নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোহামডোন স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন-লড়াইটা হয়ে উঠল দুই অধিনায়কের। মোহাম্মদ আশরাফুল ও শুভাগত হোমের ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের দ্বৈরথটাই গড়ে দিল ম্যাচের ভাগ্য। তবে ব্যাট হাতে নয়, দুজনই জ্বলে উঠেছেন বল হাতে। রোমাঞ্চকর লড়াইয়ের পর শেষ হাসি হাসল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আজ সাভারের বিকেএসপিতে মোহামেডান জিতল ৫৪ রানে। টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ২ বল বাকি থাকতে ২০৬ রানে গুটিয়ে যায় ধানমন্ডির ক্লাবটি। জবাব দিতে নামা ব্রাদার্স ইউনিয়নকে ১৫২ রানে গুঁড়িয়ে দিয়েছে মোহামেডান। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শুভাগতদের এটা দ্বিতীয় জয়।
মোহামেডানের ইনিংসে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার রনি তালুকদার। আটে নেমে জাহিদুজ্জামান ৪১ রানে আউট হন। এ ছাড়া মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে এসেছে ২৮ রান। ব্রাদার্সের পক্ষে লিস্ট-এ ক্যারিয়ার সেরা ২৩ রানে ৫ উইকেট নেন আশরাফুল। ২টি শিকার আবু হায়দার রনির। খালি হাতে ফেরেননি ইরফান হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মঈন খানও।
২০৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধসে পড়ে ব্রাদার্সের টপ অর্ডার। ৮ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। সবকটিই শুভাগতর শিকার। ওপেনার ইমতিয়াজ ৪২ রানের ইনিংস খেলে একপ্রান্ত কিছুক্ষণ আগলে রাখার পর আউট হয়ে যান। চতুর্থ উইকেটে ৫৭ রানে ভাঙে জুটি। পরে পিনাক ঘোষ ৩৬ ও ধীমান ঘোষ ৩২ রান রান করেন।
২৫ রানে ৫ উইকেট নিয়ে শুভাগত পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। দুটি শিকার নাজমুল ইসলাম অপু। বাকি তিনটি সোহরাওয়ার্দি শুভ, হাসান মাহমুদ ও আরিফুল ইসলামের। তাদের দুর্দান্ত বোলিংয়ে ম্লান হয়ে গেল আশরাফুল-জাদু। এই ম্যাচে বল হাতে জ্বলে উঠলেও ব্যাট হাতে যথারীতি ব্যর্থ তিনি।
পাশের মাঠেও দাপট দেখিয়েছেন বোলাররা। যেখানে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪৬ রানে অলআউট হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জবাব দিতে নেমে ১৩২ রানে গুটিয়ে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ইমরুল কায়েসের দল জিতল ১৪ রানে। লিগের চলতি মৌসুমে এনিয়ে তিন ম্যাচের তিনটিতেই জিতল শেখ জামাল।
ইমরুলের দলে ৮ জন যেতে পারেননি দুই অংকে। উল্লেখযোগ্য রান বলতে সাইফ হাসান (২০), ইমরুল (৩৯) ও রবিউল ইসলাম রবির (৪৮)। শাইনপুকুরের হয়ে রাহাতুল ফেরদৌস ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট গেছে নাঈম হাসান ও হাসান মুরাদের ঝুলিতে। কিন্তু শেখ জামালকে অল্পতে গুঁড়িয়ে দেওয়ার সুফলটা নিতে পারেনি শাইনপুকুর।
ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারায়। টপ অর্ডারের বেশিরভাগ ব্যাটার দীর্ঘ সময় উইকেটে থেকেও ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ৩৮ রান করেন সাজ্জাদুল হক রিপন। ৩১ রান এসেছে অধিনায়ক মহিদুল ইসলাম অংকনের ব্যাট থেকে। ২৪ রান করেন তাসামুল হক।
একটা পর্যায়ে অবশ্য জয়ের আশা জাগিয়েছিল শাইনপুকুর। ৮৭ রানে ৩ উইকেট ছিল তাদের। এরপর চূড়ান্ত ছন্দপতন। ৪ উইকেট নিয়েছেন সাঞ্জামুল ইসলাম। তিনটি শিকার তাইবুর রহমানের। তাদের দারুণ বোলিংয়ে লিগের জয়ের ধারাটা অব্যাহত রাখল শেখ জামাল।
মোহামডোন স্পোর্টিং ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন-লড়াইটা হয়ে উঠল দুই অধিনায়কের। মোহাম্মদ আশরাফুল ও শুভাগত হোমের ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের দ্বৈরথটাই গড়ে দিল ম্যাচের ভাগ্য। তবে ব্যাট হাতে নয়, দুজনই জ্বলে উঠেছেন বল হাতে। রোমাঞ্চকর লড়াইয়ের পর শেষ হাসি হাসল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আজ সাভারের বিকেএসপিতে মোহামেডান জিতল ৫৪ রানে। টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ২ বল বাকি থাকতে ২০৬ রানে গুটিয়ে যায় ধানমন্ডির ক্লাবটি। জবাব দিতে নামা ব্রাদার্স ইউনিয়নকে ১৫২ রানে গুঁড়িয়ে দিয়েছে মোহামেডান। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শুভাগতদের এটা দ্বিতীয় জয়।
মোহামেডানের ইনিংসে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার রনি তালুকদার। আটে নেমে জাহিদুজ্জামান ৪১ রানে আউট হন। এ ছাড়া মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে এসেছে ২৮ রান। ব্রাদার্সের পক্ষে লিস্ট-এ ক্যারিয়ার সেরা ২৩ রানে ৫ উইকেট নেন আশরাফুল। ২টি শিকার আবু হায়দার রনির। খালি হাতে ফেরেননি ইরফান হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মঈন খানও।
২০৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধসে পড়ে ব্রাদার্সের টপ অর্ডার। ৮ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। সবকটিই শুভাগতর শিকার। ওপেনার ইমতিয়াজ ৪২ রানের ইনিংস খেলে একপ্রান্ত কিছুক্ষণ আগলে রাখার পর আউট হয়ে যান। চতুর্থ উইকেটে ৫৭ রানে ভাঙে জুটি। পরে পিনাক ঘোষ ৩৬ ও ধীমান ঘোষ ৩২ রান রান করেন।
২৫ রানে ৫ উইকেট নিয়ে শুভাগত পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। দুটি শিকার নাজমুল ইসলাম অপু। বাকি তিনটি সোহরাওয়ার্দি শুভ, হাসান মাহমুদ ও আরিফুল ইসলামের। তাদের দুর্দান্ত বোলিংয়ে ম্লান হয়ে গেল আশরাফুল-জাদু। এই ম্যাচে বল হাতে জ্বলে উঠলেও ব্যাট হাতে যথারীতি ব্যর্থ তিনি।
পাশের মাঠেও দাপট দেখিয়েছেন বোলাররা। যেখানে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪৬ রানে অলআউট হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জবাব দিতে নেমে ১৩২ রানে গুটিয়ে যায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ইমরুল কায়েসের দল জিতল ১৪ রানে। লিগের চলতি মৌসুমে এনিয়ে তিন ম্যাচের তিনটিতেই জিতল শেখ জামাল।
ইমরুলের দলে ৮ জন যেতে পারেননি দুই অংকে। উল্লেখযোগ্য রান বলতে সাইফ হাসান (২০), ইমরুল (৩৯) ও রবিউল ইসলাম রবির (৪৮)। শাইনপুকুরের হয়ে রাহাতুল ফেরদৌস ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট গেছে নাঈম হাসান ও হাসান মুরাদের ঝুলিতে। কিন্তু শেখ জামালকে অল্পতে গুঁড়িয়ে দেওয়ার সুফলটা নিতে পারেনি শাইনপুকুর।
ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারায়। টপ অর্ডারের বেশিরভাগ ব্যাটার দীর্ঘ সময় উইকেটে থেকেও ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ৩৮ রান করেন সাজ্জাদুল হক রিপন। ৩১ রান এসেছে অধিনায়ক মহিদুল ইসলাম অংকনের ব্যাট থেকে। ২৪ রান করেন তাসামুল হক।
একটা পর্যায়ে অবশ্য জয়ের আশা জাগিয়েছিল শাইনপুকুর। ৮৭ রানে ৩ উইকেট ছিল তাদের। এরপর চূড়ান্ত ছন্দপতন। ৪ উইকেট নিয়েছেন সাঞ্জামুল ইসলাম। তিনটি শিকার তাইবুর রহমানের। তাদের দারুণ বোলিংয়ে লিগের জয়ের ধারাটা অব্যাহত রাখল শেখ জামাল।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৯ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে