নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেন্ট লুসিয়ায় প্রথম চার দিনের ম্যাচে ১৬৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ 'এ' দল। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৬৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। ৭ উইকেট হাতে নিয়ে ২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা।
আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি বাংলাদেশ 'এ' দলের ব্যাটাররা। গতকাল দ্বিতীয় দিন অলআউট হওয়ার আগে ব্যাটিং করেছেন মোটে ৬০.৫ ওভার। ৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। ৭৯ বলে ৪২ রানে অপরাজিত থেকে এক প্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আরেক প্রান্তে ৪৫ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন নাঈম হাসান।
গতকাল দ্বিতীয় দিন আর মাত্র ১৭.৫ ওভার ব্যাটিং করতে পেরেছে বাংলাদেশ 'এ' দল। স্কোরবোর্ডে আর জমা করতে পেরেছে ৩২ রান। ফিফটি পূর্ণ করেই আউট হয়ে যান অধিনায়ক মিঠুন। নাঈমও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় দিনে আর মাত্র ১৫ বল খেলে ৪ রান যোগ করে আউট হন। ৬০ বলে ২৭ রান করেন নাঈম।
এরপর যা একটু লড়াই করেন লোয়ার অর্ডার ব্যাটার রেজাউর রহমান ও এনামুল হক। ৪৫ বলে ১৩ রান করেন রেজাউর। ২ রান করেন এনামুল। এজন্য অবশ্য ৩৯টি বল খেলেন তিনি। স্বাগতিকদের হয়ে পেসার মারকুইনো মাইন্ডলে ৫৯ রানে ৫ উইকেট নেন। আরেক পেসার জাস্টিন গ্রিভস নেন ৩ উইকেট। জাতীয় দলের মতো বাংলাদেশ 'এ' দলের ব্যাটাররাও পেসারদের সামনে খাবি খেয়েছেন।
বাংলাদেশের ব্যাটাররা খাবি খেলেও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা ঠিকই দৃঢ়তা দেখিয়েছেন। ওপেনিংয়ে নেমে ত্যাগনারাণ চন্দরপল ১২০ বলে ৪৮ রান করে রানআউট হন। ৩২ রান করেন জেরেমি সোলোজানো। ৬৩ বলে ৩৭ রান করেন কেসি কার্টি। একটি করে উইকেট নেন রেজাউর ও নাঈম।
সেন্ট লুসিয়ায় প্রথম চার দিনের ম্যাচে ১৬৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ 'এ' দল। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৬৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। ৭ উইকেট হাতে নিয়ে ২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা।
আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি বাংলাদেশ 'এ' দলের ব্যাটাররা। গতকাল দ্বিতীয় দিন অলআউট হওয়ার আগে ব্যাটিং করেছেন মোটে ৬০.৫ ওভার। ৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। ৭৯ বলে ৪২ রানে অপরাজিত থেকে এক প্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আরেক প্রান্তে ৪৫ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন নাঈম হাসান।
গতকাল দ্বিতীয় দিন আর মাত্র ১৭.৫ ওভার ব্যাটিং করতে পেরেছে বাংলাদেশ 'এ' দল। স্কোরবোর্ডে আর জমা করতে পেরেছে ৩২ রান। ফিফটি পূর্ণ করেই আউট হয়ে যান অধিনায়ক মিঠুন। নাঈমও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় দিনে আর মাত্র ১৫ বল খেলে ৪ রান যোগ করে আউট হন। ৬০ বলে ২৭ রান করেন নাঈম।
এরপর যা একটু লড়াই করেন লোয়ার অর্ডার ব্যাটার রেজাউর রহমান ও এনামুল হক। ৪৫ বলে ১৩ রান করেন রেজাউর। ২ রান করেন এনামুল। এজন্য অবশ্য ৩৯টি বল খেলেন তিনি। স্বাগতিকদের হয়ে পেসার মারকুইনো মাইন্ডলে ৫৯ রানে ৫ উইকেট নেন। আরেক পেসার জাস্টিন গ্রিভস নেন ৩ উইকেট। জাতীয় দলের মতো বাংলাদেশ 'এ' দলের ব্যাটাররাও পেসারদের সামনে খাবি খেয়েছেন।
বাংলাদেশের ব্যাটাররা খাবি খেলেও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা ঠিকই দৃঢ়তা দেখিয়েছেন। ওপেনিংয়ে নেমে ত্যাগনারাণ চন্দরপল ১২০ বলে ৪৮ রান করে রানআউট হন। ৩২ রান করেন জেরেমি সোলোজানো। ৬৩ বলে ৩৭ রান করেন কেসি কার্টি। একটি করে উইকেট নেন রেজাউর ও নাঈম।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে