ক্রীড়া ডেস্ক
অ্যান্টিগা টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের জয় রুখে দিয়েছেন জেসন হোল্ডার আর এনক্রুমা বোনার। এ দুই ব্যাটারের প্রতিরোধে জয়ের সম্ভাবনা জাগিয়েও ড্র নিয়ে মাঠে ছেড়েছে জো রুটের দল।
শেষ দিনে দুই সেশন হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় ইংল্যান্ড। দিনের খেলা তখন বাকি ৭১ ওভার। লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ বোলারদের তোপে ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকেরা। এরপর পঞ্চম উইকেটে জুটি বাঁধেন হোল্ডার ও বোনার। ২১৫ বলে ৮০ রানের জুটি গড়ে দিনের বাকি ওভার নিরাপদে পার করে দেন এই দুই মিডল অর্ডার ব্যাটার।
এর আগে ১ উইকেটে ২১৭ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ইংল্যান্ড। শেষ দিনে এক সেশনের কিছু কম সময় ব্যাটিং করে ২৫ ওভারে ১৩২ রান যোগ করে তারা। মধ্যাহ্ন বিরতির আগে ৭ উইকেটে ৩৪৯ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ক্যারিয়ারের ২৪তম টেস্ট সেঞ্চুরিতে ১০৯ রান করেন অধিনায়ক জো রুট। প্রায় দেড় বছর পর সেঞ্চুরির দেখা পাওয়া জ্যাক ক্রলি থেমেছেন ১২১ রানে।
৭১ ওভারে ২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ড্রয়ের পথেই এগোচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ৫৯ রানে প্রথম উইকেট হারানোর পর দ্রুত আরও ৩ উইকেট পড়লে হার চোখ রাঙাতে শুরু করে। পরে হোল্ডার-বোনারের শক্ত প্রতিরোধে ইংলিশদের হতাশ করে ম্যাচ বাঁচায় উইন্ডিজ।
তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি ১৬ মার্চ ব্রিজটাউনে শুরু হবে। আর সিরিজের শেষ টেস্ট শুরু হবে ২৪ মার্চ।
অ্যান্টিগা টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের জয় রুখে দিয়েছেন জেসন হোল্ডার আর এনক্রুমা বোনার। এ দুই ব্যাটারের প্রতিরোধে জয়ের সম্ভাবনা জাগিয়েও ড্র নিয়ে মাঠে ছেড়েছে জো রুটের দল।
শেষ দিনে দুই সেশন হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় ইংল্যান্ড। দিনের খেলা তখন বাকি ৭১ ওভার। লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ বোলারদের তোপে ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকেরা। এরপর পঞ্চম উইকেটে জুটি বাঁধেন হোল্ডার ও বোনার। ২১৫ বলে ৮০ রানের জুটি গড়ে দিনের বাকি ওভার নিরাপদে পার করে দেন এই দুই মিডল অর্ডার ব্যাটার।
এর আগে ১ উইকেটে ২১৭ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ইংল্যান্ড। শেষ দিনে এক সেশনের কিছু কম সময় ব্যাটিং করে ২৫ ওভারে ১৩২ রান যোগ করে তারা। মধ্যাহ্ন বিরতির আগে ৭ উইকেটে ৩৪৯ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ক্যারিয়ারের ২৪তম টেস্ট সেঞ্চুরিতে ১০৯ রান করেন অধিনায়ক জো রুট। প্রায় দেড় বছর পর সেঞ্চুরির দেখা পাওয়া জ্যাক ক্রলি থেমেছেন ১২১ রানে।
৭১ ওভারে ২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ড্রয়ের পথেই এগোচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ৫৯ রানে প্রথম উইকেট হারানোর পর দ্রুত আরও ৩ উইকেট পড়লে হার চোখ রাঙাতে শুরু করে। পরে হোল্ডার-বোনারের শক্ত প্রতিরোধে ইংলিশদের হতাশ করে ম্যাচ বাঁচায় উইন্ডিজ।
তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি ১৬ মার্চ ব্রিজটাউনে শুরু হবে। আর সিরিজের শেষ টেস্ট শুরু হবে ২৪ মার্চ।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এবার জাতীয় দলের ব্যর্থতা এবং খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বিশেষ করে জাতীয় লিগের পারফরম্যান্স আর আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের মধ্যে ব্যবধান নিয়ে চলছে বিস্তর সমালোচনা।
১ ঘণ্টা আগেআগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। আজ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে গুরুত্বপূর্ণ সমীকরণ। ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে হবে ৩-০ ব্যবধানে। এই লক্ষ্য পূরণ হলেই বাছাইপর্ব এড়ানোর সুযোগ পাবে বাংলাদেশ..
৩ ঘণ্টা আগে