ক্রীড়া ডেস্ক
ক্রাইস্টচার্চে শেষ টেস্টে টম লাথামের ডাবল সেঞ্চুরি এবং ডেভন কনওয়ের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫২১ রান সংগ্রহ করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে দিশেহারা বাংলাদেশ। ২৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় মুমিনুল হকের দল। ফলোঅন এড়াতে বাংলাদেশের দরকার আরও ২৯৫ রান।
কিউইদের রান পাহাড় মাথায় নিয়ে বাংলাদেশের শুরুটা যাচ্ছেতাই। ইনিংসেই দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে লাথামের হাতে ক্যাচ দেন সাদমান ইসলাম (৭)। পরের ওভারে টিম সাউদির শিকার মোহাম্মদ নাইম। অভিষিক্ত এই বাঁহাতি ব্যাটার রানের খাতা খুলতে পারেননি। সুবিধা করতে পারেনি নাজমুল হাসান শান্তও। ব্যক্তিগত চার রান করে তিনিও বোল্টের বলে লাথামের হাতে ক্যাচ দিয়েছেন। বোল্ট-সাউদি-বোল্টের পর সাউদি এবার তুলে নেন মুমিনুলকে। শান্তর মতো টেস্ট অধিনায়কও ফিরেছেন ০ রানে।
দলীয় ১১ রানের গেরোতেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। পঞ্চম উইকেটে লিটন দাস আর ইয়াসির রাব্বি যখন প্রতিরোধের চেষ্টা করছেন তখন আবারও চক্রাকারে হন্তারক হয়ে আসেন বোল্ট। দলীয় ২৭ রানে বোল্টের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন (৮)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৪। উইকেটে রাব্বির সঙ্গে আছেন নুরুল হাসান সোহান।
এর আগে আগেরদিন ১ উইকেটে ৩৪৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে নিউজিল্যান্ড। আজ ৫ উইকেট হারালেও, স্কোরবোর্ডে যোগ করে ১৭২ রান। সেটিও ৩৮.৫ ওভারেই। বাংলাদেশের পক্ষে ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট। অন্যটি নেন মুমিনুল।
ক্রাইস্টচার্চে শেষ টেস্টে টম লাথামের ডাবল সেঞ্চুরি এবং ডেভন কনওয়ের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫২১ রান সংগ্রহ করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে দিশেহারা বাংলাদেশ। ২৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় মুমিনুল হকের দল। ফলোঅন এড়াতে বাংলাদেশের দরকার আরও ২৯৫ রান।
কিউইদের রান পাহাড় মাথায় নিয়ে বাংলাদেশের শুরুটা যাচ্ছেতাই। ইনিংসেই দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে লাথামের হাতে ক্যাচ দেন সাদমান ইসলাম (৭)। পরের ওভারে টিম সাউদির শিকার মোহাম্মদ নাইম। অভিষিক্ত এই বাঁহাতি ব্যাটার রানের খাতা খুলতে পারেননি। সুবিধা করতে পারেনি নাজমুল হাসান শান্তও। ব্যক্তিগত চার রান করে তিনিও বোল্টের বলে লাথামের হাতে ক্যাচ দিয়েছেন। বোল্ট-সাউদি-বোল্টের পর সাউদি এবার তুলে নেন মুমিনুলকে। শান্তর মতো টেস্ট অধিনায়কও ফিরেছেন ০ রানে।
দলীয় ১১ রানের গেরোতেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। পঞ্চম উইকেটে লিটন দাস আর ইয়াসির রাব্বি যখন প্রতিরোধের চেষ্টা করছেন তখন আবারও চক্রাকারে হন্তারক হয়ে আসেন বোল্ট। দলীয় ২৭ রানে বোল্টের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন (৮)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৪। উইকেটে রাব্বির সঙ্গে আছেন নুরুল হাসান সোহান।
এর আগে আগেরদিন ১ উইকেটে ৩৪৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে নিউজিল্যান্ড। আজ ৫ উইকেট হারালেও, স্কোরবোর্ডে যোগ করে ১৭২ রান। সেটিও ৩৮.৫ ওভারেই। বাংলাদেশের পক্ষে ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট। অন্যটি নেন মুমিনুল।
২০২৪ দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী পরশু থেকে শুরু হওয়ার কথা দৃষ্টিহীন ক্রিকেটারদের চতুর্থ বিশ্বকাপ। তবে এই বিশ্বকাপ হবে পাকিস্তানে।
৩৩ মিনিট আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এবার জাতীয় দলের ব্যর্থতা এবং খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বিশেষ করে জাতীয় লিগের পারফরম্যান্স আর আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের মধ্যে ব্যবধান নিয়ে চলছে বিস্তর সমালোচনা।
৩ ঘণ্টা আগেআগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। আজ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
৫ ঘণ্টা আগে২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ সমীকরণ। ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে হবে ৩-০ ব্যবধানে। এই লক্ষ্য পূরণ হলেই বাছাইপর্ব এড়ানোর সুযোগ পাবে বাংলাদেশ..
৫ ঘণ্টা আগে