নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের পর বোলিং প্রস্তুতিটা ভালোই হয়েছে সাকিবদের। সাকিব আল হাসানের সঙ্গে তাসকিন–শরিফুল–মিরাজরা ভালোই ঝালিয়ে নিয়েছেন আজ। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচটি অনুমিতভাবেই হয়েছে ড্র।
২ উইকেটে ৩১৩ রানেই দ্বিতীয় দিনের শুরুতে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আজ ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ অলআউট ২০২ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ তুলেছে কোনো উইকেট না হারিয়ে ২২ রান। বাংলাদেশের স্বস্তি, চোট সংশয় দূর করে তামিম ইকবাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছেন। চোট সতর্কতায় প্রথম ইনিংসে তিনি ব্যাটিং করেননি। একই কারণে ব্যাটিংয়ে নামেননি মুশফিকুর রহিমও।
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই শুম্ভার উইকেট তুলে নেন শরিফুল। দলীয় ৫৩ রানে মুডজিনগাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ইবাদত হোসেন। বোলিং করতে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন সাকিব আল হাসান। কাইতানোকে বোল্ড করেন তিনি। ৩ উইকেটে ৭৪ রানে প্রথম সেশন শেষ করে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ।
মধ্যাহ্ন বিরতির পর মায়ার্সকে বোল্ড করেন সাকিব। জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের পরের দিকের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের বিপক্ষে আর তেমন সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা । টিমাইসেন মারুমার ৫৮ রানের ইনিংসের কল্যাণে তৃতীয় সেশনের শেষ দিকে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ প্রথম ইনিংসে অলআউট ২০২ রান করে। সাকিব ও মিরাজ ৩টি, শরিফুল ২টি এবং ইবাদত–তাসকিন নিয়েছেন ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৩১৩/২ (ডি.) ও ২২/০ (তামিম ১৮ *, সাদমান ৪ *)
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ: ৭৪.৫ ওভারে ২০২ (মারুমা ৫৮, কাইতানো ৩২; সাকিব ৩/৩৪, মিরাজ ৩/৬৪, শরিফুল ২/৩৩, তাসকিন ১/২০, ইবাদত ১/২৫)
ফল: ড্র
জিম্বাবুয়ের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের পর বোলিং প্রস্তুতিটা ভালোই হয়েছে সাকিবদের। সাকিব আল হাসানের সঙ্গে তাসকিন–শরিফুল–মিরাজরা ভালোই ঝালিয়ে নিয়েছেন আজ। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচটি অনুমিতভাবেই হয়েছে ড্র।
২ উইকেটে ৩১৩ রানেই দ্বিতীয় দিনের শুরুতে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আজ ব্যাটিং করতে নামা জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ অলআউট ২০২ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ তুলেছে কোনো উইকেট না হারিয়ে ২২ রান। বাংলাদেশের স্বস্তি, চোট সংশয় দূর করে তামিম ইকবাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছেন। চোট সতর্কতায় প্রথম ইনিংসে তিনি ব্যাটিং করেননি। একই কারণে ব্যাটিংয়ে নামেননি মুশফিকুর রহিমও।
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই শুম্ভার উইকেট তুলে নেন শরিফুল। দলীয় ৫৩ রানে মুডজিনগাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ইবাদত হোসেন। বোলিং করতে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন সাকিব আল হাসান। কাইতানোকে বোল্ড করেন তিনি। ৩ উইকেটে ৭৪ রানে প্রথম সেশন শেষ করে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ।
মধ্যাহ্ন বিরতির পর মায়ার্সকে বোল্ড করেন সাকিব। জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের পরের দিকের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের বিপক্ষে আর তেমন সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা । টিমাইসেন মারুমার ৫৮ রানের ইনিংসের কল্যাণে তৃতীয় সেশনের শেষ দিকে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ প্রথম ইনিংসে অলআউট ২০২ রান করে। সাকিব ও মিরাজ ৩টি, শরিফুল ২টি এবং ইবাদত–তাসকিন নিয়েছেন ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৩১৩/২ (ডি.) ও ২২/০ (তামিম ১৮ *, সাদমান ৪ *)
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ: ৭৪.৫ ওভারে ২০২ (মারুমা ৫৮, কাইতানো ৩২; সাকিব ৩/৩৪, মিরাজ ৩/৬৪, শরিফুল ২/৩৩, তাসকিন ১/২০, ইবাদত ১/২৫)
ফল: ড্র
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৫ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৬ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৭ ঘণ্টা আগে