ক্রীড়া ডেস্ক
একদিন পরই শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই বছরের জুলাই-আগস্টে বাংলাদেশকে পূর্ণাঙ্গ সিরিজের আতিথেয়তা দেওয়ার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি)। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সমঝোতার মাধ্যমে সেটি সাময়িক স্থগিত করা হয়েছিল।
সিরিজের সূচি আগেই প্রকাশ করেছিল এসিবি। তখন খেলা শুরুর সময়টা জানায়নি তারা। এবার জানা গেলে সময় সূচিও। তিনটি ওয়ানডে ম্যাচই হবে দিবারাত্রি, শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ৬ নভেম্বর প্রথম ওয়ানডে। পরের দুই ওয়ানডে হবে ৯ ও ১১ নভেম্বর।
সবগুলো ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। জুলাই-আগস্টে স্থগিত হওয়া পূর্ণাঙ্গ সিরিজেরই অংশ এই তিন ওয়ানডে। তখন ভারতের গ্রেটার নয়ডায় হওয়ার কথা ছিল দুই দলের দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
বাংলাদেশের ঠাসা সূচি, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের অতিরিক্ত গরম বিবেচনায় দুই দেশের ক্রিকেট বোর্ড প্রথমে স্থগিত করে। এই সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজের সূচি
ম্যাচ তারিখ বাংলাদেশ সময় ভেন্যু
১ম ওয়ানডে ৬ নভেম্বর বিকেল ৪টা শারজা
২য় ওয়ানডে ৯ নভেম্বর বিকেল ৪টা শারজা
৩য় ওয়ানডে ১১ নভেম্বর বিকেল ৪টা শারজা
একদিন পরই শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই বছরের জুলাই-আগস্টে বাংলাদেশকে পূর্ণাঙ্গ সিরিজের আতিথেয়তা দেওয়ার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি)। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সমঝোতার মাধ্যমে সেটি সাময়িক স্থগিত করা হয়েছিল।
সিরিজের সূচি আগেই প্রকাশ করেছিল এসিবি। তখন খেলা শুরুর সময়টা জানায়নি তারা। এবার জানা গেলে সময় সূচিও। তিনটি ওয়ানডে ম্যাচই হবে দিবারাত্রি, শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ৬ নভেম্বর প্রথম ওয়ানডে। পরের দুই ওয়ানডে হবে ৯ ও ১১ নভেম্বর।
সবগুলো ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। জুলাই-আগস্টে স্থগিত হওয়া পূর্ণাঙ্গ সিরিজেরই অংশ এই তিন ওয়ানডে। তখন ভারতের গ্রেটার নয়ডায় হওয়ার কথা ছিল দুই দলের দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
বাংলাদেশের ঠাসা সূচি, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের অতিরিক্ত গরম বিবেচনায় দুই দেশের ক্রিকেট বোর্ড প্রথমে স্থগিত করে। এই সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।
বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজের সূচি
ম্যাচ তারিখ বাংলাদেশ সময় ভেন্যু
১ম ওয়ানডে ৬ নভেম্বর বিকেল ৪টা শারজা
২য় ওয়ানডে ৯ নভেম্বর বিকেল ৪টা শারজা
৩য় ওয়ানডে ১১ নভেম্বর বিকেল ৪টা শারজা
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে