটের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন আতিফ। ৪ ওভার বোলিং করে ৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ২ ওভার মেডেনও দিয়েছেন এই বাঁহাতি পেসার।
আইল অব ম্যানের আগে এই লজ্জার রেকর্ড ছিল সিডনি থান্ডারের। গত বছর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১৫ রানে অলআউট হয়েছিল থান্ডার।
স্পেন ও আইল অব ম্যানের টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি দেখা তো দূরে থাক, এই ম্যাচের খোঁজখবরও রাখেননি অনেকে। তবে এই ম্যাচের স্কোরকার্ড যাঁরা দেখেছেন, তাঁরা হয়তো প্রথম দেখায় নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। কারণ কার্তাগেনায় গতকাল আইল অব ম্যান অলআউট হয়েছে ১০ রানে। তাতে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ল আইল অব ম্যান।
টস হেরে গতকাল ব্যাটিং পেয়েছিল আইল অব ম্যান। ৮.৪ ওভারে ১০ রানে অলআউট হয়ে যায় তারা। দলটির ৭ ব্যাটার রানের খাতা খুলতেই পারেননি, যার মধ্যে এডওয়ার্ড ওয়াকার ছিলেন শূন্য রানে অপরাজিত। সর্বোচ্চ ৪ রান করেন জোসেফ বারোজ। স্পেনের বোলারদের মধ্যে চারটি করে উইকেট নিয়েছেন আতিফ মেহমুদ ও মোহাম্মদ কামরান। ১১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই বলেই খেলা শেষ করে দেয় স্পেন। ২ ছক্কায় ১২ রানে অপরাজিত থাকেন স্পেনের ওপেনার আওয়াইজ আহমেদ। স্প্যানিশদের ১০ উইকেটের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন আতিফ। ৪ ওভার বোলিং করে ৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ২ ওভার মেডেনও দিয়েছেন এই বাঁহাতি পেসার।
আইল অব ম্যানের আগে এই লজ্জার রেকর্ড ছিল সিডনি থান্ডারের। গত বছর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১৫ রানে অলআউট হয়েছিল থান্ডার।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২১ মিনিট আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৪৪ মিনিট আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১ ঘণ্টা আগে