ক্রীড়া ডেস্ক
কিংবদন্তি ডব্লিউ জি গ্রেস পরলোকে পাড়ি জমিয়েছেন ১৯১৫ সালে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে হাজার হাজার রান ও উইকেটের জন্য এখনো তিনি অমর। তাঁর একটি রেকর্ড টিকে ছিল ১৫৯ বছর। অবশেষে সেই রেকর্ডও ভেঙে দিলেন ১৬ বছর বয়সী ফারহান আহমেদ।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের সারে-নটিংহামশায়ার চার দিনের ম্যাচ গত রাতে শেষ হয়েছে। টুর্নামেন্টে ফারহান প্রতিনিধিত্ব করছেন সারের হয়ে। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়ার কাজ অনেকটাই সেরে রাখেন তিনি।ট্রেন্ট ব্রিজে গতকাল শেষ দিনে ভেঙে দিয়েছেন ক্রিকেট কিংবদন্তি গ্রেসের রেকর্ড। সারের মিডল অর্ডার ব্যাটার জর্ডান ক্লার্ককে ফিরিয়ে দশম উইকেট নিয়েছেন ফারহান। ১৬ বছর ১৯২ দিন বয়সে ব্রিটেনে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। এর আগে গ্রেস ১৮৬৫ সালে লন্ডনের ওভালে ৮৪ রানে নেন ১৩ উইকেট। ‘জেন্টেলম্যান অব দ্য সাউথে’র হয়ে যখন এই কীর্তি গড়েন, তখন তাঁর বয়স ছিল ১৬ বছর ৩৪০ দিন। গ্রেস খেলেছিলেন ‘প্লেয়ার্স অব সাউথের’ বিপক্ষে।
ওপার থেকে রেকর্ড ভাঙার কীর্তি দেখে হয়তো ১৬ বছর বয়সী কিশোর ফারহানকে আশীর্বাদ করেন গ্রেস। শুধু রেকর্ড ভাঙাই নয়। গ্রেস, ফারহানের মধ্যে মিলও খুঁজে পাওয়া গেছে। গ্রেস রেকর্ডটা গড়েন তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে। অন্যদিকে ফারহানের জন্য প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম ম্যাচ না খেললেও তাঁর অভিষেক হয়েছে নটিংহামশায়ারের হয়ে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফারহানের অভিজ্ঞতাও তেমন নয়। ১৬ বছর বয়সী এই কিশোর প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন দুই ম্যাচ। লিস্ট ‘এ’ তে খেলেছেন এক ম্যাচ। যুব টেস্টে খেলার অভিজ্ঞতা তিন ম্যাচের।
১৫৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেওয়া ফারহানের নটিংহামশায়ার অবশ্য জিততে পারেনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে। সারে-নটিংহামশায়ার ম্যাচ ড্র হয়েছে। যেখানে সারে প্রথম ইনিংসে ৫২৫ রানে অলআউট হয়েছে। নটিংহামশায়ার তাদের প্রথম ইনিংসে ৪০৫ রানে গুটিয়ে গেছে। তাতে দ্বিতীয় ইনিংসে নামার আগেই ১২০ রানের লিড পেয়ে যায় সারে। এরপর ৯ উইকেটে ১৭৭ রান করে ইনিংস ঘোষণা করে সারে। ২৯৮ রানের লক্ষ্যে নেমে কোনো উইকেট না হারিয়ে ১২১ রান করে নটিংহামশায়ার।
কিংবদন্তি ডব্লিউ জি গ্রেস পরলোকে পাড়ি জমিয়েছেন ১৯১৫ সালে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে হাজার হাজার রান ও উইকেটের জন্য এখনো তিনি অমর। তাঁর একটি রেকর্ড টিকে ছিল ১৫৯ বছর। অবশেষে সেই রেকর্ডও ভেঙে দিলেন ১৬ বছর বয়সী ফারহান আহমেদ।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের সারে-নটিংহামশায়ার চার দিনের ম্যাচ গত রাতে শেষ হয়েছে। টুর্নামেন্টে ফারহান প্রতিনিধিত্ব করছেন সারের হয়ে। প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়ার কাজ অনেকটাই সেরে রাখেন তিনি।ট্রেন্ট ব্রিজে গতকাল শেষ দিনে ভেঙে দিয়েছেন ক্রিকেট কিংবদন্তি গ্রেসের রেকর্ড। সারের মিডল অর্ডার ব্যাটার জর্ডান ক্লার্ককে ফিরিয়ে দশম উইকেট নিয়েছেন ফারহান। ১৬ বছর ১৯২ দিন বয়সে ব্রিটেনে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। এর আগে গ্রেস ১৮৬৫ সালে লন্ডনের ওভালে ৮৪ রানে নেন ১৩ উইকেট। ‘জেন্টেলম্যান অব দ্য সাউথে’র হয়ে যখন এই কীর্তি গড়েন, তখন তাঁর বয়স ছিল ১৬ বছর ৩৪০ দিন। গ্রেস খেলেছিলেন ‘প্লেয়ার্স অব সাউথের’ বিপক্ষে।
ওপার থেকে রেকর্ড ভাঙার কীর্তি দেখে হয়তো ১৬ বছর বয়সী কিশোর ফারহানকে আশীর্বাদ করেন গ্রেস। শুধু রেকর্ড ভাঙাই নয়। গ্রেস, ফারহানের মধ্যে মিলও খুঁজে পাওয়া গেছে। গ্রেস রেকর্ডটা গড়েন তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে। অন্যদিকে ফারহানের জন্য প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম ম্যাচ না খেললেও তাঁর অভিষেক হয়েছে নটিংহামশায়ারের হয়ে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফারহানের অভিজ্ঞতাও তেমন নয়। ১৬ বছর বয়সী এই কিশোর প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন দুই ম্যাচ। লিস্ট ‘এ’ তে খেলেছেন এক ম্যাচ। যুব টেস্টে খেলার অভিজ্ঞতা তিন ম্যাচের।
১৫৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেওয়া ফারহানের নটিংহামশায়ার অবশ্য জিততে পারেনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে। সারে-নটিংহামশায়ার ম্যাচ ড্র হয়েছে। যেখানে সারে প্রথম ইনিংসে ৫২৫ রানে অলআউট হয়েছে। নটিংহামশায়ার তাদের প্রথম ইনিংসে ৪০৫ রানে গুটিয়ে গেছে। তাতে দ্বিতীয় ইনিংসে নামার আগেই ১২০ রানের লিড পেয়ে যায় সারে। এরপর ৯ উইকেটে ১৭৭ রান করে ইনিংস ঘোষণা করে সারে। ২৯৮ রানের লক্ষ্যে নেমে কোনো উইকেট না হারিয়ে ১২১ রান করে নটিংহামশায়ার।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩৬ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে