ক্রীড়া ডেস্ক
সাকিব আল হাসান ও তামিম ইকবাল মুখোমুখি—আলোচনাটা শুরু হয়েছিল ম্যাচের আগেই। আর সেটির তীব্রতা তো ম্যাচের দুই ইনিংসেই দেখা গেল। শেষ হওয়ার পরও কী থামে! আবারও দুই দেশসেরা ক্রিকেটারের উইকেট উদ্যাপন নিয়ে বিভক্ত সাকিব-তামিম ভক্তরা। সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা। তবে এ নিয়ে কী বললেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম?
‘সাকিব-তামিম’ ডার্বির পর সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশফিক। তবে তাঁর দলের হারের চেয়ে কথাবার্তা বেশি হলো দুই তারকার এমন উদ্যাপন নিয়ে। সেটি নিয়ে ফরচুন বরিশালের উইকেটরক্ষক-ব্যাটার বললেন, ‘সত্যি বলতে, আমি উদ্যাপনটা দেখিনি। দেখছিলাম ক্যাচটা হয়েছে কি না। এরপর কে ব্যাটিংয়ে আসবে তা নিয়ে পরিকল্পনা করছিলাম। এখন বললেন (উদ্যাপনের বিষয়ে), গিয়ে হাইলাইটস দেখতে পারি, কী উদ্যাপন ছিল।’
দীর্ঘদিন ধরে জাতীয় দলে একসঙ্গে খেলেছেন সাকিব-তামিম-মুশফিক। জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কি তারা আগে একে অপরের বিপক্ষে খেলেননি? তার পরও যখন গতকাল সাকিবের স্পেলের প্রথম বলে তামিম অমন বিভ্রান্তিকর শট খেলে ক্যাচ তুলে দিলেন, সেটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। সেই আউট নিয়ে তামিমের বরিশাল সতীর্থ মুশফিকের মন্তব্য, ‘ওই বলটা যদি খেয়াল করে দেখেন, তাহলে এর আগে যতগুলা বোলার বল করেছে গ্রিপ পায় নাই, এক্সট্রা বাউন্স পায় নাই। ও যেই লেন্থে বল করেছে, বলটা পড়ে একটু বাইট করেছে। তামিম একটু দ্বিধা দ্বন্দ্বে ছিল এটা পুল করবে নাকি ফ্লিক করে, গ্ল্যান্স করে এক রান নেবে। ব্যাটসম্যানের ভুল করতে একটা বলই লাগে।’
আর সেই আউটের পর সাকিবের উচ্ছ্বসিত উদ্যাপন এবং পরে তামিমের ব্যঙ্গাত্মক উদ্যাপন নিয়ে মুশফিক তুলে ধরলেন ক্রিকেটের বাস্তব চিত্রটা, ‘এর আগে সাকিবের বলে তামিম কি আউট হয় নাই? বা তামিম সাকিবের বলে ছয় মারে নাই? আপনারা যদি ওইভাবে দেখেন তাহলে হতে পারে, আর যদি না দেখেন তাহলে এটা ক্রিকেটের জ্ঞানের ব্যাপার।’
এবারের বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন মুশফিক। তবে গতকাল সাকিবের দল রংপুর রাইডার্সের বিপক্ষে হাসেনি তাঁর ব্যাট। দলে তিনি সতীর্থ হিসেবে পেয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজের মতো দীর্ঘদিনের জাতীয় দল সতীর্থদের। তার পরও এখনো ঝুলে আছে বরিশালের প্লে অফ ভাগ্য। চট্টগ্রামে গতকালের হার নিয়ে মুশফিকের কথা, ‘প্রত্যেক ম্যাচেই আমরা জেতার চেষ্টা করি। এত বছর আমরা একটা দলে খেলেছি। অধিনায়ক বলেন, সিনিয়র প্লেয়ার বলেন, যতটুকু ইনপুট দেওয়া যায় আরকি। উইকেটরক্ষক হিসেবে আমার গুরুদায়িত্ব কী হচ্ছে না হচ্ছে, কোন খেলোয়াড় সম্পর্কে কতটুকু জানি এগুলো দলের সঙ্গে ভাগাভাগি করা। যতটুকু লাগে আমি চেষ্টা করি সাহায্য করার।’
সাকিব আল হাসান ও তামিম ইকবাল মুখোমুখি—আলোচনাটা শুরু হয়েছিল ম্যাচের আগেই। আর সেটির তীব্রতা তো ম্যাচের দুই ইনিংসেই দেখা গেল। শেষ হওয়ার পরও কী থামে! আবারও দুই দেশসেরা ক্রিকেটারের উইকেট উদ্যাপন নিয়ে বিভক্ত সাকিব-তামিম ভক্তরা। সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা। তবে এ নিয়ে কী বললেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম?
‘সাকিব-তামিম’ ডার্বির পর সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশফিক। তবে তাঁর দলের হারের চেয়ে কথাবার্তা বেশি হলো দুই তারকার এমন উদ্যাপন নিয়ে। সেটি নিয়ে ফরচুন বরিশালের উইকেটরক্ষক-ব্যাটার বললেন, ‘সত্যি বলতে, আমি উদ্যাপনটা দেখিনি। দেখছিলাম ক্যাচটা হয়েছে কি না। এরপর কে ব্যাটিংয়ে আসবে তা নিয়ে পরিকল্পনা করছিলাম। এখন বললেন (উদ্যাপনের বিষয়ে), গিয়ে হাইলাইটস দেখতে পারি, কী উদ্যাপন ছিল।’
দীর্ঘদিন ধরে জাতীয় দলে একসঙ্গে খেলেছেন সাকিব-তামিম-মুশফিক। জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কি তারা আগে একে অপরের বিপক্ষে খেলেননি? তার পরও যখন গতকাল সাকিবের স্পেলের প্রথম বলে তামিম অমন বিভ্রান্তিকর শট খেলে ক্যাচ তুলে দিলেন, সেটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। সেই আউট নিয়ে তামিমের বরিশাল সতীর্থ মুশফিকের মন্তব্য, ‘ওই বলটা যদি খেয়াল করে দেখেন, তাহলে এর আগে যতগুলা বোলার বল করেছে গ্রিপ পায় নাই, এক্সট্রা বাউন্স পায় নাই। ও যেই লেন্থে বল করেছে, বলটা পড়ে একটু বাইট করেছে। তামিম একটু দ্বিধা দ্বন্দ্বে ছিল এটা পুল করবে নাকি ফ্লিক করে, গ্ল্যান্স করে এক রান নেবে। ব্যাটসম্যানের ভুল করতে একটা বলই লাগে।’
আর সেই আউটের পর সাকিবের উচ্ছ্বসিত উদ্যাপন এবং পরে তামিমের ব্যঙ্গাত্মক উদ্যাপন নিয়ে মুশফিক তুলে ধরলেন ক্রিকেটের বাস্তব চিত্রটা, ‘এর আগে সাকিবের বলে তামিম কি আউট হয় নাই? বা তামিম সাকিবের বলে ছয় মারে নাই? আপনারা যদি ওইভাবে দেখেন তাহলে হতে পারে, আর যদি না দেখেন তাহলে এটা ক্রিকেটের জ্ঞানের ব্যাপার।’
এবারের বিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন মুশফিক। তবে গতকাল সাকিবের দল রংপুর রাইডার্সের বিপক্ষে হাসেনি তাঁর ব্যাট। দলে তিনি সতীর্থ হিসেবে পেয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজের মতো দীর্ঘদিনের জাতীয় দল সতীর্থদের। তার পরও এখনো ঝুলে আছে বরিশালের প্লে অফ ভাগ্য। চট্টগ্রামে গতকালের হার নিয়ে মুশফিকের কথা, ‘প্রত্যেক ম্যাচেই আমরা জেতার চেষ্টা করি। এত বছর আমরা একটা দলে খেলেছি। অধিনায়ক বলেন, সিনিয়র প্লেয়ার বলেন, যতটুকু ইনপুট দেওয়া যায় আরকি। উইকেটরক্ষক হিসেবে আমার গুরুদায়িত্ব কী হচ্ছে না হচ্ছে, কোন খেলোয়াড় সম্পর্কে কতটুকু জানি এগুলো দলের সঙ্গে ভাগাভাগি করা। যতটুকু লাগে আমি চেষ্টা করি সাহায্য করার।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩০ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে