ক্রীড়া ডেস্ক
রেকর্ড গড়া হয় রেকর্ড ভাঙার জন্যই- এটাই যেন আজ ডেভিড ওয়ার্নার-ট্রাভিস হেড প্রমাণ করলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) তৃতীয় ওয়ানডেতে। ওয়ার্নার-হেড ভেঙে চুড়ে গড়েছেন অনেক রেকর্ড। আর এই দুজনের রেকর্ড গড়া জুটির সমান রানই করতে পারল না ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডেতে ডিএলএস মেথডে ইংল্যান্ডকে ২২১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে ওয়ানডে সিরিজে ইংলিশদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকেরা।
এমসিজিতে আজ টস জিতে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এই সুযোগটাই লুফে নিলেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার ও হেড। দুই বাঁহাতি ব্যাটারই পেয়েছেন সেঞ্চুরি। ওয়ার্নার পেয়েছেন ১৯তম ওয়ানডে সেঞ্চুরি ও হেড তুলে নিয়েছেন তৃতীয় সেঞ্চুরি। ওয়ার্নার-হেড ওপেনিংয়ে করেছেন ২৬৯ রানের জুটি। তাতে বেশ কিছু রেকর্ড হয়েছে।
১। এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ উদ্বোধনী জুটি: এই মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়লেন এই দুই অস্ট্রেলিয়ান। ৪১ বছরের পুরনো গর্ডন গ্রিনিজ-ডেসমন্ড হেইন্সের রেকর্ড তাতে ভেঙে গেছে। ১৯৮১ তে এমসিজিতে পাকিস্তানের বিপক্ষে ১৮২ রানের জুটি গড়েছিলেন দুই উইন্ডিজ ওপেনার।
২। দু্ইবার করে ২৫০+ রানের উদ্বোধনী জুটি: একই সঙ্গে সৌরভ গাঙ্গুলী-শচীন টেন্ডুলকারের জুটির রেকর্ডেও ভাগ বসিয়েছেন ওয়ার্নার-হেড জুটি। ওয়ার্নার-হেড, সৌরভ-শচীন: এই দুই উদ্বোধনী জুটি ওয়ানডেতে দু্বার করে ২৫০+ রান করেছেন।
৩। এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর: অস্ট্রেলিয়াও এই ম্যাচে করেছে রেকর্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৮ ওভার শেষে অস্ট্রেলিয়া করে ৫ উইকেটে ৩৫৫ রান। যা এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর। এর আগে ২০০৫ সালে এশিয়া একাদশের বিপক্ষে ৮ উইকেটে ৩৪৪ রান করেছিল আইসিসি একাদশ।
৪৮ ওভারে ডিএলএস মেথডে ৩৬৪ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে। তাতে ৩১.৪ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন হেড। ১৩০ বলে ১৫২ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। সিরিজসেরা হয়েছেন ওয়ার্নার। ৩ ম্যাচে ৬৯.৩৩ গড়ে করেছেন ২০৮ রান।
রেকর্ড গড়া হয় রেকর্ড ভাঙার জন্যই- এটাই যেন আজ ডেভিড ওয়ার্নার-ট্রাভিস হেড প্রমাণ করলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) তৃতীয় ওয়ানডেতে। ওয়ার্নার-হেড ভেঙে চুড়ে গড়েছেন অনেক রেকর্ড। আর এই দুজনের রেকর্ড গড়া জুটির সমান রানই করতে পারল না ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডেতে ডিএলএস মেথডে ইংল্যান্ডকে ২২১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে ওয়ানডে সিরিজে ইংলিশদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকেরা।
এমসিজিতে আজ টস জিতে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এই সুযোগটাই লুফে নিলেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার ও হেড। দুই বাঁহাতি ব্যাটারই পেয়েছেন সেঞ্চুরি। ওয়ার্নার পেয়েছেন ১৯তম ওয়ানডে সেঞ্চুরি ও হেড তুলে নিয়েছেন তৃতীয় সেঞ্চুরি। ওয়ার্নার-হেড ওপেনিংয়ে করেছেন ২৬৯ রানের জুটি। তাতে বেশ কিছু রেকর্ড হয়েছে।
১। এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ উদ্বোধনী জুটি: এই মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়লেন এই দুই অস্ট্রেলিয়ান। ৪১ বছরের পুরনো গর্ডন গ্রিনিজ-ডেসমন্ড হেইন্সের রেকর্ড তাতে ভেঙে গেছে। ১৯৮১ তে এমসিজিতে পাকিস্তানের বিপক্ষে ১৮২ রানের জুটি গড়েছিলেন দুই উইন্ডিজ ওপেনার।
২। দু্ইবার করে ২৫০+ রানের উদ্বোধনী জুটি: একই সঙ্গে সৌরভ গাঙ্গুলী-শচীন টেন্ডুলকারের জুটির রেকর্ডেও ভাগ বসিয়েছেন ওয়ার্নার-হেড জুটি। ওয়ার্নার-হেড, সৌরভ-শচীন: এই দুই উদ্বোধনী জুটি ওয়ানডেতে দু্বার করে ২৫০+ রান করেছেন।
৩। এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর: অস্ট্রেলিয়াও এই ম্যাচে করেছে রেকর্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৮ ওভার শেষে অস্ট্রেলিয়া করে ৫ উইকেটে ৩৫৫ রান। যা এমসিজিতে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর। এর আগে ২০০৫ সালে এশিয়া একাদশের বিপক্ষে ৮ উইকেটে ৩৪৪ রান করেছিল আইসিসি একাদশ।
৪৮ ওভারে ডিএলএস মেথডে ৩৬৪ রানের লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে। তাতে ৩১.৪ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন হেড। ১৩০ বলে ১৫২ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। সিরিজসেরা হয়েছেন ওয়ার্নার। ৩ ম্যাচে ৬৯.৩৩ গড়ে করেছেন ২০৮ রান।
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ১৯০০ প্যারিস অলিম্পিকে সবশেষ ক্রিকেট হয়েছিল। ব্যাপক আলোচনার পর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক দিয়ে আবারও ফিরছে ক্রিকেট। তবে এখানেও ক্রিকেট নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল বাজে খেললে কোনো কথাই নেই। আহমেদ শেহজাদ তখন সামাজিক মাধ্যমে তখন করতে থাকেন একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে আবারও খোঁচা মারলেন তিনি।
৪ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—কী থাকে না আইপিএলে! ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার। তবে রিশাদ হোসেন আইপিএল নিয়ে বেশি একটা ভাবছেন না।
৪ ঘণ্টা আগেফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
৫ ঘণ্টা আগে