ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টির নিয়মিত মুখ—মঈন আলী, হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, মার্ক উডদের মতো সিনিয়র ক্রিকেটাররা নেই ইংল্যান্ড দলে। তাঁদের ছাড়াই সাউদাম্পটনে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ইংল্যান্ড। বেশ কয়েক তারকা ক্রিকেটারকে ছাড়া ইংলিশরা মাঠে নামবে, কিছুটা স্বস্তি হয়তো অজি শিবিরে বিরাজ করার কথা।
ইংল্যান্ডের মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতলেও কখনো টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি অস্ট্রেলিয়ার। তারুণ্য নির্ভর ইংলিশদের বিপক্ষে সেই গেরো কাটার এবার দারুণ সুযোগ অভিজ্ঞ অজিদের সামনে।
ইংল্যান্ড সফরে সর্বশেষ ২০২০ সালে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে অস্ট্রেলিয়া। তার আগে ২০১৮ সালে ১-০,২০১৫ সালে ১-০,২০১৩ সালে ১-১ সমতা এবং ২০০৫ সালে ১-০ ব্যবধানে হেরেছিল তারা। নিজেদের দুর্গ সব সময়ই শক্তিশালী স্বাগতিকেরা। টি-টোয়েন্টির অতীত পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে না কোনো দলকেই। ২৪ বারের দেখায় ১১টি করে জয় ও হার দুই দলেরই। দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
অস্ট্রেলিয়া দলে নেই বোলিং আক্রমণের নেতা মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। তবে মার্শ, মার্কাস স্টয়নিস, জশ হেজলউড, ট্রাভিস হেড, টিম ডেভিডদের নিয়ে বেশ শক্তিশালী দল তারা। বিপরীতে জর্ডান কক্স, জশ হুল, উইল জ্যাকসদের মতো তরুণদের সঙ্গে জস বাটলার, জফরা আর্চার, লিয়াম লিভিংস্টোনরা রয়েছেন ইংল্যান্ড দলে।
টি-টোয়েন্টির নিয়মিত মুখ—মঈন আলী, হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, মার্ক উডদের মতো সিনিয়র ক্রিকেটাররা নেই ইংল্যান্ড দলে। তাঁদের ছাড়াই সাউদাম্পটনে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ইংল্যান্ড। বেশ কয়েক তারকা ক্রিকেটারকে ছাড়া ইংলিশরা মাঠে নামবে, কিছুটা স্বস্তি হয়তো অজি শিবিরে বিরাজ করার কথা।
ইংল্যান্ডের মাঠে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতলেও কখনো টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি অস্ট্রেলিয়ার। তারুণ্য নির্ভর ইংলিশদের বিপক্ষে সেই গেরো কাটার এবার দারুণ সুযোগ অভিজ্ঞ অজিদের সামনে।
ইংল্যান্ড সফরে সর্বশেষ ২০২০ সালে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে অস্ট্রেলিয়া। তার আগে ২০১৮ সালে ১-০,২০১৫ সালে ১-০,২০১৩ সালে ১-১ সমতা এবং ২০০৫ সালে ১-০ ব্যবধানে হেরেছিল তারা। নিজেদের দুর্গ সব সময়ই শক্তিশালী স্বাগতিকেরা। টি-টোয়েন্টির অতীত পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে না কোনো দলকেই। ২৪ বারের দেখায় ১১টি করে জয় ও হার দুই দলেরই। দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
অস্ট্রেলিয়া দলে নেই বোলিং আক্রমণের নেতা মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। তবে মার্শ, মার্কাস স্টয়নিস, জশ হেজলউড, ট্রাভিস হেড, টিম ডেভিডদের নিয়ে বেশ শক্তিশালী দল তারা। বিপরীতে জর্ডান কক্স, জশ হুল, উইল জ্যাকসদের মতো তরুণদের সঙ্গে জস বাটলার, জফরা আর্চার, লিয়াম লিভিংস্টোনরা রয়েছেন ইংল্যান্ড দলে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩৩ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে