ক্রীড়া ডেস্ক
হারতে হারতে জিতে যাওয়ার দারুণ এক উদাহরণ হয়ে থাকবে দুবাইয়ে হওয়া আজ আইপিএলের ম্যাচটা! শেষ ওভারের রোমাঞ্চে দুর্দান্ত এক জয় পেল মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। ১৭তম ওভারে ১৪ রান দিলেও মোস্তাফিজ দলকে ম্যাচে রাখেন ১৯তম ওভারে বোলিং করতে এসে। ১৮৬ রানের লক্ষ্যে খেলতে নামা পাঞ্জাব শেষ ওভারেও যে ৪ রানের দূরত্বটা কমাতে পারেনি, সেটার কৃতিত্ব কার্তিক তিয়াগির।
শেষ দুই ওভারে মোস্তাফিজ-তিয়াগির মুগ্ধ করা যুগলবন্দীতে ২ রানের অসাধারণ এক জয়ই পেয়েছে রাজস্থান। ১২ বলে পাঞ্জাবের দরকার ছিল ৮ রান। ম্যাচ তখন পাঞ্জাবের দিকেই হেলে গেছে। ১৯তম ওভারে মোস্তাফিজ দিলেন মোটে ৪ রান। তবু শেষ ওভারে ৪ রান কি আর কঠিন সমীকরণ? মজাটা এখানেই। দুর্দান্ত বোলিংয়ে কার্তিক তিয়াগি এই রানটা পাঞ্জাবকে করতেই দেননি। মাত্র ১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।
ম্যাচের নায়ক তিয়াগি হলেও মোস্তাফিজও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দলের জয়ে। যদিও ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য থাকতে হয়েছে তাঁকে। নিজের তৃতীয় ওভারে ১৪, বাকি ৩ ওভারে দিয়েছেন ১৬ রান। ফিজের বলে ক্যাচ পড়েছে দুটি।
এর আগে বড় স্কোরই গড়েছিল রাজস্থান। ২০ ওভারে ১৮৫ লক্ষ্য দিয়েছিল পাঞ্জাবকে। রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। ৩২ রান দিয়ে পাঞ্জাবের সফলতম বোলার আর্শদীপ, নিয়েছেন ৫ উইকেট। সবাইকে ছাপিয়ে ম্যাচের নায়ক ২৯ রানে ২ উইকেট নেওয়া তিয়াগি।
হারতে হারতে জিতে যাওয়ার দারুণ এক উদাহরণ হয়ে থাকবে দুবাইয়ে হওয়া আজ আইপিএলের ম্যাচটা! শেষ ওভারের রোমাঞ্চে দুর্দান্ত এক জয় পেল মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। ১৭তম ওভারে ১৪ রান দিলেও মোস্তাফিজ দলকে ম্যাচে রাখেন ১৯তম ওভারে বোলিং করতে এসে। ১৮৬ রানের লক্ষ্যে খেলতে নামা পাঞ্জাব শেষ ওভারেও যে ৪ রানের দূরত্বটা কমাতে পারেনি, সেটার কৃতিত্ব কার্তিক তিয়াগির।
শেষ দুই ওভারে মোস্তাফিজ-তিয়াগির মুগ্ধ করা যুগলবন্দীতে ২ রানের অসাধারণ এক জয়ই পেয়েছে রাজস্থান। ১২ বলে পাঞ্জাবের দরকার ছিল ৮ রান। ম্যাচ তখন পাঞ্জাবের দিকেই হেলে গেছে। ১৯তম ওভারে মোস্তাফিজ দিলেন মোটে ৪ রান। তবু শেষ ওভারে ৪ রান কি আর কঠিন সমীকরণ? মজাটা এখানেই। দুর্দান্ত বোলিংয়ে কার্তিক তিয়াগি এই রানটা পাঞ্জাবকে করতেই দেননি। মাত্র ১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।
ম্যাচের নায়ক তিয়াগি হলেও মোস্তাফিজও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দলের জয়ে। যদিও ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য থাকতে হয়েছে তাঁকে। নিজের তৃতীয় ওভারে ১৪, বাকি ৩ ওভারে দিয়েছেন ১৬ রান। ফিজের বলে ক্যাচ পড়েছে দুটি।
এর আগে বড় স্কোরই গড়েছিল রাজস্থান। ২০ ওভারে ১৮৫ লক্ষ্য দিয়েছিল পাঞ্জাবকে। রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল। ৩২ রান দিয়ে পাঞ্জাবের সফলতম বোলার আর্শদীপ, নিয়েছেন ৫ উইকেট। সবাইকে ছাপিয়ে ম্যাচের নায়ক ২৯ রানে ২ উইকেট নেওয়া তিয়াগি।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে