৩ রানে জিতল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২, ০৯: ০৯

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। ব্রিসবেনে দুই দলের মুখোমুখি হওয়ার প্রথম ম্যাচটি হলো চরম নাটকীয়তাপূর্ণ। ম্যাচের ফলাফল জানতে অপেক্ষা করতে হয়েছিল শেষ বল পর্যন্ত। মোসাদ্দেক হোসেন শেষ বলটি ডট দিলে ৩ রানের জয় পায় বাংলাদেশ। তাতে গ্রুপ-২-এর পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এল বাংলাদেশ।সেমিফাইনালের দৌঁড়ে নিজেদের সম্ভাবনা উজ্জ্বল করলেন সাকিব আল হাসানরা। 

শ্বাসরুদ্ধকর শেষ ওভার

শেষ ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল ১৬ রান।মোসাদ্দেক হোসেনের করা এই ওভারটি হয় চরম নাটকীয়তাপূর্ণ। দ্বিতীয় বলেই তুলে নিয়েছিলেন ব্রাড ইভান্সের উইকেট। তৃতীয় বলে লেগবাই থেকে পেয়েছিল ৪ রান। চতুর্থ বলে ছক্কা মেরেছিলেন এনগারাভা।পরের বলেই স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন এনগারাভা। শেষ বলটি নিয়ে হয় যত নাটকীয়তা।স্টাম্পিং হলেও তা বাতিল হয়ে যায়। কেননা সোহান উইকেটের আগে বল ধরেছিলেন। শেষ বলে দরকার হয় তখন ৪ রান। শেষ বল ডট দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মোসাদ্দেক। 

ফিরলেন উইলিয়ামস

উইকেটে যতক্ষণ ছিলেন, বাংলাদেশের বোলারদের পরীক্ষা নিচ্ছিলেন উইলিয়ামস। অবশেষে তিনি ফিরলেন সাকিব আল হাসানের দুর্দান্ত থ্রোতে রানআউটে কাটা পড়ে। ৪২ বলে ৬৪ রান করেছিলেন জিম্বাবুয়ের এই অভিজ্ঞ ব্যাটার।

ডেথ ওভারের পরীক্ষা শুরু

শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দ্রুত ৫ উইকেট তুলে নিলেও ম্যাচ এখনো বাংলাদেশের পক্ষে নয়। রায়ান বার্ল-শন উইলিয়ামসের ষষ্ঠ উইকেটে পঞ্চাশোর্ধ্ব জুটি ম্যাচটাকে জমিয়ে তুলেছে। জিততে হলে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষা দিতে হবে। কেননা উইকেটের একপ্রান্তে আসা-যাওয়ার মাঝেও টিকে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার উইলিয়ামস। এরই মধ্যে ফিফটিও তুলে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

 ফিরেই তাসকিনের উইকেট

প্রথম স্পেলে দুই উইকেট নিয়েছিলেন তাসকিন। ১২তম ওভারে দ্বিতীয় স্পেল করতে এসে উইকেট মেইডেন দিলেন। ওভারের দ্বিতীয় বলে রেজিস চাকাভাকে কট বিহাইন্ড করে নিজের তৃতীয় উইকেট নিলেন।একই সঙ্গে শন উইলিয়ামস-চাকাভার ৩৪ রানের জুটিটাও ভাঙলেন বাংলাদেশের এই পেসার। ১২ ওভার শেষে ৫ উইকেটে ৬৯ রান জিম্বাবুয়ের। 

 

 

 

বোলিংয়ে এসেই মোস্তাফিজের জোড়া উইকেট

শুরুতে দু্ই উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল জিম্বাবুয়ে।তবে মোস্তাফিজুর রহমান বোলিংয়ে এসেই দিলেন জোড়া ধাক্কা।পাওয়ার প্লের শেষ ওভারের দ্বিতীয় বলে মিল্টন সুম্বাকে আউট করেছিলেন। এবার তুলে দিলেন সিকান্দার রাজার উইকেট।রানের খাতা খোলার আগেই বিদায় নিলেন রাজা।প্রথম ছয় ওভার শেষে জিম্বাবুয়ের রান ৪ উইকেটে ৩৬।

আবারও তাসকিনের আঘাত

প্রথম ওভারে তাসকিন তুলে নিয়েছিলেন মাধেভেরের উইকেট। নিজের দ্বিতীয় ওভার করতে এসে আরও একটি উইকেট পেলেন তাসকিন। এবার অধিনায়ক ক্রেইগ আরভিনকে উইকেটরক্ষক নুরুল হাসানের তালুবন্দি করেছেন তিনি।৩ ওভারে ২ উইকেটে ১৭ রান করেছে জিম্বাবুয়ে।  

প্রথম ওভারেই তাসকিনের উইকেট

মাঝারি রানের পুঁজি নিয়ে জিততে হলে বাংলাদেশের শুরুটা করতে হতো দুর্দান্ত। সেই শুরুটাই এনে দিলেন তাসকিন আহমেদ। আগের দুই ম্যাচের মতো আজও প্রথম ওভারেই উইকেট এনে দিলেন বাংলাদেশকে। দ্বিতীয় বলে চার খেলেও পরের বলেই আউট করেছেন ওয়েসলি মাধেভেরেকে। প্রথম ওভার শেষে জিম্বাবুয়ের রান ১ উইকেটে  ৫।          

কোনোমতে দেড়শো রান করল বাংলাদেশ

স্লগ ওভারের শুরুটা ভালো করলেও শেষটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১৬ তম ওভারে ১৭ রান নিয়েছিল বাংলাদেশ। তবে শেষ ৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০ রান করতে পেরেছে মাত্র ।৩ উইকেটই হারিয়েছে শেষ ওভারে। স্লগ ওভারে এমন ব্যাটিং মানানসই নয়। শেষদিকে রান তোলাতে একদম ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৫০ রান করল বাংলাদেশ। পুরো ইনিংসে বাংলাদেশ ডট খেলেছে ৩৪ বল। ৭১ রান করে দলের সর্বোচ্চ স্কোরার শান্ত। দুটি করে উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। 

ফিরলেন শান্ত

স্লগ ওভারের শুরুটা দুর্দান্তভাবে করেছিলেন শান্ত। ১৬ তম ওভারের প্রথম বলে ব্র্যাড ইভান্সকে ছক্কা হাঁকিয়েছিলেন শান্ত। বাংলাদেশের ইনিংসের প্রথম ছক্কা এটি। সে ওভারে ১৭ রান নিয়েছিলেন আফিফের সঙ্গে। তবে পরের ওভারেই ফিরে গেলেন শান্ত। সিকান্দার রাজার বলে ৫৫ বলে ৭১ রান করে আউট হয়েছেন শান্ত। ১৭ ওভার শেষে দলীয় রান ৪ উইকেটে ১২৬।

 

শান্তর ফিফটি

সতীর্থরা আউট হলেও অপর প্রান্ত আগলে রেখে ব্যাট করছেন শান্ত। উইকেটে পড়ে থাকার পুরষ্কারও পেয়েছেন তিনি। টুর্নামেন্টে বাংলাদেশের হয় প্রথম ফিফটি তুলে নিয়েছেন বাঁ হাতি এই ব্যাটার। ৪৫ বলে ফিফটি তুলে নিয়েছেন শান্ত। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৩।

ভেঙ্গে গেল ফিফটি পেরোনো জুটি

দ্রুত রান তুলতে গিয়ে আউট হলেন সাকিব। তাঁর বিদায়ে ভেঙ্গে গেছে বাংলাদেশকে পথ দেখানো ৫৪ রানের জুটি। শন উইলিয়ামসের বলে ২০ বলে ২৩ রান করে মুজারাবানির তালুবন্দি হয়েছেন তিনি।  

ফিফটি পেরোল সাকিব-শান্তর জুটি

বাংলাদেশকে পথ দেখাচ্ছে সাকিব-শান্তর জুটি। পাওয়ার প্লেতে নড়বড়ে থাকলেও এখন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ৩৯ বলে ৫৩ রানের জুটি গড়েছেন দুই ব্যাটার। ১২ ওভার শেষে রান ২ উইকেটে ৮৫।

বড় হচ্ছে শান্ত-সাকিবের জুটি

৩২ রানে ২ উইকেট পরার পর ব্যাটিংয়ে এসেছিলেন সাকিব আল হাসান। শুরুর ধাক্কা সামলে নিয়ে ওপেনার শান্তর সঙ্গে রান বাড়ানোর চেষ্টা করছেন অধিনায়ক। তৃতীয় উইকেটে ৩১ রানের জুটি গড়েছেন দুজনে। ওয়ানডে স্টাইলে ৩১ বলে ৩১ রান করে উইকেটে আছেন শান্ত। আর ১৭ রানে অপরাজিত আছেন সাকিব। ১০ ওভার শেষে দলীয় রান ২ উইকেটে ৬৩।

মুজরাবানির দ্বিতীয় শিকার লিটন

ইনিংসের দ্বিতীয় ওভারে সৌমকে আউট করে বাংলাদেশকে ধাক্কা দিয়েছিলন মুজরাবানি। এবার পাওয়ার প্লের শেষ ওভারের তৃতীয় বলে আউট করলেন লিটন দাসকে। ১২ বলে ১৪ রান করে ড্রেসিংরুমে ফিরেছেন লিটন। ৬ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৩২। এ সময় বাংলাদেশের ব্যাটাররা ডট খেলেছে ২১ বল।

ডট বলের রোগে পেয়েছে বাংলাদেশকে

প্রথম ৫ ওভারের অর্ধেকেরও বেশি ডট বল খেলেছে বাংলাদেশ। ৩০ বলের মধ্যে ১৬ টি ডট খেলেছেন টপ অর্ডারের ব্যাটাররা। টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে যা বেমানান।

সৌম্যর ‘ডাক’

দুটো চার মেরে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন সৌম্য সরকার। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ব্লেসিং মুজারাবানিকে খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষক রেজিস চাকাভার তালুবন্দী হয়েছেন সৌম্য।

বাংলাদেশ-১শুভ সকাল। বিশ্বকাপে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে লড়াইয়ে নামছে দুই দল। নিজেদের মধ্যে অনেক ম্যাচেই মুখোমুখি হলেও বিশ্বমঞ্চে কখনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি তাদের। নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে টুর্নামেন্টের শুরুটা করেছে বাংলাদেশ। তবে পরের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে আজ সাকিব আল হাসানদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ। আর বৃষ্টিতে জিম্বাবুয়ের প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচেই জয় পেয়েছে তারা। শেষ বলে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারিয়েছে ক্রেইগ উইলিয়ামস-সিকান্দার রাজারা। ব্রিসবেনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে দুই দলেই একটি করে পরিবর্তন এনেছে। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে বাংলাদেশের একাদশে সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বি। আর লুক জঙ্গুয়ের পরিবর্তে জিম্বাবুয়ে একাদশে ফিরিয়েছেন টেন্ডাই চাতারাকে। আজকের পত্রিকার লাইভে পাঠকদের স্বাগতম। 

বাংলাদেশ একাদশ: 
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাজমুল হোসেন শান্ত। 

জিম্বাবুয়ে একাদশ:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত