ক্রীড়া ডেস্ক
পাকিস্তানকে তাদের মাঠে ধবলধোলাইয়ের পর ভারত সফরে দারুণ কিছুই আশা করেছিলেন নাজমুল হোসেন শান্ত। ভারতে যাওয়ার আগে তাঁর কণ্ঠে ছিল সেই প্রত্যয়ও। কিন্তু টেস্টে দুই দলের পার্থক্য তো স্পষ্ট, আইসিসির র্যাঙ্কিংয়ে ভারত আছেন দুই নম্বরে, বিপরীতে থাকা বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। তারপরও বাবর আজমদের উড়িয়ে দেওয়া বাংলাদেশ দল থেকে অন্তত ভালো লড়াইয়ের প্রত্যাশা করেছিলেন সাবেকরাও।
কিন্তু শান্তরা করলেন হতাশ। বিশেষ করে কানপুর টেস্টে দুই দিনের কম সময়ে হেরে যাওয়া যেন মেনে নিতে পারছেন না ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও। তাঁদের কাছে আরও ভালো কিছু আশা করেছিলেন তিনিও। দলের মধ্যে বিশ্বাসেরও ঘাটতিও দেখেছেন এই ক্রিকেট বিশ্লেষক।
আজ কানপুর টেস্টে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হার্শা ভোগলে লিখেছেন, ‘সত্যি বলতে বাংলাদেশ ভীষণ হতাশ করেছে। পাকিস্তানে তারা যে ফল করেছিল, তারপর আমি তো তাদের থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম। কিন্তু তাদের দেখে আতঙ্কিত মনে হয়েছে, আত্মবিশ্বাসের কমতি ছিল এবং দুই দিনের মধ্যে হেরে গিয়ে নিজেদেরকেও হতাশ করেছে!’
বৃষ্টির প্রভাবে ঠিকঠাক দুই দিনও খেলা হয়নি কানপুর টেস্টে। সব মিলিয়ে খেলা হয়েছে ১৭৩.২ ওভার। এর মধ্যেই বাংলাদেশকে দুমড়েমুচড়ে দিল ভারত। অন্তত দুই দিন খেলা হয়নি, তারপরও টেস্ট হেরেছে, এই তালিকায় কানপুর টেস্ট অষ্টম।
ম্যাচের ফল আসার কৃতিত্ব অবশ্য ভারতের ব্যাটার-বোলারদেরই। বিশেষ করে ব্যাটারদের তাণ্ডবে টেস্টে দারুণ এক রেকর্ডই হলো। এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারতের রান ৩৮৩। এ জন্য খেলেছে তারা ৫২ ওভার। ওভারপ্রতি রান তোলার হার ৭.৩৬। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দুই ইনিংস মিলিয়ে ওভারপ্রতি কোনো দলের রান তোলার সর্বোচ্চ হার এটি।
৫২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বুমরা-অশ্বিনদের অসাধারণ বোলিংয়ের মুখে। ভারত লক্ষ্য পেল মোটে ৯৫ রানের। দুই সেশন হাতে পেয়ে জয়টা যেন স্রেফ সময়ের অপেক্ষা ছিল স্বাগতিকদের জন্য। দ্বিতীয় ইনিংসেও ফিফটি করে তাদের জয়টা সহজ করলেন যশস্বী জয়সওয়াল (৫১)। প্রথম ইনিংসে করেছিলেন ৭২ রান।
ম্যাচসেরা জয়সওয়ালকে প্রশংসায় ভাসালেন ভোগলে, ‘ভারত কি অসাধারণ বোলিং পারফরম্যান্স দেখিয়েছে। এই টেস্টে লিডারের মতো খেলেছে। যশস্বী জয়সওয়াল যেভাবে নিজের উন্নতি করছেন, তা আমাকে মুগ্ধ করছে। কানপুরে প্রথম ইনিংস দুর্দান্ত ছিল, তবে আমি চেন্নাইয়ে কঠিন সময়ে প্রথম ইনিংসটাই বেশি পছন্দ করেছি, যেখানে ধৈর্য আর দক্ষতা দেখিয়েছে।’
পাকিস্তানকে তাদের মাঠে ধবলধোলাইয়ের পর ভারত সফরে দারুণ কিছুই আশা করেছিলেন নাজমুল হোসেন শান্ত। ভারতে যাওয়ার আগে তাঁর কণ্ঠে ছিল সেই প্রত্যয়ও। কিন্তু টেস্টে দুই দলের পার্থক্য তো স্পষ্ট, আইসিসির র্যাঙ্কিংয়ে ভারত আছেন দুই নম্বরে, বিপরীতে থাকা বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। তারপরও বাবর আজমদের উড়িয়ে দেওয়া বাংলাদেশ দল থেকে অন্তত ভালো লড়াইয়ের প্রত্যাশা করেছিলেন সাবেকরাও।
কিন্তু শান্তরা করলেন হতাশ। বিশেষ করে কানপুর টেস্টে দুই দিনের কম সময়ে হেরে যাওয়া যেন মেনে নিতে পারছেন না ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও। তাঁদের কাছে আরও ভালো কিছু আশা করেছিলেন তিনিও। দলের মধ্যে বিশ্বাসেরও ঘাটতিও দেখেছেন এই ক্রিকেট বিশ্লেষক।
আজ কানপুর টেস্টে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হার্শা ভোগলে লিখেছেন, ‘সত্যি বলতে বাংলাদেশ ভীষণ হতাশ করেছে। পাকিস্তানে তারা যে ফল করেছিল, তারপর আমি তো তাদের থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম। কিন্তু তাদের দেখে আতঙ্কিত মনে হয়েছে, আত্মবিশ্বাসের কমতি ছিল এবং দুই দিনের মধ্যে হেরে গিয়ে নিজেদেরকেও হতাশ করেছে!’
বৃষ্টির প্রভাবে ঠিকঠাক দুই দিনও খেলা হয়নি কানপুর টেস্টে। সব মিলিয়ে খেলা হয়েছে ১৭৩.২ ওভার। এর মধ্যেই বাংলাদেশকে দুমড়েমুচড়ে দিল ভারত। অন্তত দুই দিন খেলা হয়নি, তারপরও টেস্ট হেরেছে, এই তালিকায় কানপুর টেস্ট অষ্টম।
ম্যাচের ফল আসার কৃতিত্ব অবশ্য ভারতের ব্যাটার-বোলারদেরই। বিশেষ করে ব্যাটারদের তাণ্ডবে টেস্টে দারুণ এক রেকর্ডই হলো। এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারতের রান ৩৮৩। এ জন্য খেলেছে তারা ৫২ ওভার। ওভারপ্রতি রান তোলার হার ৭.৩৬। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দুই ইনিংস মিলিয়ে ওভারপ্রতি কোনো দলের রান তোলার সর্বোচ্চ হার এটি।
৫২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বুমরা-অশ্বিনদের অসাধারণ বোলিংয়ের মুখে। ভারত লক্ষ্য পেল মোটে ৯৫ রানের। দুই সেশন হাতে পেয়ে জয়টা যেন স্রেফ সময়ের অপেক্ষা ছিল স্বাগতিকদের জন্য। দ্বিতীয় ইনিংসেও ফিফটি করে তাদের জয়টা সহজ করলেন যশস্বী জয়সওয়াল (৫১)। প্রথম ইনিংসে করেছিলেন ৭২ রান।
ম্যাচসেরা জয়সওয়ালকে প্রশংসায় ভাসালেন ভোগলে, ‘ভারত কি অসাধারণ বোলিং পারফরম্যান্স দেখিয়েছে। এই টেস্টে লিডারের মতো খেলেছে। যশস্বী জয়সওয়াল যেভাবে নিজের উন্নতি করছেন, তা আমাকে মুগ্ধ করছে। কানপুরে প্রথম ইনিংস দুর্দান্ত ছিল, তবে আমি চেন্নাইয়ে কঠিন সময়ে প্রথম ইনিংসটাই বেশি পছন্দ করেছি, যেখানে ধৈর্য আর দক্ষতা দেখিয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
১ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
২ ঘণ্টা আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
২ ঘণ্টা আগে