নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লিগ পর্বে নিজেদের শেষ খেলায় উত্তেজনাপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্স হারায় ফরচুন বরিশালকে। ম্যাচের শেষ দিকে ড্রেসিংরুমে ধূমপান করতে দেখা যায় খুলনা কোচ খালেদ মাহমুদ সুজনকে। ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তির মুখে পড়েছেন সুজন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় সুজনকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আর্টিকেল ২.২০ অনুযায়ী এ ধরনের কার্যক্রম খেলার স্পিরিটের পরিপন্থি।
শুধু জরিমানাতে শেষ হয়নি এই ঘটনা। সুজনের নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। মাঠের আম্পায়ার আলী আরমান রাজন, রবীন্দ্র উইমালাসারি থার্ড আম্পায়ার মোহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই শাস্তি দিয়েছেন। সুজন শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।
এছাড়াও গতকাল শেষ চারের লড়াইয়ের দিন শাস্তি পেয়েছেন রংপুর রাইডার্সের মেহেদী হাসান ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোসাদ্দেক হোসেন সৈকত। এলিমেনিটর ম্যাচে বরিশালকে হারিয়ে রংপুর জয় উদযাপনের সময় হেলমেট খুলে ব্যাট দিয়ে আঘাত করেন মেহেদী। এই ঘটনায় তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
একই ম্যাচে বিসিবির নীতি ভেঙেছেন রংপুরের হয়ে গতকাল এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলা নিকোলাস পুরান। এই ক্যারিবিয়ান উইকেটকিপার ব্যাটারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে পুরানের নামের পাশে। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শৃঙ্খলা ভাঙায় শাস্তি পেয়েছেন মোসাদ্দেক। তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
লিগ পর্বে নিজেদের শেষ খেলায় উত্তেজনাপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্স হারায় ফরচুন বরিশালকে। ম্যাচের শেষ দিকে ড্রেসিংরুমে ধূমপান করতে দেখা যায় খুলনা কোচ খালেদ মাহমুদ সুজনকে। ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তির মুখে পড়েছেন সুজন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় সুজনকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আর্টিকেল ২.২০ অনুযায়ী এ ধরনের কার্যক্রম খেলার স্পিরিটের পরিপন্থি।
শুধু জরিমানাতে শেষ হয়নি এই ঘটনা। সুজনের নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। মাঠের আম্পায়ার আলী আরমান রাজন, রবীন্দ্র উইমালাসারি থার্ড আম্পায়ার মোহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই শাস্তি দিয়েছেন। সুজন শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।
এছাড়াও গতকাল শেষ চারের লড়াইয়ের দিন শাস্তি পেয়েছেন রংপুর রাইডার্সের মেহেদী হাসান ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোসাদ্দেক হোসেন সৈকত। এলিমেনিটর ম্যাচে বরিশালকে হারিয়ে রংপুর জয় উদযাপনের সময় হেলমেট খুলে ব্যাট দিয়ে আঘাত করেন মেহেদী। এই ঘটনায় তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
একই ম্যাচে বিসিবির নীতি ভেঙেছেন রংপুরের হয়ে গতকাল এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলা নিকোলাস পুরান। এই ক্যারিবিয়ান উইকেটকিপার ব্যাটারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে পুরানের নামের পাশে। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শৃঙ্খলা ভাঙায় শাস্তি পেয়েছেন মোসাদ্দেক। তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
৩০ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে