ক্রীড়া ডেস্ক
বৃষ্টির কারণে বাংলাদেশ বনাম ভারতের কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। এরপর গত দুই দিনে হয়নি একটি বলও। আজ রোদ উঠেছে। হয়েছে খেলাও। হয়েছে রেকর্ডের পর রেকর্ড। পুরো দিনে খেলা হয়েছে ৮৫ ওভার। দুই দল মোট ১৮ উইকেট হারিয়ে করেছে মোট ৪৩৭ রান। ছয় মেরেছে ১২টি। এমন রোমাঞ্চকর দিনে কী কী রেকর্ড হলো, দেখে নেওয়া যাক—
১
ভারত ১০.১ ওভারে করে ১০৩ রান। টেস্টে এটিই দ্রুততম দলীয় শতক। এই কীর্তি আগেও ছিল ভারতের। গত বছর পোর্ট অব স্পেনে উইন্ডিজের বিপক্ষে ১২.২ ওভারে করেছিল ১০১ রান।
২
মুশফিকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ভারতের মাটিতে টেস্ট সেঞ্চুরি পেলেন মুমিনুল। কানপুরের গ্রিন পার্কে ২০ বছর পর কোনো সফরকারী দলের খেলোয়াড়ের এটি প্রথম সেঞ্চুরিও। এর আগে ২০০৪ সালে এই মাঠে সেঞ্চুরি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল।
৩
ভারত ৩ ওভারে করে ৫১ রান। টেস্টে এটিই এখন দ্রুততম দলীয় ফিফটি। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। এ বছর নটিংহামে উইন্ডিজের বিপক্ষে ৪.২ ওভারে এই কীর্তি গড়েছিল ইংলিশরা।
১৪.৩৪
জয়সওয়াল-রোহিত উদ্বোধনী জুটিতে করেছেন ৫৫ রান, যেটি এসেছে ২৩ বলে। রানরেট—১৪.৩৪। ১৯৯৮ সাল থেকে এফওডব্লু ডাটা সংরক্ষণের পর থেকে এটিই এখন এখন দ্রুততম ফিফটি রানের জুটি। আগের রেকর্ডটি ছিল ডাকেট-স্টোকসের। এ বছর উইন্ডিজের বিপক্ষে বার্মিংহামে ৪৪ বলে ৮৭ রানের জুটি গড়েন তাঁরা। রান রেট ছিল—১১.৮৬।
৯০
এ বছর ভারতীয় ব্যাটারদের ৮ টেস্টে মারা ছয়ের সংখ্যা। এক পঞ্জিকাবর্ষে টেস্টে এটিই বেশি ছয় মারার রেকর্ড কোনো দলের। আগের কীর্তিটি ছিল ইংল্যান্ডের। ২০২২ সালে ৮৯টি ছয় মেরেছিল তারা।
১৫০
কানপুর টেস্টে ভারত দলীয় ১৫০ রান পায় ২১.১ ওভারে। এটিই এখন দ্রুততম দলীয় দেড় শ রানের কীর্তি। আগের রেকর্ডটিও ছিল ভারতের। গত বছর পোর্ট অব স্পেনে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
২০০
টেস্টে দলীয় দ্রুততম ২০০ রানের কীর্তিটিও এখন ভারতের। বাংলাদেশের বিপক্ষে ২৮.১ ওভারে এই রেকর্ডটি করল তারা। এর আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার, ২০১৭ সালে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে।
৭১২
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেটসংখ্যা। তিন সংস্করণে বেশি উইকেটপ্রাপ্তির তালিকায় তিনি উঠে এলেন ১৫তম স্থানে। টপকে গেলেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিংকে (৭১১)।
২৭০০০
৪৭ রানের ইনিংস খেলার পথে নতুন রেকর্ড গড়েছেন কোহলি। এ নিয়ে তাঁর আন্তর্জাতিক রান দাঁড়াল—২৭০১২। দ্রুততম ব্যাটার হিসেবে ৫৯৪ ইনিংসে ২৭ হাজার রানের কীর্তি গড়লেন কোহলি। এই মাইলফলক ছুঁতে শচীনের লেগেছিল ৬২৩, সাঙ্গাকারার ৬৪৮ ও পন্টিংয়ের ৬৫০ ইনিংস।
৩০০০/৩০০
সপ্তম ভারতীয় হিসেবে টেস্টে ৩০০ উইকেট পেলেন রবীন্দ্র জাদেজা। অশ্বিন ও কপিল দেবকে ছাড়িয়ে এখন তিনিই ৩ হাজার রান ও ৩০০ উইকেটে নেওয়া দ্রুততম ভারতীয়।
বৃষ্টির কারণে বাংলাদেশ বনাম ভারতের কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। এরপর গত দুই দিনে হয়নি একটি বলও। আজ রোদ উঠেছে। হয়েছে খেলাও। হয়েছে রেকর্ডের পর রেকর্ড। পুরো দিনে খেলা হয়েছে ৮৫ ওভার। দুই দল মোট ১৮ উইকেট হারিয়ে করেছে মোট ৪৩৭ রান। ছয় মেরেছে ১২টি। এমন রোমাঞ্চকর দিনে কী কী রেকর্ড হলো, দেখে নেওয়া যাক—
১
ভারত ১০.১ ওভারে করে ১০৩ রান। টেস্টে এটিই দ্রুততম দলীয় শতক। এই কীর্তি আগেও ছিল ভারতের। গত বছর পোর্ট অব স্পেনে উইন্ডিজের বিপক্ষে ১২.২ ওভারে করেছিল ১০১ রান।
২
মুশফিকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ভারতের মাটিতে টেস্ট সেঞ্চুরি পেলেন মুমিনুল। কানপুরের গ্রিন পার্কে ২০ বছর পর কোনো সফরকারী দলের খেলোয়াড়ের এটি প্রথম সেঞ্চুরিও। এর আগে ২০০৪ সালে এই মাঠে সেঞ্চুরি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল।
৩
ভারত ৩ ওভারে করে ৫১ রান। টেস্টে এটিই এখন দ্রুততম দলীয় ফিফটি। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। এ বছর নটিংহামে উইন্ডিজের বিপক্ষে ৪.২ ওভারে এই কীর্তি গড়েছিল ইংলিশরা।
১৪.৩৪
জয়সওয়াল-রোহিত উদ্বোধনী জুটিতে করেছেন ৫৫ রান, যেটি এসেছে ২৩ বলে। রানরেট—১৪.৩৪। ১৯৯৮ সাল থেকে এফওডব্লু ডাটা সংরক্ষণের পর থেকে এটিই এখন এখন দ্রুততম ফিফটি রানের জুটি। আগের রেকর্ডটি ছিল ডাকেট-স্টোকসের। এ বছর উইন্ডিজের বিপক্ষে বার্মিংহামে ৪৪ বলে ৮৭ রানের জুটি গড়েন তাঁরা। রান রেট ছিল—১১.৮৬।
৯০
এ বছর ভারতীয় ব্যাটারদের ৮ টেস্টে মারা ছয়ের সংখ্যা। এক পঞ্জিকাবর্ষে টেস্টে এটিই বেশি ছয় মারার রেকর্ড কোনো দলের। আগের কীর্তিটি ছিল ইংল্যান্ডের। ২০২২ সালে ৮৯টি ছয় মেরেছিল তারা।
১৫০
কানপুর টেস্টে ভারত দলীয় ১৫০ রান পায় ২১.১ ওভারে। এটিই এখন দ্রুততম দলীয় দেড় শ রানের কীর্তি। আগের রেকর্ডটিও ছিল ভারতের। গত বছর পোর্ট অব স্পেনে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
২০০
টেস্টে দলীয় দ্রুততম ২০০ রানের কীর্তিটিও এখন ভারতের। বাংলাদেশের বিপক্ষে ২৮.১ ওভারে এই রেকর্ডটি করল তারা। এর আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার, ২০১৭ সালে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে।
৭১২
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেটসংখ্যা। তিন সংস্করণে বেশি উইকেটপ্রাপ্তির তালিকায় তিনি উঠে এলেন ১৫তম স্থানে। টপকে গেলেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিংকে (৭১১)।
২৭০০০
৪৭ রানের ইনিংস খেলার পথে নতুন রেকর্ড গড়েছেন কোহলি। এ নিয়ে তাঁর আন্তর্জাতিক রান দাঁড়াল—২৭০১২। দ্রুততম ব্যাটার হিসেবে ৫৯৪ ইনিংসে ২৭ হাজার রানের কীর্তি গড়লেন কোহলি। এই মাইলফলক ছুঁতে শচীনের লেগেছিল ৬২৩, সাঙ্গাকারার ৬৪৮ ও পন্টিংয়ের ৬৫০ ইনিংস।
৩০০০/৩০০
সপ্তম ভারতীয় হিসেবে টেস্টে ৩০০ উইকেট পেলেন রবীন্দ্র জাদেজা। অশ্বিন ও কপিল দেবকে ছাড়িয়ে এখন তিনিই ৩ হাজার রান ও ৩০০ উইকেটে নেওয়া দ্রুততম ভারতীয়।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
৪ মিনিট আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১২ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৫ ঘণ্টা আগে