নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান খেলছেন কি খেলছেন না—এই জল্পনা চলছিল গতকাল সকাল থেকেই। করোনা নেগেটিভ হয়ে গত রাতে দলের সঙ্গে যোগ দিয়ে আলোচনা আরও বিস্তৃত করেন সাকিব। আজ সকাল থেকেই দলের অনুশীলনের মধ্যমণিও তিনি। কোচদের সঙ্গে কথা বললেন, লম্বা সময় ব্যাটিং অনুশীলনও করেন।
করোনা-পরবর্তী শারীরিক দুর্বলতার ব্যাপার থাকায় তবু সাকিবের খেলা নিয়ে একটা সংশয় ছিলই। দলের অনুশীলন শেষে সেই শঙ্কাও দূর করে দেন মুমিনুল হক। প্রথম টেস্টের এক দিন আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট অধিনায়ক নিশ্চিত করেছেন, চট্টগ্রাম টেস্টে খেলছেন সাকিব।
সাকিবের পাশের নেটেই সকালে ব্যাটিং অনুশীলন করেন মুমিনুল। সংবাদ সম্মেলনে সাকিবের খেলার প্রসঙ্গ উঠতেই বললেন, ‘দেখে তো মনে হলো ফিট আছেন। খেলবেন ইনশাআল্লাহ। অনুশীলনে বেশ ভালোই দেখলাম। কোচ (রাসেল ডমিঙ্গো) তো বলেই দিয়েছেন, ফিট হলে খেলবেন। দেখে মনে হলো শতভাগ ফিট উনি।’
সাকিবের মানসিক দৃঢ়তার চর্চা বাংলাদেশ ক্রিকেটে অনেক আগ থেকেই। করোনা থেকে সেরে উঠেই চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলা নিয়ে সেটা আরেকবার স্মরণ করিয়ে দিলেন মুমিনুল। লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সাকিবের দৃঢ় মনোভাব নিয়ে বলছিলেন, ‘একজন খেলোয়াড়ের ব্যাটিং দেখলে অনেক কিছু বোঝা যায়। সাইকোলজিক্যাল ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যায়। আপনারাই (সাংবাদিকেরা) বোধ হয় আমার চেয়ে বেশি দেখেছেন। আমার কাছে মনে হয় উনি শতভাগ ফিট, খেলার মতো ফিট।’
চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান খেলছেন কি খেলছেন না—এই জল্পনা চলছিল গতকাল সকাল থেকেই। করোনা নেগেটিভ হয়ে গত রাতে দলের সঙ্গে যোগ দিয়ে আলোচনা আরও বিস্তৃত করেন সাকিব। আজ সকাল থেকেই দলের অনুশীলনের মধ্যমণিও তিনি। কোচদের সঙ্গে কথা বললেন, লম্বা সময় ব্যাটিং অনুশীলনও করেন।
করোনা-পরবর্তী শারীরিক দুর্বলতার ব্যাপার থাকায় তবু সাকিবের খেলা নিয়ে একটা সংশয় ছিলই। দলের অনুশীলন শেষে সেই শঙ্কাও দূর করে দেন মুমিনুল হক। প্রথম টেস্টের এক দিন আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট অধিনায়ক নিশ্চিত করেছেন, চট্টগ্রাম টেস্টে খেলছেন সাকিব।
সাকিবের পাশের নেটেই সকালে ব্যাটিং অনুশীলন করেন মুমিনুল। সংবাদ সম্মেলনে সাকিবের খেলার প্রসঙ্গ উঠতেই বললেন, ‘দেখে তো মনে হলো ফিট আছেন। খেলবেন ইনশাআল্লাহ। অনুশীলনে বেশ ভালোই দেখলাম। কোচ (রাসেল ডমিঙ্গো) তো বলেই দিয়েছেন, ফিট হলে খেলবেন। দেখে মনে হলো শতভাগ ফিট উনি।’
সাকিবের মানসিক দৃঢ়তার চর্চা বাংলাদেশ ক্রিকেটে অনেক আগ থেকেই। করোনা থেকে সেরে উঠেই চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলা নিয়ে সেটা আরেকবার স্মরণ করিয়ে দিলেন মুমিনুল। লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সাকিবের দৃঢ় মনোভাব নিয়ে বলছিলেন, ‘একজন খেলোয়াড়ের ব্যাটিং দেখলে অনেক কিছু বোঝা যায়। সাইকোলজিক্যাল ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যায়। আপনারাই (সাংবাদিকেরা) বোধ হয় আমার চেয়ে বেশি দেখেছেন। আমার কাছে মনে হয় উনি শতভাগ ফিট, খেলার মতো ফিট।’
থামল রাফায়েল নাদালের কিংবদন্তিতুল্য টেনিস ক্যারিয়ার। নেদারল্যান্ডসের বিপক্ষে ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিদায়ে ২২ গ্র্যান্ড স্লামের মালিকও শেষ দেখে ফেললেন। নাদালও শেষটা রাঙাতে পারেননি। সিঙ্গেলসে ৬-৪, ৬-৪ গেমে হেরেছেন নেদারল্যান্ডসের বোতিচ ফন দে জান্ডশুল্ফের কাছে...
২৯ মিনিট আগেক্যারিবীয় সাগরের ঢেউয়ের মতো গতিময় আর তীব্র পেস আক্রমণ মনে করিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণযুগের কথা। ওয়েস্ট ইন্ডিজ সোনালি সময় পেছনে ফেললেও বাংলাদেশ দলের কাছে এখনো তাদের পেস আক্রমণ সামলানো যথেষ্ট চ্যালেঞ্জিং। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশকে ‘স্বাগত’ জানাতে প্রস্তুত...
১ ঘণ্টা আগেআবারও হোঁচট খেয়েছে ব্রাজিল। আজ নিজেদের মাঠ ফন্তে নোভা অ্যারেনায় উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা...
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা। বুয়েনোস এইরেসে আজ নিজেদের মাঠ লা বোম্বোনেরায় পেরুকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যরা বল দখলে রেখেছিল ৭৪ শতাংশ, নিয়েছে ১০ শট...
২ ঘণ্টা আগে