ক্রীড়া ডেস্ক
২১:০০ মিনিট
জয় দিয়েই শেষ করল বাংলাদেশ
সাকিবের বলে বোল্ড এলিস। ৭ বলে ১ করে ফিরে গেলেন তিনি। বাংলাদেশের জয় এখন শুধু সময়ের ব্যাপার। বলতে বলতেই আউট জ্যাম্পা। জ্যাম্পাকে ক্যাচ বানালেন মাহমুদউল্লাহর হাতে । ৬২ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। সাকিবের স্পিন জাদুতে শেষ ৮ রানে ৫ উইকেট হারিয়েছে ওয়েডের দল। বাংলাদেশের জয় ৬০ রানে। ৩.৪ ওভারে ৯ রান দিয়ে সাকিবের শিকার ৪ উইকেট।
২০:৫৩ মিনিট
অ্যাগারকে ফেরালেন সাইফউদ্দিন
ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া। নিজের তৃতীয় ওভারে এসে এবার বোল্ড করলেন অ্যাস্টন অ্যাগারকে। অষ্টম উইকেটের পতন ঘটল অস্ট্রেলিয়ার। ১৩ ওভার শেষে ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ৬৫।
২০:৪৯ মিনিট
আউট হলে টার্নারও
টার্নারকে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ বানালেন সাকিব । এ নিয়েআন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০তম উইকেট পেলেন সাকিব। লাসিথ মালিঙ্গার বল দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন সাকিব।
২০:৪৬ মিনিট
সাইফউদ্দিনের জোরা আঘাত
ক্যারিকে উইকেটে থিতু হতে দিলেন না সাইফউদ্দিন । ব্যাকফুটে জায়গা বানিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন ক্যারি। তবে বলের লাইন মিস করে বোল্ড হয়ে গেলেন। এক বল পরেই উইকেটের পেছনে ক্যাচ বানালেন হেনরিকসকে। ১১ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ৫৪।
২০:৩৫ মিনিট
ফিরে গেলেন ম্যাকডারমট
বোলিংয়ে এসেই ম্যাকডারমটকে ফেরালেন মাহমুদউল্লাহ। বোলিং করে ক্যাচ নিলেন নিজেই। ১৬ বলে ১৭ করে আউট হলেন ম্যাকডারমট। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান ময়েজেস হেনরকস। ৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ৪৯।
২০:২৮ মিনিট
ওয়েডকে বোল্ড করলেন সাকিব
অষ্টম ওভারে নিজের প্রথম ওভার করতে এসেই ওয়েডকে বোল্ড করলেন সাকিব। ২২ বলে ২২ রান করে উইকেটে অনেকটা থিতু হয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। তবে সাকিবের ওভারের দ্বিতীয় বলেই বলের লাইন মিস করে বোল্ড হয়ে গেলেন ওয়েড। উইকেটে এসেছে নতুন ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৪০। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ৭২ বলে ৮৩।
২০:০৭ মিনিট
পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৩১
দ্রুত ২ উইকেট হারানোর পর প্রাথমিক ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করছেন ম্যাথু ওয়েড। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান অধিনায়কের সংগ্রহ ১৮ বলে ২০ রান । আরেক প্রান্তে ম্যাকডারমটের রান ৬ বলে ৪। পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৩১ রান।
২০:০৭ মিনিট
এবার নাসুমের শিকার মার্শ
আবারো ধাক্কা দিলেন নাসু্ম। নিজের দ্বিতীয় ওভারে এবার এলবিডব্লুও ফাঁদে ফেললেন মিশেল মার্শকে। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান বেন ম্যাকডারমট। চার ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ১৯।
১৯:৫৫ মিনিট
দ্বিতীয় ওভারেই ক্রিস্টিয়ানকে বোল্ড করলেন নাসুম
বাংলাদেশও শুরু করেছেন স্পিন দিয়ে। প্রথম ওভারে মেহেদী দিলেন ৩ রান দেওয়ার পরের ওভারেই নাসুম প্রথম আঘাত হানলেন। নাসুমের বলে বোল্ড হওয়ার আগে ক্রিস্টিয়ান করেছেন ৩ বলে ৩ করে। ২ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৬ রান।
১৯:৩৩ মিনিট
জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য ১২৩
ইনিংসের শেষ বলে রানা খাতা খোলার আগেই আউট হলেন মোসাদ্দেক। এলিস শেষ ওভারে ৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১২২।
১৯:৩৩ মিনিট
ক্যাচ দিয়ে ফিরে গেলেন আফিফ
ক্রিস্টিয়ানের ১৯তম ওভার থেকে এসেছে চার রান। পরের ওভারে ইনিংসের দুই বল বাকি থাকতেই ১১ বলে ১০ করে আউট হয়ে গেলেন আফিফ।
১৯:২৪ মিনিট
বোল্ড হয়ে গেলেন সোহান
১৩ বলে ৮ করে ফিরে গেলেন সোহান। ১৮ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ১১০।
১৯:১৯ মিনিট
১৭ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ১০৬
সৌম্যর আউটের পর উইকেটে এসেছেন আফিফ হোসেন। আফিফের সঙ্গে উইকেটে আছেন আরেক নতুন ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। শেষ দিকে দ্রুত রান তুলতে শেষ চার ওভারকেই টার্গেট করতে চাইবেন এই দুই ব্যাটসম্যান। জ্যাম্পার ১৭তম ওভারে বড় শট খেলতে চেয়েও পরপর দুই বলে ভালো টাইমিং করতে পারলেন না সোহান। এই ওভার থেকে এসেছে মাত্র ১ রান। ১৭ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ১০৬
১৯:০৮ মিনিট
ফিরে গেলেন সৌম্য
মাহমুদউল্লাহর আউটের পর টিকতে পারলেন না সৌম্য সরকারও। ওপেনিং থেকে আজ নেমে এসেছিলেন চার নম্বরে। তবে সেখানেও সুবিধা করতে পারলেন না। ড্যান ক্রিস্টিয়ানের বলে টার্নারের হাতে ক্যাচ দিয়ে ফেরারা আগে করেছেন ১৮ বলে ১৬ রান।
১৯:০১ মিনিট
আশা জাগিয়ে ফিরলেন মাহমুদউল্লাহ
সৌম্য সরকারের সঙ্গে জুটিতে ভালো স্কোরের আশা দেখিয়ে ফিরে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। যতক্ষণ উইকেটে ছিলেন ভালোই খেলছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু অ্যাস্টন অ্যাাগারের বাউন্স বুঝতেই পারেননি, ফিরতি ক্যাচ দিয়ে ফিরেছেন ১৪ বলে ১৯ রান করে। ১৪ ওভার শেষে বাংলাদেশের নাম ৪ উইকেটে ৯১।
১৮:৪৫ মিনিট
দ্রুত বিদায় নিলেন সাকিব
নাঈমের বিদায়ের পর দ্রুত আউট হয়ে গেলেন সাকিব আল হাসান। ২০ বলে ১১ রান করে ফিরেছেন সাকিব।
১৮:৩৫ মিনিট
ফিরে গেলেন নাঈম
ভালো শুরুর আভাস দিয়েও ফিরে গেলেন মোহাম্মদ নাঈম।
পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪৬
১৮:২৮ মিনিট
পাওয়ার প্লের শেষ ওভারে নিজের দ্বিতীয় ওভারে এলিস দিয়েছেন ৩ রান। পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ১ উইকেটে ৪৬ ।
১৮:২১ মিনিট
ফিরে গেলেন মেহেদী
চতুর্থ ওভারে এসে পেসার এলিস দিয়েছেন মাত্র দুই রান । নাঈমের চেয়ে মেহেদীর ব্যাটিংয়ের নিয়ন্ত্রণ ভালো। তবে পরের ওভারেই মেহেদী টার্নানের বলে অ্যাগারের হাতে ক্যাচ দিয়েছেন। আউট হওয়ার আগে করেছেন ১২ বলে ১৩। নাঈমের রান ১৬ বলে ১৯ । ৫ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৪৩। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান।
১৮:০৯ মিনিট
নাঈম-মেহেদীর ব্যাটে ভালো শুরু
দ্বিতীয় ওভারে আরেক প্রান্ত থেকে এসেছেন অ্যস্টন অ্যাগারকে। প্রথম বলে অ্যাগারকে ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে সীমানা ছাড়া করলেন নাঈম। দ্বিতীয় ওভারে এসেছে ১১ রান। দুই ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৯।
১৮:০৪ মিনিট
বাংলাদেশের ভালো শুরু
ওপেনিংয়ে আজ সৌম্যর জায়গায় মেহেদী হাসান। স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে অস্ট্রেলিয়া। অ্যাস্টন টার্নারের প্রথম ওভার থেকে নাঈম-সৌম্যের সংগ্রহ ৮। বাংলাদেশের ভালো শুরু।
১৭:৪৬ মিনিট
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ টি–টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ ম্যাচে একাদশে ২টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোসাদ্দেক সৈকত আর সাইফউদ্দিন একাদশে ফিরেছেন, বাদ পড়েছেন শামিম হোসেন পাটোয়ারি আর শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়াও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। একাদশ থেকে বাদ পড়েছেন এন্ড্রু টাই ও জশ হ্যাজেলউড আর দলে ফিরেছেন অ্যাডাম জ্যাম্পা, নাথান এলিস।
আজ শেষটিতে নামার আগে টানা তিন ম্যাচ জিতে দুই ম্যাচ হাতে রেখেই আগেই সিরিজ জিতেছিল বাংলাদেশ। চতুর্থটিতে অবশ্য সান্ত্বনার জয় পেয়েছিল ম্যাথু ওয়েডের দল। নিজেদের শেষ ম্যাচ হারলেও জয় দিয়ে তাই সিরিজটা শেষ করতে চাইবে মাহমুদউল্লাহরা। অন্যদিকে অস্ট্রেলিয়ারও চাইবে আগের ম্যাচের জয়ের ধারা অব্যাহত রাখতে।
২১:০০ মিনিট
জয় দিয়েই শেষ করল বাংলাদেশ
সাকিবের বলে বোল্ড এলিস। ৭ বলে ১ করে ফিরে গেলেন তিনি। বাংলাদেশের জয় এখন শুধু সময়ের ব্যাপার। বলতে বলতেই আউট জ্যাম্পা। জ্যাম্পাকে ক্যাচ বানালেন মাহমুদউল্লাহর হাতে । ৬২ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। সাকিবের স্পিন জাদুতে শেষ ৮ রানে ৫ উইকেট হারিয়েছে ওয়েডের দল। বাংলাদেশের জয় ৬০ রানে। ৩.৪ ওভারে ৯ রান দিয়ে সাকিবের শিকার ৪ উইকেট।
২০:৫৩ মিনিট
অ্যাগারকে ফেরালেন সাইফউদ্দিন
ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া। নিজের তৃতীয় ওভারে এসে এবার বোল্ড করলেন অ্যাস্টন অ্যাগারকে। অষ্টম উইকেটের পতন ঘটল অস্ট্রেলিয়ার। ১৩ ওভার শেষে ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ৬৫।
২০:৪৯ মিনিট
আউট হলে টার্নারও
টার্নারকে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ বানালেন সাকিব । এ নিয়েআন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০তম উইকেট পেলেন সাকিব। লাসিথ মালিঙ্গার বল দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন সাকিব।
২০:৪৬ মিনিট
সাইফউদ্দিনের জোরা আঘাত
ক্যারিকে উইকেটে থিতু হতে দিলেন না সাইফউদ্দিন । ব্যাকফুটে জায়গা বানিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন ক্যারি। তবে বলের লাইন মিস করে বোল্ড হয়ে গেলেন। এক বল পরেই উইকেটের পেছনে ক্যাচ বানালেন হেনরিকসকে। ১১ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ৫৪।
২০:৩৫ মিনিট
ফিরে গেলেন ম্যাকডারমট
বোলিংয়ে এসেই ম্যাকডারমটকে ফেরালেন মাহমুদউল্লাহ। বোলিং করে ক্যাচ নিলেন নিজেই। ১৬ বলে ১৭ করে আউট হলেন ম্যাকডারমট। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান ময়েজেস হেনরকস। ৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ৪৯।
২০:২৮ মিনিট
ওয়েডকে বোল্ড করলেন সাকিব
অষ্টম ওভারে নিজের প্রথম ওভার করতে এসেই ওয়েডকে বোল্ড করলেন সাকিব। ২২ বলে ২২ রান করে উইকেটে অনেকটা থিতু হয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। তবে সাকিবের ওভারের দ্বিতীয় বলেই বলের লাইন মিস করে বোল্ড হয়ে গেলেন ওয়েড। উইকেটে এসেছে নতুন ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৪০। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার ৭২ বলে ৮৩।
২০:০৭ মিনিট
পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৩১
দ্রুত ২ উইকেট হারানোর পর প্রাথমিক ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করছেন ম্যাথু ওয়েড। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান অধিনায়কের সংগ্রহ ১৮ বলে ২০ রান । আরেক প্রান্তে ম্যাকডারমটের রান ৬ বলে ৪। পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৩১ রান।
২০:০৭ মিনিট
এবার নাসুমের শিকার মার্শ
আবারো ধাক্কা দিলেন নাসু্ম। নিজের দ্বিতীয় ওভারে এবার এলবিডব্লুও ফাঁদে ফেললেন মিশেল মার্শকে। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান বেন ম্যাকডারমট। চার ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ১৯।
১৯:৫৫ মিনিট
দ্বিতীয় ওভারেই ক্রিস্টিয়ানকে বোল্ড করলেন নাসুম
বাংলাদেশও শুরু করেছেন স্পিন দিয়ে। প্রথম ওভারে মেহেদী দিলেন ৩ রান দেওয়ার পরের ওভারেই নাসুম প্রথম আঘাত হানলেন। নাসুমের বলে বোল্ড হওয়ার আগে ক্রিস্টিয়ান করেছেন ৩ বলে ৩ করে। ২ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৬ রান।
১৯:৩৩ মিনিট
জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য ১২৩
ইনিংসের শেষ বলে রানা খাতা খোলার আগেই আউট হলেন মোসাদ্দেক। এলিস শেষ ওভারে ৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১২২।
১৯:৩৩ মিনিট
ক্যাচ দিয়ে ফিরে গেলেন আফিফ
ক্রিস্টিয়ানের ১৯তম ওভার থেকে এসেছে চার রান। পরের ওভারে ইনিংসের দুই বল বাকি থাকতেই ১১ বলে ১০ করে আউট হয়ে গেলেন আফিফ।
১৯:২৪ মিনিট
বোল্ড হয়ে গেলেন সোহান
১৩ বলে ৮ করে ফিরে গেলেন সোহান। ১৮ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ১১০।
১৯:১৯ মিনিট
১৭ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ১০৬
সৌম্যর আউটের পর উইকেটে এসেছেন আফিফ হোসেন। আফিফের সঙ্গে উইকেটে আছেন আরেক নতুন ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। শেষ দিকে দ্রুত রান তুলতে শেষ চার ওভারকেই টার্গেট করতে চাইবেন এই দুই ব্যাটসম্যান। জ্যাম্পার ১৭তম ওভারে বড় শট খেলতে চেয়েও পরপর দুই বলে ভালো টাইমিং করতে পারলেন না সোহান। এই ওভার থেকে এসেছে মাত্র ১ রান। ১৭ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ১০৬
১৯:০৮ মিনিট
ফিরে গেলেন সৌম্য
মাহমুদউল্লাহর আউটের পর টিকতে পারলেন না সৌম্য সরকারও। ওপেনিং থেকে আজ নেমে এসেছিলেন চার নম্বরে। তবে সেখানেও সুবিধা করতে পারলেন না। ড্যান ক্রিস্টিয়ানের বলে টার্নারের হাতে ক্যাচ দিয়ে ফেরারা আগে করেছেন ১৮ বলে ১৬ রান।
১৯:০১ মিনিট
আশা জাগিয়ে ফিরলেন মাহমুদউল্লাহ
সৌম্য সরকারের সঙ্গে জুটিতে ভালো স্কোরের আশা দেখিয়ে ফিরে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। যতক্ষণ উইকেটে ছিলেন ভালোই খেলছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু অ্যাস্টন অ্যাাগারের বাউন্স বুঝতেই পারেননি, ফিরতি ক্যাচ দিয়ে ফিরেছেন ১৪ বলে ১৯ রান করে। ১৪ ওভার শেষে বাংলাদেশের নাম ৪ উইকেটে ৯১।
১৮:৪৫ মিনিট
দ্রুত বিদায় নিলেন সাকিব
নাঈমের বিদায়ের পর দ্রুত আউট হয়ে গেলেন সাকিব আল হাসান। ২০ বলে ১১ রান করে ফিরেছেন সাকিব।
১৮:৩৫ মিনিট
ফিরে গেলেন নাঈম
ভালো শুরুর আভাস দিয়েও ফিরে গেলেন মোহাম্মদ নাঈম।
পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪৬
১৮:২৮ মিনিট
পাওয়ার প্লের শেষ ওভারে নিজের দ্বিতীয় ওভারে এলিস দিয়েছেন ৩ রান। পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ১ উইকেটে ৪৬ ।
১৮:২১ মিনিট
ফিরে গেলেন মেহেদী
চতুর্থ ওভারে এসে পেসার এলিস দিয়েছেন মাত্র দুই রান । নাঈমের চেয়ে মেহেদীর ব্যাটিংয়ের নিয়ন্ত্রণ ভালো। তবে পরের ওভারেই মেহেদী টার্নানের বলে অ্যাগারের হাতে ক্যাচ দিয়েছেন। আউট হওয়ার আগে করেছেন ১২ বলে ১৩। নাঈমের রান ১৬ বলে ১৯ । ৫ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৪৩। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান।
১৮:০৯ মিনিট
নাঈম-মেহেদীর ব্যাটে ভালো শুরু
দ্বিতীয় ওভারে আরেক প্রান্ত থেকে এসেছেন অ্যস্টন অ্যাগারকে। প্রথম বলে অ্যাগারকে ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে সীমানা ছাড়া করলেন নাঈম। দ্বিতীয় ওভারে এসেছে ১১ রান। দুই ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৯।
১৮:০৪ মিনিট
বাংলাদেশের ভালো শুরু
ওপেনিংয়ে আজ সৌম্যর জায়গায় মেহেদী হাসান। স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে অস্ট্রেলিয়া। অ্যাস্টন টার্নারের প্রথম ওভার থেকে নাঈম-সৌম্যের সংগ্রহ ৮। বাংলাদেশের ভালো শুরু।
১৭:৪৬ মিনিট
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ টি–টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ ম্যাচে একাদশে ২টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোসাদ্দেক সৈকত আর সাইফউদ্দিন একাদশে ফিরেছেন, বাদ পড়েছেন শামিম হোসেন পাটোয়ারি আর শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়াও তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। একাদশ থেকে বাদ পড়েছেন এন্ড্রু টাই ও জশ হ্যাজেলউড আর দলে ফিরেছেন অ্যাডাম জ্যাম্পা, নাথান এলিস।
আজ শেষটিতে নামার আগে টানা তিন ম্যাচ জিতে দুই ম্যাচ হাতে রেখেই আগেই সিরিজ জিতেছিল বাংলাদেশ। চতুর্থটিতে অবশ্য সান্ত্বনার জয় পেয়েছিল ম্যাথু ওয়েডের দল। নিজেদের শেষ ম্যাচ হারলেও জয় দিয়ে তাই সিরিজটা শেষ করতে চাইবে মাহমুদউল্লাহরা। অন্যদিকে অস্ট্রেলিয়ারও চাইবে আগের ম্যাচের জয়ের ধারা অব্যাহত রাখতে।
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে