ক্রীড়া ডেস্ক
চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে এবারের আইপিএলে কী দুর্দান্ত শুরুই না করেছিলেন মোস্তাফিজুর রহমান। স্লোয়ার ও কাটারে পরে আরও বেশ কয়েক ম্যাচে ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন বাংলাদেশি পেসার। কিন্তু সবশেষ তিন ম্যাচে নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি।
গতকাল তো ঘরের মাঠ চিপকে ‘নায়ক’ হওয়ার সুযোগ পেয়ে ‘খল নায়ক’ বনে গেছেন মোস্তাফিজ। শেষ ওভারে ১৭ রান ডিফেন্ড করতে এসে ২ বল বাকি থাকতেই চেন্নাইকে পরাজয়ের হতাশায় ডুবিয়েছেন তিনি। তাঁর এমন বোলিংয়ে সমালোচনার ঝড় বইছে। তবে অনেকে ২৮ বছর বয়সী পেসারকে ম্যাচ হারার দোষ দিলেও খালেদ মাহমুদ সুজন দিচ্ছেন না। উল্টো তাঁর পাশেই দাঁড়িয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান।
মোস্তাফিজের উত্থান–পতন নিয়ে সুজন বলেছেন, ‘খেলোয়াড় বাদ দেন সাধারণ মানুষের জীবনেই উত্থান-পতন থাকে। এটা খুবই স্বাভাবিক ঘটনা। মোস্তাফিজ একজন প্রমাণিত আন্তর্জাতিক খেলোয়াড়। ভালো করবে খারাপ করবে এ রকম সময় আসবেই। তাঁকে আমাদের সমর্থন করতে হবে। মোস্তাফিজ একা ম্যাচ জেতাবে তাহলে তো বাংলাদেশের আর কোনো পেসারের দরকার ছিল না, মোস্তাফিজ খেললেই হতো।’
চেন্নাই ম্যাচ হেরে যাওয়ায় তাই মোস্তাফিজকে দোষ দেওয়ার কিছু নেই বলে জানিয়েছেন সুজন। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই দল হিসেবে খেললে একদিন মোস্তাফিজের খারাপ দিন যাবে কিংবা তাসকিন-শরিফুলের যাবে। কিন্তু দল হিসেবে যখন আমরা ম্যাচ জিতব তখন ওই খারাপটাকে খারাপ বলা যাবে না।মোস্তাফিজকে সবাই দোষ দিলেও আমি কোনোভাবেই দিই না। এটা খেলার অংশ। তখন স্টয়নিস যেভাবে মারছিল স্বাভাবিকভাবেই তখন যেকোনো বোলারের ক্ষেত্রেই সেটা ঘটতে পারত।’
শিশিরের কারণে গতকাল চেন্নাই-লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচে বোলিং করতে বেশ ভুগছিলেন চেন্নাইয়ের বোলাররা। সেদিকেই ইঙ্গিত করেই সুজন বলেছেন, ‘মোস্তাফিজ যে ম্যাচগুলো জিতিয়েছে, সে সব দারুণ ছিল সেটাও মানতে হবে। সে রকম খেলোয়াড়দের ভালো-খারাপ দিন থাকবেই। উইকেটের সঙ্গে হয়তো সে মানিয়ে নিতে পারেনি। বলটা হয়তো গ্রিপ করতে পারেনি। এটা হতেই পারে। তবে মোস্তাফিজকে সতর্ক থাকতে হবে। এটা আমার কথা।’
আর কোন উইকেটে কোন বল করতে হবে সেটা মাথায় রাখার পরামর্শও দিয়েছেন নিজের উত্তরসূরি মোস্তাফিজকে। সুজন বলেছেন, ‘যখন উইকেট ফ্ল্যাট থাকবে তখন তার সেরা বলটা কী হওয়া উচিত সেটা ভাবতে হবে। যে উইকেটে বল গ্রিপ করবে সেখানে মোস্তাফিজ ভয়ংকর বোলার। তার মতো ভয়ংকর বোলার আর তখন কেউ নেই। কিন্তু যখন উইকেট বেশি ফ্ল্যাট হয়ে যাবে তখনো ওকে সেটা এখন থেকেই... নিশ্চয়ই সে চিন্তা করে ওর কিছু আছে। এসবে তার মনোযোগী হতে হবে। আমি অবশ্য তাকে নিয়ে চিন্তিত নই।’
মোস্তাফিজকে বাংলাদেশের বড় সম্পদ বলে সুজন আরও বলেছেন, ‘জানি মোস্তাফিজ বাংলাদেশের জন্য বড় এক সম্পদ। বাংলাদেশকে ম্যাচ জেতাতে সেটা আমি সব সময় বিশ্বাস করি। এর আগেও বাংলাদেশকে অনেক ম্যাচ জিতেয়েছে। এবং আমি মনে করি ভবিষ্যতেও বাংলাদেশের জন্য ভালো কিছু করবে।’
চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে এবারের আইপিএলে কী দুর্দান্ত শুরুই না করেছিলেন মোস্তাফিজুর রহমান। স্লোয়ার ও কাটারে পরে আরও বেশ কয়েক ম্যাচে ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন বাংলাদেশি পেসার। কিন্তু সবশেষ তিন ম্যাচে নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি।
গতকাল তো ঘরের মাঠ চিপকে ‘নায়ক’ হওয়ার সুযোগ পেয়ে ‘খল নায়ক’ বনে গেছেন মোস্তাফিজ। শেষ ওভারে ১৭ রান ডিফেন্ড করতে এসে ২ বল বাকি থাকতেই চেন্নাইকে পরাজয়ের হতাশায় ডুবিয়েছেন তিনি। তাঁর এমন বোলিংয়ে সমালোচনার ঝড় বইছে। তবে অনেকে ২৮ বছর বয়সী পেসারকে ম্যাচ হারার দোষ দিলেও খালেদ মাহমুদ সুজন দিচ্ছেন না। উল্টো তাঁর পাশেই দাঁড়িয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান।
মোস্তাফিজের উত্থান–পতন নিয়ে সুজন বলেছেন, ‘খেলোয়াড় বাদ দেন সাধারণ মানুষের জীবনেই উত্থান-পতন থাকে। এটা খুবই স্বাভাবিক ঘটনা। মোস্তাফিজ একজন প্রমাণিত আন্তর্জাতিক খেলোয়াড়। ভালো করবে খারাপ করবে এ রকম সময় আসবেই। তাঁকে আমাদের সমর্থন করতে হবে। মোস্তাফিজ একা ম্যাচ জেতাবে তাহলে তো বাংলাদেশের আর কোনো পেসারের দরকার ছিল না, মোস্তাফিজ খেললেই হতো।’
চেন্নাই ম্যাচ হেরে যাওয়ায় তাই মোস্তাফিজকে দোষ দেওয়ার কিছু নেই বলে জানিয়েছেন সুজন। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই দল হিসেবে খেললে একদিন মোস্তাফিজের খারাপ দিন যাবে কিংবা তাসকিন-শরিফুলের যাবে। কিন্তু দল হিসেবে যখন আমরা ম্যাচ জিতব তখন ওই খারাপটাকে খারাপ বলা যাবে না।মোস্তাফিজকে সবাই দোষ দিলেও আমি কোনোভাবেই দিই না। এটা খেলার অংশ। তখন স্টয়নিস যেভাবে মারছিল স্বাভাবিকভাবেই তখন যেকোনো বোলারের ক্ষেত্রেই সেটা ঘটতে পারত।’
শিশিরের কারণে গতকাল চেন্নাই-লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচে বোলিং করতে বেশ ভুগছিলেন চেন্নাইয়ের বোলাররা। সেদিকেই ইঙ্গিত করেই সুজন বলেছেন, ‘মোস্তাফিজ যে ম্যাচগুলো জিতিয়েছে, সে সব দারুণ ছিল সেটাও মানতে হবে। সে রকম খেলোয়াড়দের ভালো-খারাপ দিন থাকবেই। উইকেটের সঙ্গে হয়তো সে মানিয়ে নিতে পারেনি। বলটা হয়তো গ্রিপ করতে পারেনি। এটা হতেই পারে। তবে মোস্তাফিজকে সতর্ক থাকতে হবে। এটা আমার কথা।’
আর কোন উইকেটে কোন বল করতে হবে সেটা মাথায় রাখার পরামর্শও দিয়েছেন নিজের উত্তরসূরি মোস্তাফিজকে। সুজন বলেছেন, ‘যখন উইকেট ফ্ল্যাট থাকবে তখন তার সেরা বলটা কী হওয়া উচিত সেটা ভাবতে হবে। যে উইকেটে বল গ্রিপ করবে সেখানে মোস্তাফিজ ভয়ংকর বোলার। তার মতো ভয়ংকর বোলার আর তখন কেউ নেই। কিন্তু যখন উইকেট বেশি ফ্ল্যাট হয়ে যাবে তখনো ওকে সেটা এখন থেকেই... নিশ্চয়ই সে চিন্তা করে ওর কিছু আছে। এসবে তার মনোযোগী হতে হবে। আমি অবশ্য তাকে নিয়ে চিন্তিত নই।’
মোস্তাফিজকে বাংলাদেশের বড় সম্পদ বলে সুজন আরও বলেছেন, ‘জানি মোস্তাফিজ বাংলাদেশের জন্য বড় এক সম্পদ। বাংলাদেশকে ম্যাচ জেতাতে সেটা আমি সব সময় বিশ্বাস করি। এর আগেও বাংলাদেশকে অনেক ম্যাচ জিতেয়েছে। এবং আমি মনে করি ভবিষ্যতেও বাংলাদেশের জন্য ভালো কিছু করবে।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে