ক্রীড়া ডেস্ক
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১ লাখ ৩২ হাজার দর্শককে চুপ করিয়ে দেওয়ার হুংকার প্যাট কামিন্স দিয়েছিলেন ফাইনালের আগের দিনই। যেই কথা সেই কাজই গতকাল ফাইনালে করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। প্রথমে টস জিতে ফিল্ডিং নেওয়া। বুদ্ধিদীপ্ত কৌশলে ভারতকে অল্প রানে বেঁধে ফেলে শিরোপা জয়ের অর্ধেক কাজ যেন সেখানেই সেরে রেখেছেন কামিন্স। এরপর বাকি কাজটা অস্ট্রেলিয়া সেরেছে ব্যাটিংয়ে। ৬ উইকেটে জিতে হেক্সা সম্পূর্ণ করেছে অজিরা।
পরিবার নিয়ে দেশে গিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয় উদযাপন হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবেই। কিন্তু এবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সেই সুযোগটুকু পর্যন্ত নেই। বৃহস্পতিবার থেকে বিশাখাপত্তনমে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে ভারত থেকে অস্ট্রেলিয়া উড়ে যেতে সময় লাগে গড়ে ১২-১৩ ঘণ্টার মতো। এরপর বুধবারের মধ্যে চলে আসতে হবে ভারতে। যেতে আসতেই সময় চলে যাবে ২৪ থেকে ২৬ ঘণ্টা। ভ্রমণক্লান্তির কারণেই দেশে ফিরে শিরোপা উদযাপনের উপলক্ষ্য অস্ট্রেলিয়া ক্রিকেট দল করতে পারছে না।
গতকাল আহমেদাবাদের ফাইনালের সুন্দর পরিবেশের কথা যেমন মাইকেল ভন বলেছেন, তেমনি ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রসঙ্গও উঠে এসেছে। ফেসবুকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘আহমেদাবাদের ফাইনালে থাকা সত্যিই অনেক আনন্দের। ক্রিকেটের জন্য অসাধারণ এক পরিবেশ। দারুণ ছন্দে থাকা ভারতের বিপক্ষে দুর্দান্ত বিশ্বকাপ জেতায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে অভিনন্দন। জানি এখন সবাই চার দিনের মধ্যে অপ্রাসঙ্গিক একটা টি-টোয়েন্টি সিরিজ খেলবে। দেশে উড়ে গিয়ে আপনার সেই জয় উদযাপনের কথা ছিল।’
ভারত-অস্ট্রেলিয়া পাঁচটি টি-টোয়েন্টি হবে পাঁচ ভেন্যুতে। বিশাখাপত্তনমে বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টির পর তিরুবনন্তপুরমে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২৬ নভেম্বর খেলবে ভারত-অস্ট্রেলিয়া। এরপর ২৮ নভেম্বর, ১ ডিসেম্বর ও ৩ ডিসেম্বর সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে গুয়াহাটি, রাইপুর ও বেঙ্গালুরুতে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১ লাখ ৩২ হাজার দর্শককে চুপ করিয়ে দেওয়ার হুংকার প্যাট কামিন্স দিয়েছিলেন ফাইনালের আগের দিনই। যেই কথা সেই কাজই গতকাল ফাইনালে করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। প্রথমে টস জিতে ফিল্ডিং নেওয়া। বুদ্ধিদীপ্ত কৌশলে ভারতকে অল্প রানে বেঁধে ফেলে শিরোপা জয়ের অর্ধেক কাজ যেন সেখানেই সেরে রেখেছেন কামিন্স। এরপর বাকি কাজটা অস্ট্রেলিয়া সেরেছে ব্যাটিংয়ে। ৬ উইকেটে জিতে হেক্সা সম্পূর্ণ করেছে অজিরা।
পরিবার নিয়ে দেশে গিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয় উদযাপন হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবেই। কিন্তু এবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সেই সুযোগটুকু পর্যন্ত নেই। বৃহস্পতিবার থেকে বিশাখাপত্তনমে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে ভারত থেকে অস্ট্রেলিয়া উড়ে যেতে সময় লাগে গড়ে ১২-১৩ ঘণ্টার মতো। এরপর বুধবারের মধ্যে চলে আসতে হবে ভারতে। যেতে আসতেই সময় চলে যাবে ২৪ থেকে ২৬ ঘণ্টা। ভ্রমণক্লান্তির কারণেই দেশে ফিরে শিরোপা উদযাপনের উপলক্ষ্য অস্ট্রেলিয়া ক্রিকেট দল করতে পারছে না।
গতকাল আহমেদাবাদের ফাইনালের সুন্দর পরিবেশের কথা যেমন মাইকেল ভন বলেছেন, তেমনি ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রসঙ্গও উঠে এসেছে। ফেসবুকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘আহমেদাবাদের ফাইনালে থাকা সত্যিই অনেক আনন্দের। ক্রিকেটের জন্য অসাধারণ এক পরিবেশ। দারুণ ছন্দে থাকা ভারতের বিপক্ষে দুর্দান্ত বিশ্বকাপ জেতায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে অভিনন্দন। জানি এখন সবাই চার দিনের মধ্যে অপ্রাসঙ্গিক একটা টি-টোয়েন্টি সিরিজ খেলবে। দেশে উড়ে গিয়ে আপনার সেই জয় উদযাপনের কথা ছিল।’
ভারত-অস্ট্রেলিয়া পাঁচটি টি-টোয়েন্টি হবে পাঁচ ভেন্যুতে। বিশাখাপত্তনমে বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টির পর তিরুবনন্তপুরমে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ২৬ নভেম্বর খেলবে ভারত-অস্ট্রেলিয়া। এরপর ২৮ নভেম্বর, ১ ডিসেম্বর ও ৩ ডিসেম্বর সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে গুয়াহাটি, রাইপুর ও বেঙ্গালুরুতে।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১৪ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে