নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের যুবারা ৩১৪ রানের পাহাড় গড়েছে। জাওয়াদ–রিফাত–কালামের তিন ফিফটিতে বড় স্কোরের ভিত পায় আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল।
টস জিতে আজ ফিল্ডিং নেয় আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাটিংয়ের সুযোগটা দারুণভাবে কাজে লাগায় বাংলাদেশের যুবারা। দলের দুই ওপেনার জাওয়াদ আবরার, রিফাত বেগ আগ্রাসী শুরু করেন। তাঁদের উদ্বোধনী জুটি থেকে আসে ৯১ রান। আবরার ৬০ বলে করেন ৬৪ রান। ইনিংসে ৫টি করে চার ও ছক্কা মেরেছেন। রিফাত করেন ৭২ বলে ৫৮ রান। ৫ চার ও ২ ছক্কা ছিল এই ওপেনারের ইনিংস।
ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ রান করেন মিডল অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকী আলীন। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। ৯৪ বলের ইনিংসে ৯ চার ও ২ ছক্কায় করেন ৯৭ রান। শেষ দিকে সামিউন বাসির রতুল করেন ৩০ রান এবং অধিনায়ক মোঃ আজিজুল হাকিম তামিম ও দেবাশীষ সরকার ২২ রান করলে ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোর হয়েছে ৮ উইকেটে ৩১৪ রান।
৩১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে আরব আমিরাত যুবদল। তাদের উদ্বোধনী ব্যাটসম্যান ইয়ায়িন কিরণ রাই ২ রান করে আউট হয়েছে। আমিরাতের দ্বিতীয় উইকেট পড়ে দলীয় ৫৩ রানে, আর তৃতীয় উইকেট ৬২ রানে। নুরুল্লাহ আইয়ুব ৪১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না।
বাংলাদেশের লেগ স্পিনার দেবাশীষ সরকার এদিন দারুণ বল করেন এবং ২৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। তাঁর দুর্দান্ত স্পেলে আমিরাত দল ৩৫.৩ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায়। রফিউজ্জামান রফি ২১ রানে ২টি উইকেট দখল করেন। ম্যাচ সেরা হয়েছেন দেবাশীষ। আব্দুল্লাহ তারিক ছিলেন আমিরাত যুব দলের সফল বোলার। ৪৮ রানে নিয়েছেন ৪ উইকেট।
টানা দুই জয়ে চার ম্যাচের ওয়ানডে সিরিজ (২–০) নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয় রাজশাহীতে। একটি ম্যাচ কমিয়ে এনে চার ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয় মিরপুরে। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল ৯৫ বল হাতে রেখে ৮ উইকেটে।
সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের যুবারা ৩১৪ রানের পাহাড় গড়েছে। জাওয়াদ–রিফাত–কালামের তিন ফিফটিতে বড় স্কোরের ভিত পায় আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল।
টস জিতে আজ ফিল্ডিং নেয় আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাটিংয়ের সুযোগটা দারুণভাবে কাজে লাগায় বাংলাদেশের যুবারা। দলের দুই ওপেনার জাওয়াদ আবরার, রিফাত বেগ আগ্রাসী শুরু করেন। তাঁদের উদ্বোধনী জুটি থেকে আসে ৯১ রান। আবরার ৬০ বলে করেন ৬৪ রান। ইনিংসে ৫টি করে চার ও ছক্কা মেরেছেন। রিফাত করেন ৭২ বলে ৫৮ রান। ৫ চার ও ২ ছক্কা ছিল এই ওপেনারের ইনিংস।
ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ রান করেন মিডল অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকী আলীন। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। ৯৪ বলের ইনিংসে ৯ চার ও ২ ছক্কায় করেন ৯৭ রান। শেষ দিকে সামিউন বাসির রতুল করেন ৩০ রান এবং অধিনায়ক মোঃ আজিজুল হাকিম তামিম ও দেবাশীষ সরকার ২২ রান করলে ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোর হয়েছে ৮ উইকেটে ৩১৪ রান।
৩১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে আরব আমিরাত যুবদল। তাদের উদ্বোধনী ব্যাটসম্যান ইয়ায়িন কিরণ রাই ২ রান করে আউট হয়েছে। আমিরাতের দ্বিতীয় উইকেট পড়ে দলীয় ৫৩ রানে, আর তৃতীয় উইকেট ৬২ রানে। নুরুল্লাহ আইয়ুব ৪১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না।
বাংলাদেশের লেগ স্পিনার দেবাশীষ সরকার এদিন দারুণ বল করেন এবং ২৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। তাঁর দুর্দান্ত স্পেলে আমিরাত দল ৩৫.৩ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায়। রফিউজ্জামান রফি ২১ রানে ২টি উইকেট দখল করেন। ম্যাচ সেরা হয়েছেন দেবাশীষ। আব্দুল্লাহ তারিক ছিলেন আমিরাত যুব দলের সফল বোলার। ৪৮ রানে নিয়েছেন ৪ উইকেট।
টানা দুই জয়ে চার ম্যাচের ওয়ানডে সিরিজ (২–০) নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয় রাজশাহীতে। একটি ম্যাচ কমিয়ে এনে চার ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয় মিরপুরে। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল ৯৫ বল হাতে রেখে ৮ উইকেটে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২৭ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে