ক্রীড়া ডেস্ক
লাল বলে আর আগুন ঝরাতে দেখা যাবে না নিল ওয়াগনারকে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ৩৭ বছর বয়সী কিউই পেসার। ১২ বছরের টেস্ট ক্যারিয়ারে ব্ল্যাক ক্যাপদের হয়ে ৬৪ টেস্ট খেলেছেন তিনি। জিতেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা। তিনি শুধু টেস্টই খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে।
আগামী বৃহস্পতিবার থেকে ওয়েলিংটনে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ। এই সিরিজের স্কোয়াডে ছিলেন ওয়াগনর। কিন্তু অবসরের ঘোষণা দেওয়ায় প্রথম টেস্টে দেখা যাবে না তাঁকে। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে তাঁকে ছেড়ে দেওয়া হবে নিউজিল্যান্ড ক্যাম্প থেকে।
কিউইদের হয়ে সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারির তালিকায় ৫ নম্বরে আছেন ওয়াগনার। ব্ল্যাক ক্যাপদের হয়ে টেস্টে ১০০ উইকেটশি কারির মধ্যে স্যার রিচার্ড হাডলির পরে সবচেয়ে কম স্ট্রাইক রেট (৫২.৭) তাঁর।
হঠাৎ করে অবসর নেওয়ার প্রসঙ্গে ওয়াগনার জানান, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তাঁর জন্য। একটি সপ্তাহ বেশ আবেগে কেটেছে। তবে মনে করেন, বিদায়ের এটিই সঠিক সময়। অবসরের ঘোষণা দিতে গিয়ে ওয়াগনার বলেন, ‘এমন কিছু থেকে সরে দাঁড়ানো সহজ ছিল না সেখানে আপনি অনেক কিছু দিয়েছেন। তবে সামনে পা বাড়ানো এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন এটি অন্যদের সময়। আমি ব্ল্যাক ক্যাপদের হয়ে টেস্ট ক্রিকেটের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং দলের হয়ে যা কিছু অর্জনে সক্ষম হয়েছি, সেই সবকিছুর জন্য আমি গর্বিত।’
লাল বলে আর আগুন ঝরাতে দেখা যাবে না নিল ওয়াগনারকে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ৩৭ বছর বয়সী কিউই পেসার। ১২ বছরের টেস্ট ক্যারিয়ারে ব্ল্যাক ক্যাপদের হয়ে ৬৪ টেস্ট খেলেছেন তিনি। জিতেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা। তিনি শুধু টেস্টই খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে।
আগামী বৃহস্পতিবার থেকে ওয়েলিংটনে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ। এই সিরিজের স্কোয়াডে ছিলেন ওয়াগনর। কিন্তু অবসরের ঘোষণা দেওয়ায় প্রথম টেস্টে দেখা যাবে না তাঁকে। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে তাঁকে ছেড়ে দেওয়া হবে নিউজিল্যান্ড ক্যাম্প থেকে।
কিউইদের হয়ে সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারির তালিকায় ৫ নম্বরে আছেন ওয়াগনার। ব্ল্যাক ক্যাপদের হয়ে টেস্টে ১০০ উইকেটশি কারির মধ্যে স্যার রিচার্ড হাডলির পরে সবচেয়ে কম স্ট্রাইক রেট (৫২.৭) তাঁর।
হঠাৎ করে অবসর নেওয়ার প্রসঙ্গে ওয়াগনার জানান, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তাঁর জন্য। একটি সপ্তাহ বেশ আবেগে কেটেছে। তবে মনে করেন, বিদায়ের এটিই সঠিক সময়। অবসরের ঘোষণা দিতে গিয়ে ওয়াগনার বলেন, ‘এমন কিছু থেকে সরে দাঁড়ানো সহজ ছিল না সেখানে আপনি অনেক কিছু দিয়েছেন। তবে সামনে পা বাড়ানো এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন এটি অন্যদের সময়। আমি ব্ল্যাক ক্যাপদের হয়ে টেস্ট ক্রিকেটের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং দলের হয়ে যা কিছু অর্জনে সক্ষম হয়েছি, সেই সবকিছুর জন্য আমি গর্বিত।’
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৫ ঘণ্টা আগে