১৬ মাস পর সেঞ্চুরিতে ব্রাডম্যানকে ছাড়ালেন কোহলি

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১৫: ৪০
টেস্ট ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি। তাতে তিনি পেছনে ফেলেন স্যার ডন ব্রাডম্যানকে। ছবি: ক্রিকইনফো

স্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।

২৯ সেঞ্চুরি করে টেস্টে এত দিন ব্রাডম্যানের সমান সেঞ্চুরি ছিল কোহলির। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অস্ট্রেলিয়ার কিংবদন্তিকে ছাড়াতে সময় লাগল ১৬ মাস। টেস্টে সবশেষ কোহলি সেঞ্চুরি পেয়েছিলেন ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিনিদাদে। প্রায় দেড় বছর পর আজ পার্থে সেঞ্চুরি করে সংখ্যাটাকে ৩০ নম্বরে নিয়ে গেলেন ভারতীয় ব্যাটার। কোহলি সেঞ্চুরি করার পরপরই ইনিংস ঘোষণা করে ভারত।

অনেক দিন ধরেই রানখরায় ভুগছেন কোহলি। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেন মাত্র ৫ রান। দলও প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট। তবে চ্যাম্পিয়ন ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানোর মঞ্চটা যে ভালোই জানা। ধুঁকতে থাকা কোহলি সমালোচনার জবাব দিতে বেছে নিলেন পার্থে দ্বিতীয় ইনিংসকেই। ৯৪ বলে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ৩২তম ফিফটি। ভারতীয় তারকা ব্যাটার এরপর তাঁর গিয়ার বদলেছেন। ৪৯ বলে করেছেন বাকি ৪৮ রান। ১৩৫তম ওভারের তৃতীয় বলে লাবুশেনকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে তুলে নিলেন ৩০তম টেস্ট সেঞ্চুরি। ১৪৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি।

ওয়ানডেতে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির কীর্তি বিরাট কোহলি গড়েছিলেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড কোহলি ভেঙেছিলেন তাঁর (শচীন) সামনেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে পেলেন আরেকটি সেঞ্চুরি। পার্থে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিটা তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের ৮১তম সেঞ্চুরি।

টেস্ট, ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলি করেছেন ৩০, ৫০ ও ১ সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির একমাত্র সেঞ্চুরিটা কোহলি করেছিলেন দুবাইয়ে ২০২২ সালে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে। ভারতীয় তারকা ব্যাটার এ বছরের ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত