নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর টেস্টের প্রথম দিনে কাল পড়েছে ১৬ উইকেট, আজ সেখানে সারা দিনে ৭ উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ১০৬, দক্ষিণ আফ্রিকা সেখানে ৩০৮। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ১০১ রান তুলে, এখনো পিছিয়ে ১০১ রানে। বাংলাদেশ কী লক্ষ্য নিয়ে কাল তৃতীয় দিন শুরু করবে?
মিরপুর টেস্টের যে গতিবিধি, তাতে আরেকটি হারের চোখ রাঙানি বাংলাদেশের সামনে। তবু হাসান মাহমুদ আশাবাদী, অন্তত ২০০ রানের একটা লিড হলে কাল প্রোটিয়াদের বিপক্ষে দারুণ কিছু সম্ভব হতে পারে। দিনের খেলা শেষে আজ সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ দলের তরুণ ফাস্ট বোলার বললেন, ‘আমরা মনে ২০০ + রানের লক্ষ্য দিতে পারলে আমরা পারব ইনশা আল্লাহ।’
২০০ রানের লিড দিতে হলে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ৪০০-এর বেশি রান করতে হবে। যে দলের ব্যাটিং তাসের ঘরের সঙ্গে তুলনীয়, তারা কি পারবে এই কঠিন কাজ করতে? এই চ্যালেঞ্জ উতরে যেতে হাসানের কাছে সহজ সূত্র, ‘আমরা যদি তিন সেশন ব্যাটিং করতে পারি, তাহলে সম্ভব। দুই-আড়াই সেশন ব্যাটিং করলেও আমরা ৪০০ রানের কাছাকাছি যেতে পারব।’ সেটা যেতেও বাংলাদেশকে অন্তত দুই সেশন ব্যাটিং করতে হবে। জয়-মুশফিকেরা আদৌ পারবেন? হাসানের সংক্ষিপ্ত উত্তর, ‘সম্ভব।’
বাংলাদেশ যেভাবে মিরপুর টেস্টের উইকেট পড়েছিল, সেটা যে খেলার সঙ্গে মেলেনি এখনো—প্রথম দুই দিনে পেসারদের সাফল্যই তা বলে দিচ্ছে। এখনো পর্যন্ত যে ২৩টি উইকেট পড়েছে, এর ১১টিই পেসারদের। বাংলাদেশের বোলারদের মধ্যে আজ সবচেয়ে সফল ওই সবেধন নীলমণি হাসান, নিয়েছেন ৩ উইকেট। তাহলে বাংলাদেশ মাত্র এক পেসার নিয়ে খেলছে কেন? এ ম্যাচে কি আরেকটি পেসার দরকার ছিল বাংলাদেশ একাদশে?
হাসান এ প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চাইলেন, ‘সব বোলারের দায়িত্ব একই থাকে—উইকেট নেওয়া। আমাকে যেহেতু নেওয়া হয়েছে, হোক একটা পেসার। দুইটা পেসার। আমার কাজ কীভাবে উইকেটশিকারি ডেলিভারি করা। উইকেট টু উইকেট বল করা। আমার কাছে এটা ব্যাপার না যে একটা পেসার খেলালে ভালো হতো। দুটি খেলালে ভালো হতো। এটা সম্পূর্ণ তাদের (একাদশ নির্বাচন যারা করেন) বিষয়।’
এক পেসারের প্রসঙ্গ বারবার আসায় শেষে হাসান এক রসাল উত্তর দিয়ে সংবাদ সম্মেলন কক্ষ ছাড়লেন, ‘দুই পাশ থেকেই আমি করলে আরও ভালো হতো!’
মিরপুর টেস্টের প্রথম দিনে কাল পড়েছে ১৬ উইকেট, আজ সেখানে সারা দিনে ৭ উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ১০৬, দক্ষিণ আফ্রিকা সেখানে ৩০৮। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ১০১ রান তুলে, এখনো পিছিয়ে ১০১ রানে। বাংলাদেশ কী লক্ষ্য নিয়ে কাল তৃতীয় দিন শুরু করবে?
মিরপুর টেস্টের যে গতিবিধি, তাতে আরেকটি হারের চোখ রাঙানি বাংলাদেশের সামনে। তবু হাসান মাহমুদ আশাবাদী, অন্তত ২০০ রানের একটা লিড হলে কাল প্রোটিয়াদের বিপক্ষে দারুণ কিছু সম্ভব হতে পারে। দিনের খেলা শেষে আজ সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ দলের তরুণ ফাস্ট বোলার বললেন, ‘আমরা মনে ২০০ + রানের লক্ষ্য দিতে পারলে আমরা পারব ইনশা আল্লাহ।’
২০০ রানের লিড দিতে হলে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ৪০০-এর বেশি রান করতে হবে। যে দলের ব্যাটিং তাসের ঘরের সঙ্গে তুলনীয়, তারা কি পারবে এই কঠিন কাজ করতে? এই চ্যালেঞ্জ উতরে যেতে হাসানের কাছে সহজ সূত্র, ‘আমরা যদি তিন সেশন ব্যাটিং করতে পারি, তাহলে সম্ভব। দুই-আড়াই সেশন ব্যাটিং করলেও আমরা ৪০০ রানের কাছাকাছি যেতে পারব।’ সেটা যেতেও বাংলাদেশকে অন্তত দুই সেশন ব্যাটিং করতে হবে। জয়-মুশফিকেরা আদৌ পারবেন? হাসানের সংক্ষিপ্ত উত্তর, ‘সম্ভব।’
বাংলাদেশ যেভাবে মিরপুর টেস্টের উইকেট পড়েছিল, সেটা যে খেলার সঙ্গে মেলেনি এখনো—প্রথম দুই দিনে পেসারদের সাফল্যই তা বলে দিচ্ছে। এখনো পর্যন্ত যে ২৩টি উইকেট পড়েছে, এর ১১টিই পেসারদের। বাংলাদেশের বোলারদের মধ্যে আজ সবচেয়ে সফল ওই সবেধন নীলমণি হাসান, নিয়েছেন ৩ উইকেট। তাহলে বাংলাদেশ মাত্র এক পেসার নিয়ে খেলছে কেন? এ ম্যাচে কি আরেকটি পেসার দরকার ছিল বাংলাদেশ একাদশে?
হাসান এ প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চাইলেন, ‘সব বোলারের দায়িত্ব একই থাকে—উইকেট নেওয়া। আমাকে যেহেতু নেওয়া হয়েছে, হোক একটা পেসার। দুইটা পেসার। আমার কাজ কীভাবে উইকেটশিকারি ডেলিভারি করা। উইকেট টু উইকেট বল করা। আমার কাছে এটা ব্যাপার না যে একটা পেসার খেলালে ভালো হতো। দুটি খেলালে ভালো হতো। এটা সম্পূর্ণ তাদের (একাদশ নির্বাচন যারা করেন) বিষয়।’
এক পেসারের প্রসঙ্গ বারবার আসায় শেষে হাসান এক রসাল উত্তর দিয়ে সংবাদ সম্মেলন কক্ষ ছাড়লেন, ‘দুই পাশ থেকেই আমি করলে আরও ভালো হতো!’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩১ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে