নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাত্রই শেষ হওয়া মিরপুর টেস্ট হিসাবে নিয়ে সবশেষ ১০ ইনিংসে বাংলাদেশ দল রান তুলেছে ২২১৭; গড় ২২১.৭। এটাই যদি ব্যাটিংয়ের সত্যিকারের চিত্র হয়, তাহলে আর যা-ই হোক, লাল বলের ক্রিকেটে বড় দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না; যেমন যায়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে। আগের ভারত সফরেও ব্যাটিং-ব্যর্থতার কারণেই ছিল দলের অসহায় আত্মসমর্পণ।
শেরেবাংলায় হারের পর অবশ্য পুরস্কার বিতরণ মঞ্চে দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্ত বলছিলেন, এটাই তাঁদের ব্যাটিংয়ের সত্যিকারের চিত্র নয়, ‘আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারি।’
গত ১০ ইনিংসে শুধু দুবারই ৩০০+ রান তুলেছে বাংলাদেশ; যার একটিতে আছে ৫৬৫ (রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে)। কিন্তু দুবার ৩০০ পেরোনো স্কোরের বিপরীতে বাংলাদেশ ১৫০ রানের নিচে অলআউট হয়েছে ৩ বার। এরপরও যদি শান্তর ‘দল হিসেবে আরও ভালো ব্যাটিং করতে পারি’র কথা মেনেও নিই, তাহলে প্রশ্ন থেকে যায়, সেই ভালোটা কত ভালো? আজকের পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার শন পোলক তো বলেই দিয়েছেন—ধারাবাহিকতার বড্ড অভাব বাংলাদেশের। ব্যাটারদের দায়িত্ব নিয়ে ব্যাট করতে না পারা, বারবার একই ভুল করার কথাও উঠে এসেছে তাঁর মূল্যায়নে।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সাদমান ইসলামের আউটের কথাই ধরা যাক। উইয়ান মুল্ডারের ফুল লেন্থের বল অফ স্টাম্পের বাইরে পড়ে চলে যাওয়ার মুখে খেলতে গিয়ে আউট হন সাদমান। ইনিংসের শুরুতেই সেই বল খেলার কোনোই যুক্তি দেখেন না পোলক, ‘ওপেনার হিসেবে সে উইকেট ছুড়ে দিয়ে এসেছে।’ শুধুই কি সাদমান? ৬৬টি টেস্ট খেলা অভিজ্ঞ মুমিনুল হকও কি দায়িত্ব নিয়ে না খেলার দায় এড়াতে পারবেন! দ্বিতীয় ইনিংসে কাগিসো রাবাদার ব্যাক অব লেন্থ ডেলিভারি খোঁচা মেরে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন। উইকেটে এসেই বলের মেরিট না বুঝে খোঁচা মারতে যাওয়ার কী দরকার বাপু। মুমিনুলের সেই খেলা নিয়ে পোলকের মন্তব্য, ‘রাবাদার বিপক্ষে যে শট সে খেলেছে, জানি না তারা কী ভেবে খেলছে।’
ভারত সফরে একেক দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে কখনো শান্ত, কখনো তাসকিন আহমেদ কিংবা মেহেদী হাসান মিরাজ সংবাদমাধ্যমকে সতীর্থদের স্কিলে ঘাটতি কিংবা মানসিকতায় সমস্যার কথা বলেছেন, এসব জায়গায় উন্নতির তাগিদ দিয়েছেন। এই ঘাটতি আর উন্নতির তাগিদের কথা দুই দশক ধরেই বলা হচ্ছে। কিন্তু কাজের কাজ হচ্ছে কই!
বিরাট কোহলি, কেন উইলিয়ামসনদের মতো স্কিল আমাদের ব্যাটারদের নেই, এটা অস্বীকারের কোনো উপায় নেই। কিন্তু টেস্টের মেজাজে টেস্ট খেলতে সমস্যাটা কোথায়? ভালো বলে আউট হলে কথা নেই, কিন্তু যে বল পিচ করার পর বাইরে চলে যাচ্ছে, সেই বল চেজ করে খেলতে গেলে তো ব্যাটারদের বেসিক নিয়েই প্রশ্ন আসে! সেই প্রশ্নটাই তুললেন রাজিন সালেহ। জাতীয় দলের সাবেক এই ব্যাটার ও ব্যাটিং কোচ হিসেবে বিসিবির সঙ্গে যুক্ত রাজিন বললেন, ‘ক্রিকেট কীভাবে খেলতে হয়, সেটা আমাদের ব্যাটারদের অজানা নয়। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের যে ব্যাটিং দেখলাম, জানি না, ব্যাটাররা ব্যাটিংটা ভুলে গেছে কি না। টেস্ট খেলতে ধৈর্য লাগে, প্যাশনস লাগে—তাদের মধ্যে দুটিরই বড্ড অভাব। ধৈর্য ধরে খেলতে হয়, বাইরের বল ছাড়তে হয়, এটা যেন তারা ভুলেই গেছে!’
এই ভুলে যাওয়াটা কি বজায় থাকবে ২৯ অক্টোবর শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টেও?
মাত্রই শেষ হওয়া মিরপুর টেস্ট হিসাবে নিয়ে সবশেষ ১০ ইনিংসে বাংলাদেশ দল রান তুলেছে ২২১৭; গড় ২২১.৭। এটাই যদি ব্যাটিংয়ের সত্যিকারের চিত্র হয়, তাহলে আর যা-ই হোক, লাল বলের ক্রিকেটে বড় দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না; যেমন যায়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে। আগের ভারত সফরেও ব্যাটিং-ব্যর্থতার কারণেই ছিল দলের অসহায় আত্মসমর্পণ।
শেরেবাংলায় হারের পর অবশ্য পুরস্কার বিতরণ মঞ্চে দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্ত বলছিলেন, এটাই তাঁদের ব্যাটিংয়ের সত্যিকারের চিত্র নয়, ‘আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারি।’
গত ১০ ইনিংসে শুধু দুবারই ৩০০+ রান তুলেছে বাংলাদেশ; যার একটিতে আছে ৫৬৫ (রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে)। কিন্তু দুবার ৩০০ পেরোনো স্কোরের বিপরীতে বাংলাদেশ ১৫০ রানের নিচে অলআউট হয়েছে ৩ বার। এরপরও যদি শান্তর ‘দল হিসেবে আরও ভালো ব্যাটিং করতে পারি’র কথা মেনেও নিই, তাহলে প্রশ্ন থেকে যায়, সেই ভালোটা কত ভালো? আজকের পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার শন পোলক তো বলেই দিয়েছেন—ধারাবাহিকতার বড্ড অভাব বাংলাদেশের। ব্যাটারদের দায়িত্ব নিয়ে ব্যাট করতে না পারা, বারবার একই ভুল করার কথাও উঠে এসেছে তাঁর মূল্যায়নে।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সাদমান ইসলামের আউটের কথাই ধরা যাক। উইয়ান মুল্ডারের ফুল লেন্থের বল অফ স্টাম্পের বাইরে পড়ে চলে যাওয়ার মুখে খেলতে গিয়ে আউট হন সাদমান। ইনিংসের শুরুতেই সেই বল খেলার কোনোই যুক্তি দেখেন না পোলক, ‘ওপেনার হিসেবে সে উইকেট ছুড়ে দিয়ে এসেছে।’ শুধুই কি সাদমান? ৬৬টি টেস্ট খেলা অভিজ্ঞ মুমিনুল হকও কি দায়িত্ব নিয়ে না খেলার দায় এড়াতে পারবেন! দ্বিতীয় ইনিংসে কাগিসো রাবাদার ব্যাক অব লেন্থ ডেলিভারি খোঁচা মেরে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন। উইকেটে এসেই বলের মেরিট না বুঝে খোঁচা মারতে যাওয়ার কী দরকার বাপু। মুমিনুলের সেই খেলা নিয়ে পোলকের মন্তব্য, ‘রাবাদার বিপক্ষে যে শট সে খেলেছে, জানি না তারা কী ভেবে খেলছে।’
ভারত সফরে একেক দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে কখনো শান্ত, কখনো তাসকিন আহমেদ কিংবা মেহেদী হাসান মিরাজ সংবাদমাধ্যমকে সতীর্থদের স্কিলে ঘাটতি কিংবা মানসিকতায় সমস্যার কথা বলেছেন, এসব জায়গায় উন্নতির তাগিদ দিয়েছেন। এই ঘাটতি আর উন্নতির তাগিদের কথা দুই দশক ধরেই বলা হচ্ছে। কিন্তু কাজের কাজ হচ্ছে কই!
বিরাট কোহলি, কেন উইলিয়ামসনদের মতো স্কিল আমাদের ব্যাটারদের নেই, এটা অস্বীকারের কোনো উপায় নেই। কিন্তু টেস্টের মেজাজে টেস্ট খেলতে সমস্যাটা কোথায়? ভালো বলে আউট হলে কথা নেই, কিন্তু যে বল পিচ করার পর বাইরে চলে যাচ্ছে, সেই বল চেজ করে খেলতে গেলে তো ব্যাটারদের বেসিক নিয়েই প্রশ্ন আসে! সেই প্রশ্নটাই তুললেন রাজিন সালেহ। জাতীয় দলের সাবেক এই ব্যাটার ও ব্যাটিং কোচ হিসেবে বিসিবির সঙ্গে যুক্ত রাজিন বললেন, ‘ক্রিকেট কীভাবে খেলতে হয়, সেটা আমাদের ব্যাটারদের অজানা নয়। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের যে ব্যাটিং দেখলাম, জানি না, ব্যাটাররা ব্যাটিংটা ভুলে গেছে কি না। টেস্ট খেলতে ধৈর্য লাগে, প্যাশনস লাগে—তাদের মধ্যে দুটিরই বড্ড অভাব। ধৈর্য ধরে খেলতে হয়, বাইরের বল ছাড়তে হয়, এটা যেন তারা ভুলেই গেছে!’
এই ভুলে যাওয়াটা কি বজায় থাকবে ২৯ অক্টোবর শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টেও?
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২৮ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে