ক্রীড়া ডেস্ক
সিরিজের প্রথম দুই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করলেও তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্ক লুইস পদ্ধতিতে ১১৯ রানের জয়ে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ভারত।
সেই সঙ্গে শিখর ধাওয়ানের নেতৃত্বে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়ার তরুণ দল। ক্যারিবিয়ান দ্বীপে ওয়ানডেতে এটি ভারতের সর্বোচ্চ রানের জয়। দ্বিপক্ষীয় লড়াইয়ে উইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ টানা ১২তম সিরিজও জিতল ভারত। অন্যদিকে এ বছরের জুন থেকে জুলাই পর্যন্ত টানা ৯ ওয়ানডেতে হেরেছে ক্যারিবিয়ানরা।
দুই দলের লড়াইটা বেশ পুরোনো। ১৯৮৩ সালে উইন্ডিজকে হারিয়ে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। তারপর থেকে ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বী তারা। একই বছর উইন্ডিজের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ শুরু করে ভারত। আর এবারই প্রথম তারা ক্যারিবিয়ান সফরে তিন ম্যাচের ওয়ানডেতে প্রথমবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল।
সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে জিততে হতো উইন্ডিজকে। কিন্তু এবার নিকোলাস পুরানের দল হেরেছে বাজেভাবে। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসের ২৪তম ওভারে বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচটি নামিয়ে আনা হয় ৪০ ওভারে। ৩৬ ওভারের সময় তাদের রান যখন ২২৫, তখন ফের বৃষ্টি নামে। এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেনি ভারত।
ডার্ক লুইস পদ্ধতিতে ৩৫ ওভারে উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। সেই রান তাড়া করতে নেমে ২৬ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় তারা। ব্রেন্ডন কিং ও পুরান ছাড়া স্বাগতিকদের আর কেউ বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। দুজনের ব্যাট থেকে আসে সমান ৪২ রান। ২২ রান করেন উইকেটরক্ষক-ওপেনার শাই হোপ। ভারতের হয়ে ৪ উইকেট নেন যুজুবেন্দ্র চাহাল।
টিম ইন্ডিয়াকে বড় সংগ্রহ এনে দেন তিন টপ-অর্ডার ব্যাটার। তবে আশা জাগিয়েও বৃষ্টির কারণে সেঞ্চুরি করতে পারেননি শুবমান গিল। ৯৮ বলে ৯৮ রানে অপরাজিত থাকতে হয় ২২ বছর বয়সী ওপেনারকে। জয় পেলেও প্রথম সেঞ্চুরি হাতছাড়া হয়ে যাওয়ার তিক্ত-মধুর স্বাদ পেতে হলো গিলকে।
সিরিজের প্রথম দুই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করলেও তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডার্ক লুইস পদ্ধতিতে ১১৯ রানের জয়ে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল ভারত।
সেই সঙ্গে শিখর ধাওয়ানের নেতৃত্বে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়ার তরুণ দল। ক্যারিবিয়ান দ্বীপে ওয়ানডেতে এটি ভারতের সর্বোচ্চ রানের জয়। দ্বিপক্ষীয় লড়াইয়ে উইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ টানা ১২তম সিরিজও জিতল ভারত। অন্যদিকে এ বছরের জুন থেকে জুলাই পর্যন্ত টানা ৯ ওয়ানডেতে হেরেছে ক্যারিবিয়ানরা।
দুই দলের লড়াইটা বেশ পুরোনো। ১৯৮৩ সালে উইন্ডিজকে হারিয়ে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। তারপর থেকে ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বী তারা। একই বছর উইন্ডিজের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ শুরু করে ভারত। আর এবারই প্রথম তারা ক্যারিবিয়ান সফরে তিন ম্যাচের ওয়ানডেতে প্রথমবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল।
সিরিজ বাঁচাতে হলে শেষ ম্যাচে জিততে হতো উইন্ডিজকে। কিন্তু এবার নিকোলাস পুরানের দল হেরেছে বাজেভাবে। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে টসে জিতে ব্যাটিংয়ে নামা ভারতের ইনিংসের ২৪তম ওভারে বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচটি নামিয়ে আনা হয় ৪০ ওভারে। ৩৬ ওভারের সময় তাদের রান যখন ২২৫, তখন ফের বৃষ্টি নামে। এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেনি ভারত।
ডার্ক লুইস পদ্ধতিতে ৩৫ ওভারে উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। সেই রান তাড়া করতে নেমে ২৬ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় তারা। ব্রেন্ডন কিং ও পুরান ছাড়া স্বাগতিকদের আর কেউ বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি। দুজনের ব্যাট থেকে আসে সমান ৪২ রান। ২২ রান করেন উইকেটরক্ষক-ওপেনার শাই হোপ। ভারতের হয়ে ৪ উইকেট নেন যুজুবেন্দ্র চাহাল।
টিম ইন্ডিয়াকে বড় সংগ্রহ এনে দেন তিন টপ-অর্ডার ব্যাটার। তবে আশা জাগিয়েও বৃষ্টির কারণে সেঞ্চুরি করতে পারেননি শুবমান গিল। ৯৮ বলে ৯৮ রানে অপরাজিত থাকতে হয় ২২ বছর বয়সী ওপেনারকে। জয় পেলেও প্রথম সেঞ্চুরি হাতছাড়া হয়ে যাওয়ার তিক্ত-মধুর স্বাদ পেতে হলো গিলকে।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে