ক্রীড়া ডেস্ক
নিশ্চয়ই খেয়াল করেছেন, জিম আফ্রো টি-টেনে জার্সির সামনে থাকা পৃষ্ঠপোষকদের বিজ্ঞাপন ঢেকে খেলছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
এটা তো জানাই, আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, জার্সির সামনে পৃষ্ঠপোষকদের নাম বড় করেই থাকে। পৃষ্ঠপোষকেরা চায় ব্যাপক প্রচার ৷ তাদের নাম কিংবা পণ্যের ব্যাপক ব্র্যান্ডিং ৷ এটি তাই কোনো ক্রিকেটারের পক্ষে ঢেকে রাখা কঠিন৷ তবে মুশফিক-তাসকিনের পক্ষে এটি কঠিন হচ্ছে না ৷ প্রথমবার শুরু হওয়া জিম আফ্রো টি-টেনে মুশফিক খেলছেন জোবার্গ বাফালোজের হয়ে আর বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন তাসকিন। আর এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে ডব্লুবি উইন বাজ।
সব দলের জার্সিতে লোগোসহ রয়েছে এই কোম্পানির বিজ্ঞাপন। এই টুর্নামেন্টে বেশিরভাগ টাকার জোগান মূলত স্পনসর কোম্পানি থেকেই আসে। ডব্লুবি উইন বাজ একটি বেটিং বা জুয়া কোম্পানি। মূলত দুটি কারণে মুশফিক, তাসকিন জার্সির সামনে স্পনসরের অংশটুকু ঢেকে খেলছেন। ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ইসলাম ধর্মে জুয়া যেহেতু নিষিদ্ধ ৷ বাংলাদেশের প্রেক্ষাপটেও জুয়া আইনগত নিষিদ্ধ।
যেহেতু পৃষ্ঠপোষকদের লোগো, প্রচারে ব্যাঘাত না ঘটা মানে তাদের আর্থিক ক্ষতিও ৷ নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কিংবা তাদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক ও তাসকিন। বাংলাদেশি দুই ক্রিকেটারের ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তকে যে জিম আফ্রো টি-টেন কর্তৃপক্ষ সম্মান জানিয়েছে, সে তো দেখাই যাচ্ছে।
টুর্নামেন্টে গতকাল পর্যন্ত তাসকিন ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। এর মধ্যে ১ ওভারেই নিয়েছিলেন ৩ উইকেট। ৪ ম্যাচে ২ পয়েন্টে পয়েন্ট তালিকার তিনে আছে বুলাওয়ে। অন্যদিকে জোবার্গ বাফালোজের মুশফিক ৩ ম্যাচে করেছেন ৮১ রান। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে তাঁর দল।
নিশ্চয়ই খেয়াল করেছেন, জিম আফ্রো টি-টেনে জার্সির সামনে থাকা পৃষ্ঠপোষকদের বিজ্ঞাপন ঢেকে খেলছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
এটা তো জানাই, আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, জার্সির সামনে পৃষ্ঠপোষকদের নাম বড় করেই থাকে। পৃষ্ঠপোষকেরা চায় ব্যাপক প্রচার ৷ তাদের নাম কিংবা পণ্যের ব্যাপক ব্র্যান্ডিং ৷ এটি তাই কোনো ক্রিকেটারের পক্ষে ঢেকে রাখা কঠিন৷ তবে মুশফিক-তাসকিনের পক্ষে এটি কঠিন হচ্ছে না ৷ প্রথমবার শুরু হওয়া জিম আফ্রো টি-টেনে মুশফিক খেলছেন জোবার্গ বাফালোজের হয়ে আর বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন তাসকিন। আর এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে ডব্লুবি উইন বাজ।
সব দলের জার্সিতে লোগোসহ রয়েছে এই কোম্পানির বিজ্ঞাপন। এই টুর্নামেন্টে বেশিরভাগ টাকার জোগান মূলত স্পনসর কোম্পানি থেকেই আসে। ডব্লুবি উইন বাজ একটি বেটিং বা জুয়া কোম্পানি। মূলত দুটি কারণে মুশফিক, তাসকিন জার্সির সামনে স্পনসরের অংশটুকু ঢেকে খেলছেন। ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ইসলাম ধর্মে জুয়া যেহেতু নিষিদ্ধ ৷ বাংলাদেশের প্রেক্ষাপটেও জুয়া আইনগত নিষিদ্ধ।
যেহেতু পৃষ্ঠপোষকদের লোগো, প্রচারে ব্যাঘাত না ঘটা মানে তাদের আর্থিক ক্ষতিও ৷ নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কিংবা তাদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক ও তাসকিন। বাংলাদেশি দুই ক্রিকেটারের ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তকে যে জিম আফ্রো টি-টেন কর্তৃপক্ষ সম্মান জানিয়েছে, সে তো দেখাই যাচ্ছে।
টুর্নামেন্টে গতকাল পর্যন্ত তাসকিন ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। এর মধ্যে ১ ওভারেই নিয়েছিলেন ৩ উইকেট। ৪ ম্যাচে ২ পয়েন্টে পয়েন্ট তালিকার তিনে আছে বুলাওয়ে। অন্যদিকে জোবার্গ বাফালোজের মুশফিক ৩ ম্যাচে করেছেন ৮১ রান। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে তাঁর দল।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
২ ঘণ্টা আগে