ক্রীড়া ডেস্ক
সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লক্ষ্য তাড়া করে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়া পাহাড়সম লক্ষ্য দিয়েও জিততে পারেনি। কার্ডিফে লিয়াম লিভিংস্টোনের ঝোড়ো ব্যাটিংয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে ইংলিশরা।
ক্যারিয়ারের ৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন লিভিংস্টোন। ম্যাচ জেতানো ৪৭ বলে ৮৭ রানের ইনিংস খেলে ম্যাচটিও স্মরণীয় করে রাখলেন ইংলিশ অলরাউন্ডার। ম্যাথু শর্টের বলে বোল্ড হওয়ার আগে লিভিংস্টোন তাঁর ইনিংস সাজান ৬ চার ও ৫ ছয়ে।
ততক্ষণে অবশ্য সহজে ম্যাচ মুঠোয় চলে আসে ইংল্যান্ডের। স্কোর সমতা করে ফেলে তারা। তবে শেষ দিকে রোমাঞ্চ জাগানো শর্ট। ইনিংসের ১৯তম ওভার করতে এসে লিভিংস্টোনকে আউটের পরের বলে ব্রাইডন কার্সকে (০) ফেরান অজি স্পিনার। সেই ওভারের শেষ বলে এক রান নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন আদিল রশিদ। ইংলিশরা জিতেছে ৩ উইকেটে, ৬ বল হাতে রেখে।
এর আগে অজিরা জেক ফ্রেজার-ম্যাকগার্কের ফিফটিতে ৬ উইকেটে করে ১৯৩ রান। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি পাওয়া অজি ব্যাটার ৩১ বলে ৫০ রান করে ফেরেন লিভিংস্টোনের বলে। অস্ট্রেলিয়ার বড় স্কোর গড়তে বড় অবদান রাখেন উইকেটরক্ষক জশ ইংলিশও। ২৬ বলে ৪২ রান করেন তিনি।
লক্ষ্য তাড়ায় লিভিংস্টোনকে দারুণ সঙ্গ দেন জ্যাকব বেথেল। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ৪৭ বলে ৯০ রানের জুটি। ২৪ বলে ৪৪ রান করা বেথেলও বোল্ড হন শর্টের বলে। এই অজি পার্টটাইম স্পিনারের অবশ্য দুর্দান্ত বোলিং বৃথায় গেছে। ৩ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট পেলেও জেতাতে পারেননি অস্ট্রেলিয়াকে। আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম ৫ উইকেট পেলেন শর্ট। এর আগে ওপেনিংয়ে নেমে ২৪ বলে ২৮ রান করে আদিল রশিদের বলে বোল্ড হন তিনি। তবে ২ উইকেটের পাশাপাশি ৮৭ রান—অলরাউন্ডার নৈপুণ্যে ম্যাচ-সেরা হয়েছেন লিভিংস্টোন।
এই জয়ে রেকর্ডও গড়ল ইংল্যান্ড। এটিই টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়। দুই দলের সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে আগামীকাল, ম্যানচেস্টারে।
সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লক্ষ্য তাড়া করে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়া পাহাড়সম লক্ষ্য দিয়েও জিততে পারেনি। কার্ডিফে লিয়াম লিভিংস্টোনের ঝোড়ো ব্যাটিংয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে ইংলিশরা।
ক্যারিয়ারের ৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন লিভিংস্টোন। ম্যাচ জেতানো ৪৭ বলে ৮৭ রানের ইনিংস খেলে ম্যাচটিও স্মরণীয় করে রাখলেন ইংলিশ অলরাউন্ডার। ম্যাথু শর্টের বলে বোল্ড হওয়ার আগে লিভিংস্টোন তাঁর ইনিংস সাজান ৬ চার ও ৫ ছয়ে।
ততক্ষণে অবশ্য সহজে ম্যাচ মুঠোয় চলে আসে ইংল্যান্ডের। স্কোর সমতা করে ফেলে তারা। তবে শেষ দিকে রোমাঞ্চ জাগানো শর্ট। ইনিংসের ১৯তম ওভার করতে এসে লিভিংস্টোনকে আউটের পরের বলে ব্রাইডন কার্সকে (০) ফেরান অজি স্পিনার। সেই ওভারের শেষ বলে এক রান নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন আদিল রশিদ। ইংলিশরা জিতেছে ৩ উইকেটে, ৬ বল হাতে রেখে।
এর আগে অজিরা জেক ফ্রেজার-ম্যাকগার্কের ফিফটিতে ৬ উইকেটে করে ১৯৩ রান। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি পাওয়া অজি ব্যাটার ৩১ বলে ৫০ রান করে ফেরেন লিভিংস্টোনের বলে। অস্ট্রেলিয়ার বড় স্কোর গড়তে বড় অবদান রাখেন উইকেটরক্ষক জশ ইংলিশও। ২৬ বলে ৪২ রান করেন তিনি।
লক্ষ্য তাড়ায় লিভিংস্টোনকে দারুণ সঙ্গ দেন জ্যাকব বেথেল। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ৪৭ বলে ৯০ রানের জুটি। ২৪ বলে ৪৪ রান করা বেথেলও বোল্ড হন শর্টের বলে। এই অজি পার্টটাইম স্পিনারের অবশ্য দুর্দান্ত বোলিং বৃথায় গেছে। ৩ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট পেলেও জেতাতে পারেননি অস্ট্রেলিয়াকে। আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম ৫ উইকেট পেলেন শর্ট। এর আগে ওপেনিংয়ে নেমে ২৪ বলে ২৮ রান করে আদিল রশিদের বলে বোল্ড হন তিনি। তবে ২ উইকেটের পাশাপাশি ৮৭ রান—অলরাউন্ডার নৈপুণ্যে ম্যাচ-সেরা হয়েছেন লিভিংস্টোন।
এই জয়ে রেকর্ডও গড়ল ইংল্যান্ড। এটিই টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়। দুই দলের সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে আগামীকাল, ম্যানচেস্টারে।
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১৪ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে