নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরছেন মুশফিকুর রহিম। দেশে ফিরে তিনি ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে পারেন। মুশফিকের ফেরার বিষয়টি আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগস্টের প্রথম সপ্তাহে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে খেলতে হলে মুশফিককে হয় জিম্বাবুয়েতে দলের সঙ্গে থেকে যেতে হতো, না হয় ওয়ানডে সিরিজের শুরুতে কিংবা মাঝপথে দেশে ফিরতে হতো। মুশফিক বেছে নিলেন শেষেরটাই।
বিসিবি যদিও জানিয়েছে, পারিবারিক কারণেই সফরের মাঝপথে মুশফিকের দেশে ফেরা। তিনি আজই দেশের উদ্দেশে হারারে থেকে রওনা দেবেন। ১৬ জুলাই থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না দেশের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যানের।
মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলতে চেয়েছিলেন। তিনি ছুটি চেয়েছিলেন শুধু টি–টোয়েন্টি সিরিজ থেকে। এর পেছনে মুশফিকের যুক্তি ছিল, কদিন বিশ্রাম নিয়ে ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে ফিরবেন। কিন্তু জটিলতা তৈরি হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কড়া শর্তে।
এরই মধ্যে সিএ বিসিবিকে জানিয়ে দিয়েছে, জৈব সুরক্ষাবলয় থেকে বাংলাদেশ দলের কেউ একবার বের হয়ে গেলে তাঁকে সিরিজের আগে অন্তত ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এই নিয়মের ব্যত্যয় হলে কোনো ক্রিকেটার সুরক্ষাবলয়ে প্রবেশ করতে পারবেন না। এখানেই আটকে যাচ্ছিলেন মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ জুলাই শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ২০ জুলাই। মুশফিক যদি সিরিজ শেষেই দেশে ফেরেন, ফিরতে হবে ২২ জুলাই। ওই দিন থেকেও যদি ১০ দিনের কোয়ারেন্টিন শুরু করেন, শেষ হবে ১ আগস্ট। সে রকম হলে তাঁকে অস্ট্রেলিয়া সফর মিস করতে হতো।
এখন অস্ট্রেলিয়া সিরিজ খেলতে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি ম্যাচগুলো জলাঞ্জলি দিতে হলো মুশফিককে। যদিও তাঁর ফেরার কারণটা ‘পারিবারিক’ বলেছে বিসিবি। মুশফিক ও তাঁর পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ জানিয়েছে বিসিবি।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরছেন মুশফিকুর রহিম। দেশে ফিরে তিনি ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে পারেন। মুশফিকের ফেরার বিষয়টি আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগস্টের প্রথম সপ্তাহে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে খেলতে হলে মুশফিককে হয় জিম্বাবুয়েতে দলের সঙ্গে থেকে যেতে হতো, না হয় ওয়ানডে সিরিজের শুরুতে কিংবা মাঝপথে দেশে ফিরতে হতো। মুশফিক বেছে নিলেন শেষেরটাই।
বিসিবি যদিও জানিয়েছে, পারিবারিক কারণেই সফরের মাঝপথে মুশফিকের দেশে ফেরা। তিনি আজই দেশের উদ্দেশে হারারে থেকে রওনা দেবেন। ১৬ জুলাই থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না দেশের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যানের।
মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলতে চেয়েছিলেন। তিনি ছুটি চেয়েছিলেন শুধু টি–টোয়েন্টি সিরিজ থেকে। এর পেছনে মুশফিকের যুক্তি ছিল, কদিন বিশ্রাম নিয়ে ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে ফিরবেন। কিন্তু জটিলতা তৈরি হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কড়া শর্তে।
এরই মধ্যে সিএ বিসিবিকে জানিয়ে দিয়েছে, জৈব সুরক্ষাবলয় থেকে বাংলাদেশ দলের কেউ একবার বের হয়ে গেলে তাঁকে সিরিজের আগে অন্তত ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এই নিয়মের ব্যত্যয় হলে কোনো ক্রিকেটার সুরক্ষাবলয়ে প্রবেশ করতে পারবেন না। এখানেই আটকে যাচ্ছিলেন মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ জুলাই শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হবে ২০ জুলাই। মুশফিক যদি সিরিজ শেষেই দেশে ফেরেন, ফিরতে হবে ২২ জুলাই। ওই দিন থেকেও যদি ১০ দিনের কোয়ারেন্টিন শুরু করেন, শেষ হবে ১ আগস্ট। সে রকম হলে তাঁকে অস্ট্রেলিয়া সফর মিস করতে হতো।
এখন অস্ট্রেলিয়া সিরিজ খেলতে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি ম্যাচগুলো জলাঞ্জলি দিতে হলো মুশফিককে। যদিও তাঁর ফেরার কারণটা ‘পারিবারিক’ বলেছে বিসিবি। মুশফিক ও তাঁর পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ জানিয়েছে বিসিবি।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
১ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
২ ঘণ্টা আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
২ ঘণ্টা আগে