নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তৃতীয় দিনে বাংলাদেশের দারুণ শুরুটা মিলিয়ে গেছে সেশনের শেষের হতাশায়। ফলো-অনের শঙ্কা নিয়ে পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বৃষ্টির কারণে আজ খেলা শুরু হতে ২০ মিনিট দেরি হয়। দিনের প্রথম ওভারে লিজাড উইলিয়ামসের প্রথম তিন বলে টানা তিনটি চার মারেন ইয়াসির আলী রাব্বী।
আত্মবিশ্বাসী শুরুটা এগিয়ে নিতে থাকেন মুশফিকুর রহিম আর রাব্বী। দুজনের জুটি দ্বিতীয় দিনের ব্যাটিং বিপর্যয়ের হতাশায় প্রলেপ দেওয়ার পথেই এগোচ্ছিল। ৭০ রানের জুটিটা ভাঙে রাব্বীর বিদায়ে। কেশব মহারাজের ফুলার লেংথের বলটা ফ্লিক করতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বসেন রাব্বী।
শটটা যে ভুল খেলে ফেলেছেন আউটের পর রাব্বীর ব্যাট ছুড়ে মারতে চাওয়ার হতাশায় বলেই দেয়। ৮৭ বলে ৪৭ রানের ইনিংসটা ৭ চারে সাজান এ ব্যাটার। রাব্বীর বিদায়ের পর মিরাজকে সঙ্গে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৫ তম ফিফটি পূর্ণ করেন মুশফিক। তবে ফিফটির পর মাথায় ভূত ছাপে এ অভিজ্ঞ ব্যাটার। অফ স্পিনার সাইমন হারমারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন মুশফিক। তাঁর ব্যাট থেকে আসে ৫১ রান।
প্রোটিয়াদের ৪৫৩ রানের জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয় পড়া বাংলাদেশের আশার বাতি হয়ে ছিলেন মুশফিক আর রাব্বী। অল্প সময়ের ভেতর দুজনের বিদায় ড্রেসিংরুমে হতাশা ছুঁয়ে যায়। ৭ উইকেট হারিয়ে ২১০ রান নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ। মিরাজের সঙ্গে শূন্য রানে অপরাজিত আছেন তাইজুল ইসলাম। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ২৪৩ রান।
তৃতীয় দিনে বাংলাদেশের দারুণ শুরুটা মিলিয়ে গেছে সেশনের শেষের হতাশায়। ফলো-অনের শঙ্কা নিয়ে পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বৃষ্টির কারণে আজ খেলা শুরু হতে ২০ মিনিট দেরি হয়। দিনের প্রথম ওভারে লিজাড উইলিয়ামসের প্রথম তিন বলে টানা তিনটি চার মারেন ইয়াসির আলী রাব্বী।
আত্মবিশ্বাসী শুরুটা এগিয়ে নিতে থাকেন মুশফিকুর রহিম আর রাব্বী। দুজনের জুটি দ্বিতীয় দিনের ব্যাটিং বিপর্যয়ের হতাশায় প্রলেপ দেওয়ার পথেই এগোচ্ছিল। ৭০ রানের জুটিটা ভাঙে রাব্বীর বিদায়ে। কেশব মহারাজের ফুলার লেংথের বলটা ফ্লিক করতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বসেন রাব্বী।
শটটা যে ভুল খেলে ফেলেছেন আউটের পর রাব্বীর ব্যাট ছুড়ে মারতে চাওয়ার হতাশায় বলেই দেয়। ৮৭ বলে ৪৭ রানের ইনিংসটা ৭ চারে সাজান এ ব্যাটার। রাব্বীর বিদায়ের পর মিরাজকে সঙ্গে নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৫ তম ফিফটি পূর্ণ করেন মুশফিক। তবে ফিফটির পর মাথায় ভূত ছাপে এ অভিজ্ঞ ব্যাটার। অফ স্পিনার সাইমন হারমারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন মুশফিক। তাঁর ব্যাট থেকে আসে ৫১ রান।
প্রোটিয়াদের ৪৫৩ রানের জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয় পড়া বাংলাদেশের আশার বাতি হয়ে ছিলেন মুশফিক আর রাব্বী। অল্প সময়ের ভেতর দুজনের বিদায় ড্রেসিংরুমে হতাশা ছুঁয়ে যায়। ৭ উইকেট হারিয়ে ২১০ রান নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ। মিরাজের সঙ্গে শূন্য রানে অপরাজিত আছেন তাইজুল ইসলাম। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ২৪৩ রান।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৪ ঘণ্টা আগে