ক্রীড়া ডেস্ক
টেস্ট ম্যাচ জয় দূরে থাক, পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে বাংলাদেশের কোনো জয়ই ছিল না। নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এবার সেই ডেডলক ভেঙেছে। পাকিস্তানকে তাদের মাঠে বাংলাদেশ করেছে ধবলধোলাইও। তামিম ইকবালের কাছে এটাই বাংলাদেশের সেরা অর্জন।
বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিই হয়েছে রাওয়ালপিন্ডিতে। রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ। যেখানে প্রথম টেস্টে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণার পর বাংলাদেশ নিয়েছে ১১৭ রানের লিড। পাকিস্তানের বিপক্ষে ৫৬৫ রান বাংলাদেশের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান। পাকিস্তান অধিনায়ক শান মাসুদের ইনিংস ঘোষণার সিদ্ধান্ত যে কত বড় ভুল ছিল, সেটা তো পরে বোঝাই গেল। বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর ক্রিকইনফোতে তামিম বলেন, ‘টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন এটা। দল যেভাবে খেলেছে, সত্যিই দুর্দান্ত ছিল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ৪৮০ (৬ উইকেটে ৪৪৮ রানের ইনিংস ঘোষণা) করল মনে হয়। তারপর বাংলাদেশ যেভাবে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াল, বোলিং করল। দুই বিভাগেই দারুণ করেছে বাংলাদেশ।’
প্রথম টেস্টের ধাক্কা সামলে দ্বিতীয় টেস্ট জিততে স্বাভাবিকভাবেই মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। স্বাগতিকদের আগুনে বোলিংয়ে ২৬ রানে ৬ উইকেট পড়ে যায় বাংলাদেশের। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের ১৬৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নিয়ে বাংলাদেশের পেসাররা প্রথমবারের মতো টেস্টে ১০ উইকেট নিয়েছেন। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের প্রশংসা করে তামিম বলেন, ‘রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো সেটা আমরা জানি। বাংলাদেশের পেসাররা অসাধারণ বোলিং করেছে। বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ মুহূর্ত। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর সেখান থেকে এসে ম্যাচ জিতলাম। এটা অবশ্যই অনেকে দীর্ঘদিন মনে রাখবেন।’
তামিম আরও বলেন, ‘ওয়ানডে, টি-টোয়েন্টির ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছিলেন। টেস্ট ক্রিকেটাররা বাংলাদেশ টাইগার্সের সঙ্গে ক্যাম্প করছিল। এটা বিসিবির নতুন উদ্যোগ। ক্যাম্প হয়েছে দেড় মাসের মতো। মুশফিক, মুমিনুল, মেহেদীরা সেখানে ছিল। স্থানীয় কোচদের অনেক কৃতিত্ব রয়েছে। তারা সেই ক্যাম্পে কাজ করছিল। জয়ের পর লোকে এমন জিনিসও অনেক সময় ভুলে যায়।’
আরও পড়ুন—
টেস্ট ম্যাচ জয় দূরে থাক, পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে বাংলাদেশের কোনো জয়ই ছিল না। নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এবার সেই ডেডলক ভেঙেছে। পাকিস্তানকে তাদের মাঠে বাংলাদেশ করেছে ধবলধোলাইও। তামিম ইকবালের কাছে এটাই বাংলাদেশের সেরা অর্জন।
বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিই হয়েছে রাওয়ালপিন্ডিতে। রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ। যেখানে প্রথম টেস্টে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণার পর বাংলাদেশ নিয়েছে ১১৭ রানের লিড। পাকিস্তানের বিপক্ষে ৫৬৫ রান বাংলাদেশের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান। পাকিস্তান অধিনায়ক শান মাসুদের ইনিংস ঘোষণার সিদ্ধান্ত যে কত বড় ভুল ছিল, সেটা তো পরে বোঝাই গেল। বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর ক্রিকইনফোতে তামিম বলেন, ‘টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন এটা। দল যেভাবে খেলেছে, সত্যিই দুর্দান্ত ছিল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ৪৮০ (৬ উইকেটে ৪৪৮ রানের ইনিংস ঘোষণা) করল মনে হয়। তারপর বাংলাদেশ যেভাবে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াল, বোলিং করল। দুই বিভাগেই দারুণ করেছে বাংলাদেশ।’
প্রথম টেস্টের ধাক্কা সামলে দ্বিতীয় টেস্ট জিততে স্বাভাবিকভাবেই মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। স্বাগতিকদের আগুনে বোলিংয়ে ২৬ রানে ৬ উইকেট পড়ে যায় বাংলাদেশের। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের ১৬৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নিয়ে বাংলাদেশের পেসাররা প্রথমবারের মতো টেস্টে ১০ উইকেট নিয়েছেন। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের প্রশংসা করে তামিম বলেন, ‘রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো সেটা আমরা জানি। বাংলাদেশের পেসাররা অসাধারণ বোলিং করেছে। বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ মুহূর্ত। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর সেখান থেকে এসে ম্যাচ জিতলাম। এটা অবশ্যই অনেকে দীর্ঘদিন মনে রাখবেন।’
তামিম আরও বলেন, ‘ওয়ানডে, টি-টোয়েন্টির ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছিলেন। টেস্ট ক্রিকেটাররা বাংলাদেশ টাইগার্সের সঙ্গে ক্যাম্প করছিল। এটা বিসিবির নতুন উদ্যোগ। ক্যাম্প হয়েছে দেড় মাসের মতো। মুশফিক, মুমিনুল, মেহেদীরা সেখানে ছিল। স্থানীয় কোচদের অনেক কৃতিত্ব রয়েছে। তারা সেই ক্যাম্পে কাজ করছিল। জয়ের পর লোকে এমন জিনিসও অনেক সময় ভুলে যায়।’
আরও পড়ুন—
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২২ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে