ক্রীড়া ডেস্ক
ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার স্বপ্ন তো থাকে সবার। যদি সেটা বিশ্বকাপের মতো মঞ্চ হয়, তাহলে সেটা পায় ভিন্ন মাত্রা। নিউইয়র্কে গতকাল এমনই বিশেষ কীর্তি গড়লেন আর্শদীপ সিং। ভারতের বাঁহাতি পেসার যেন মাশরাফি বিন মর্তুজাকে ‘টাইম মেশিনে’ চড়িয়ে পুরোনো স্মৃতি মনে করালেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি প্রথমবার গড়েন মাশরাফিই। মিরপুরে ২০১৪ সালের ১৬ মার্চ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ শাহজাদকে ফেরান মাশরাফি। বাংলাদেশের সাবেক অধিনায়ককে রেকর্ডটি এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত এক ক্যাচে। নিউইয়র্কে গতকাল যুক্তরাষ্ট্রের শায়ান জাহাঙ্গীরকে ইনিংসের প্রথম বলে এলবিডব্লুর ফাঁদে ফেলে বিশেষ এই রেকর্ড বইয়ে নিজের নাম যোগ করেন আর্শদীপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার এটাই প্রথম ঘটনা।
মাশরাফির রেকর্ড বইয়ে নাম লেখানোর বছরে প্রথম বলে উইকেট নিয়েছেন আফগানিস্তানের শাপুর জাদরানও। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হংকংয়ের ইরফান আহমেদকে বোল্ড করেন শাপুর। আফগানিস্তান-হংকং ম্যাচটিও ছিল প্রথম রাউন্ডের ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি দুইবার গড়েছেন নামিবিয়ার রুবেন ট্রাম্পলম্যান। ২০২১ সালে আবুধাবিতে ট্রাম্পলম্যান স্কটল্যান্ডের ওপেনার জর্জ মানসিকে বোল্ড করেন। আবুধাবির কীর্তির পর ২০২৪ টি-টোয়েন্টি ট্রাম্পলম্যান এমন কীর্তি গড়তে বেছে নিলেন ওমানকে। বার্বাডোজে ২ জুন ওমানের ওপেনার কাশ্যপ প্রজাপতিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ট্রাম্পলম্যান। নামিবিয়ার বাঁহাতি পেসার ওমানের বিপক্ষে উইকেট নিয়েছেন ইনিংসের প্রথম দুই বলেই। ওমান অধিনায়ক আকিব ইলিয়াসকে এলবিডব্লু করেন ট্রাম্পলম্যান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়েছেন যাঁরা
প্রতিপক্ষ ভেন্যু সাল
মাশরাফি বিন মর্তুজা আফগানিস্তান মিরপুর ২০১৪
শাপুর জাদরান হংকং চট্টগ্রাম ২০১৪
রুবেন ট্রাম্পলম্যান স্কটল্যান্ড আবুধাবি ২০২১
রুবেন ট্রাম্পলম্যান ওমান বার্বাডোজ ২০২৪
আর্শদীপ সিং যুক্তরাষ্ট্র নিউইয়র্ক ২০২৪
*২০২৪ এর ১২ জুন ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচ পর্যন্ত
ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার স্বপ্ন তো থাকে সবার। যদি সেটা বিশ্বকাপের মতো মঞ্চ হয়, তাহলে সেটা পায় ভিন্ন মাত্রা। নিউইয়র্কে গতকাল এমনই বিশেষ কীর্তি গড়লেন আর্শদীপ সিং। ভারতের বাঁহাতি পেসার যেন মাশরাফি বিন মর্তুজাকে ‘টাইম মেশিনে’ চড়িয়ে পুরোনো স্মৃতি মনে করালেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি প্রথমবার গড়েন মাশরাফিই। মিরপুরে ২০১৪ সালের ১৬ মার্চ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ শাহজাদকে ফেরান মাশরাফি। বাংলাদেশের সাবেক অধিনায়ককে রেকর্ডটি এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত এক ক্যাচে। নিউইয়র্কে গতকাল যুক্তরাষ্ট্রের শায়ান জাহাঙ্গীরকে ইনিংসের প্রথম বলে এলবিডব্লুর ফাঁদে ফেলে বিশেষ এই রেকর্ড বইয়ে নিজের নাম যোগ করেন আর্শদীপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার এটাই প্রথম ঘটনা।
মাশরাফির রেকর্ড বইয়ে নাম লেখানোর বছরে প্রথম বলে উইকেট নিয়েছেন আফগানিস্তানের শাপুর জাদরানও। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হংকংয়ের ইরফান আহমেদকে বোল্ড করেন শাপুর। আফগানিস্তান-হংকং ম্যাচটিও ছিল প্রথম রাউন্ডের ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি দুইবার গড়েছেন নামিবিয়ার রুবেন ট্রাম্পলম্যান। ২০২১ সালে আবুধাবিতে ট্রাম্পলম্যান স্কটল্যান্ডের ওপেনার জর্জ মানসিকে বোল্ড করেন। আবুধাবির কীর্তির পর ২০২৪ টি-টোয়েন্টি ট্রাম্পলম্যান এমন কীর্তি গড়তে বেছে নিলেন ওমানকে। বার্বাডোজে ২ জুন ওমানের ওপেনার কাশ্যপ প্রজাপতিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ট্রাম্পলম্যান। নামিবিয়ার বাঁহাতি পেসার ওমানের বিপক্ষে উইকেট নিয়েছেন ইনিংসের প্রথম দুই বলেই। ওমান অধিনায়ক আকিব ইলিয়াসকে এলবিডব্লু করেন ট্রাম্পলম্যান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়েছেন যাঁরা
প্রতিপক্ষ ভেন্যু সাল
মাশরাফি বিন মর্তুজা আফগানিস্তান মিরপুর ২০১৪
শাপুর জাদরান হংকং চট্টগ্রাম ২০১৪
রুবেন ট্রাম্পলম্যান স্কটল্যান্ড আবুধাবি ২০২১
রুবেন ট্রাম্পলম্যান ওমান বার্বাডোজ ২০২৪
আর্শদীপ সিং যুক্তরাষ্ট্র নিউইয়র্ক ২০২৪
*২০২৪ এর ১২ জুন ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচ পর্যন্ত
নিউজিল্যান্ডের বিপক্ষে পরশু পাল্লেকেলেতে শ্রীলঙ্কার ফুরিয়েছে ১২ বছরের অপেক্ষা। এক যুগ পর ওয়ানডে সিরিজ জয়ী শ্রীলঙ্কার সামনে আজ হোয়াইটওয়াশের সুযোগ। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে।
১০ মিনিট আগে২০২৪ এর ১৫ জুলাই-আনহেল দি মারিয়ার কান্নাভেজা চোখের ছবি নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে রয়েছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেদিনই কোপা আমেরিকার ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি না পরলেও ফুটবল মাঠটা তিনি বড্ড মিস করেন।
৩৫ মিনিট আগেবছরের শেষটা অন্তত জয় দিয়ে রাঙিয়েছে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে অন্তিম মুহূর্তে দারুণ জয়ের কারিগর পাপন সিং। দেশের ক্রীড়াঙ্গনে এত দিন ‘পাপন’ নামটা সাবেক বিসিবি সভাপতির কারণে অতি পরিচিত ছিল। আর ফুটবলার পাপন আড়াল থেকে ফিরলেন নায়কের বেশে। এখন থেকে আর আড়াল হতে চান না, নিয়মিত খেলতে চান সেরা একাদশ
১ ঘণ্টা আগেঅঘটন, ইতিহাস এসব না থাকলে খেলাধুলায় আর কী মজা থাকে! মেজর কোনো টুর্নামেন্টে হলে সেটা যেকোনো দলের জন্যই আজীবন ফ্রেমে বাঁধাই করে রাখার মতো। ফিফা র্যাঙ্কিংয়ে একেবারে তলানিতে ২১০ নম্বরে থাকা স্যান মারিনো গত রাতে লিখল ইতিহাস।
২ ঘণ্টা আগে