ইন্দোরের পিচ নিয়ে আইসিসির রায়ে ক্ষুব্ধ গাভাস্কার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ১৫: ৪২

ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের ভেন্যু ইন্দোরের পিচ নিয়ে সমালোচনা উঠেছিল প্রথম দিন থেকেই। ম্যাচ তিন দিনে শেষ হলে সেই আগুনে ঘিয়ের পরিমাণ বেড়ে যায়। গুনে গুনে এই পিচকে ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসির এমন রেটিং সুনীল গাভাস্কারের কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে।

নাগপুর ও দিল্লিতে প্রথম দুই টেস্টে বিধ্বস্ত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে নিয়েছে প্রতিশোধ। ৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া তৃতীয় দিনের প্রথম সেশনেই ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয়। ৩১ উইকেটের ২৬টিই নিয়েছেন স্পিনাররা, যেখানে প্রথম দিন থেকেই বল প্রচণ্ড ঘুরতে থাকে। ম্যাচ রেফারি ক্রিস ব্রড এই পিচকে বাজে আখ্যা দিয়ে ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছেন।

ইন্দোর পিচ নিয়ে কথা বলতে গিয়ে গাভাস্কার প্রশ্ন তুলেছেন ব্রিসবেনের গ্যাবা পিচ নিয়ে, যেখানে গত বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ দুই দিনে শেষ হয়েছিল। গড়পড়তা আখ্যা পেলেও কোনো ডিমেরিট পয়েন্ট পায়নি সেই পিচ। গাভাস্কার বলেছেন, ‘একটা ব্যাপার আমার জানতে ইচ্ছে করে। ব্রিসবেনের গ্যাবায় নভেম্বরে যে টেস্ট ম্যাচ হয়েছে, তা তো দুই দিনে শেষ হয়ে গেছে। পিচকে কত ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল? তখন ম্যাচ রেফারি কে ছিলেন? আমার মতে, এই পিচে (ইন্দোর) ৩ ডিমেরিট পয়েন্ট একটু বাড়াবাড়ি। বল একটু ঘুরেছে ঠিকই, তবে পিচ ভয়ংকর ছিল না। যখন অস্ট্রেলিয়া ১ উইকেটে ৭৭ করেছে, তখনই বোঝা গেছে যে পিচ ভালো হওয়া শুরু করেছে।’ 

আগামী ৯ মার্চ আহমেদাবাদে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট। ভারত এগিয়ে আছে ২-১ ব্যবধানে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত