উইন্ডিজের রেকর্ডের দিনে বাংলাদেশের সেই পুরোনো সমস্যা

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৯: ৪৭
বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শুরুতে হাসান মাহমুদ ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে নাড়িয়ে দিয়েছিলেন বটে। তবে সেই ধাক্কা সামলে ক্যারিবীয়রা সামলে উঠেছে দারুণভাবে। অষ্টম উইকেট জুটিতে জাস্টিন গ্রিভস ও কেমার রোচ করলেন ১৪০ রানের জুটি। যা বাংলাদেশের বিপক্ষে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের অষ্টম উইকেটে রেকর্ড জুটি। এর আগে ২০০৯ সালে গ্রেনাদার সেন্ট জর্জেসে বাংলাদেশের বিপক্ষে অষ্টম উইকেটে ৫৯ রানের জুটি গড়েছিলেন ট্রেভিস ডাউলিন ও রায়ান অস্টিন।

জশুয়া ডা সিলভা ও আলজারি জোসেফকে গতকাল যখন হাসান দ্রুত ফিরিয়েছেন, তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ২৬১ রান। তবে প্রতিপক্ষ দলের লেজের ব্যাটাররা বাংলাদেশকে হতাশ করে থাকেন প্রায় সময়ই। এতে বাংলাদেশের বোলিং-ফিল্ডিংয়েরও দায় কম থাকে না। বাংলাদেশের নির্বিষ বোলিংয়ের বিপরীতে উইকেটে থিতু হতে থাকেন গ্রিভস ও রোচ।

গ্রিভস-রোচের জুটি অবশ্য ভাঙতে পারত সেঞ্চুরির আগেই। ১১৯তম ওভারের দ্বিতীয় বলে তাসকিন আহমেদকে কাট করতে যান গ্রিভস। উইকেটরক্ষক জাকের আলী বলটা ধরার পর কোনো আবেদন করেননি। পুরো বাংলাদেশ দলই ছিল নির্বিকার। অথচ আল্ট্রা-এজে স্পাইক ধরা পড়েছে। সে সময় আউটের আবেদন করলে ৩৫৮ রানে পড়ত অষ্টম উইকেট। গ্রিভস আউট হতেন ৭৭ রানে। বেঁচে গিয়ে ক্যারিবীয় এই অলরাউন্ডা টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটিকেই পরিণত করেন সেঞ্চুরিতে।

১৩৫তম ওভারের তৃতীয় বলে রোচকে বোল্ড করে অষ্টম উইকেটে গ্রিভস-রোচের ১৪০ রানের জুটি ভেঙেছেন। এই জুটি খেলেছিলেন ২৮৯ বল। ১৪৪ বলে ২ চারে রোচ করেন ৪৭ রান। এরপর নবম উইকেটে জেইডেন সিলসের সঙ্গে ৪৮ বলে ৩৭ রানের জুটি গড়তে অবদান রাখেন গ্রিভস। ২৫ বলে ১৮ রান করা সিলসের উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। একটি করে চার ও ছক্কা মেরেছেন সিলস।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণা করেছে ১৪৪.১ ওভারে ৯ উইকেটে ৪৫০ রানে। উইন্ডিজের ৪৫০ রান এসেছে মিরাজকে ১৪৫তম ওভারের প্রথম বলে শামার জোসেফ চার মারার পরই। স্বাগতিকের ইনিংসে সর্বোচ্চ রানসংগ্রাহক গ্রিভস করেছেন ১১৫ রান। ২০৬ বলের ইনিংসে মেরেছেন ৪ চার। বাংলাদেশের হাসান নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মিরাজ ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে যথারীতি টপ অর্ডারেই ধরা খেয়েছে। ১১ ওভারে ২ উইকেটে ২১ রানে পরিণত হয় সফরকারীরা। জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় করেছেন ১৫ ও ৫ রান। যেখানে জাকিরকে বোল্ড করেছেন সিলস। জয়কে ফিরিয়েছেন আলজারি জোসেফ। বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৪০ রানে। মুমিনুল হক ও শাহাদাত হোসেন দীপু ৭ ও ১০ রানে আজ তৃতীয় দিনে খেলতে নামবেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত