নিজস্ব প্রতিবেদক, হায়দরাবাদ থেকে
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। দুই ম্যাচে হার শুধু নয়, প্রত্যাশিত লড়াইটাও দেখা যায়নি শান্তদের কাছ থেকে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের এমন পারফরম্যান্স নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস দেখতে বলছেন ভিন্নভাবে, এই সিরিজের ব্যর্থতার চেয়ে পুরো বছরের অর্জনগুলোকে বড় করে দেখা উচিত।
সিরিজের শেষ টি-টোয়েন্টির আগে আজ হায়দরাবাদে সংবাদ সম্মেলনে পোথাস বলেন, ‘শেখার বা প্রস্তুতির শেষ নেই। আমরা এখনো শেখার মধ্যে আছি। আপনি যখন শিখবেন না, তখনই সমস্যা শুরু হবে। বাংলাদেশ এ বছর বেশ উন্নতি করেছে। এ সিজনে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে হারিয়েছে। পাকিস্তানে ভালো ক্রিকেট খেলেছে, যা প্রত্যাশিত ছিল না শুরুতে কারও জন্যই। এই বছর বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপে একাধিক ম্যাচ জেতার পাশাপাশি সুপার এইটে খেলেছে। এটা উন্নতির বাহক।’
২০২১ সালে তিন সংস্কার মিলিয়ে ২৭ ম্যাচে ১১টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ২০২২ সালে ২১ ম্যাচে ৬টিতে জিতেছিল। ২০২৩ সালে ১৪ ম্যাচে ১০টি জয়। যদিও ২০২৪ সালে এসে ২০ ম্যাচে মাত্র ৯টি ম্যাচে জয় পেয়েছে। তারপরও বাংলাদেশের উন্নতিকে বড় করে দেখছেন বাংলাদেশের সহকারী কোচ। পোথাস বলেন, ‘আপনি সব সময় বড় বড় দলের সঙ্গে খেলার সুযোগ পাবেন না। যখন সুযোগ আসবে আপনাকে নিজের সামর্থ্যের সেরাটা দিয়ে স্কিল ও মানসিক শক্তি দিয়ে লড়াই করতে হবে। তাহলে উন্নতি কিংবা ফলাফল আসবে। আমরা ভারতের সঙ্গে দাঁড়াতে পারছি না সত্যি। তবে এখান থেকে শেখার প্রচুর জায়গা রয়েছে। আপনি এখানে আপনার দলের ঘাটতিগুলো স্পষ্টভাবে খুঁজে পাবেন।’
পোথাসের মতে, আইপিএলের কারণে নিজেদের মাঠে বেশ এগিয়ে ভারত। শান্তদের কোচ করেন, ‘আমি বিশ্বাস করি আমাদের জন্য প্রতিদিনই নতুন দিন। প্রতিদিনই শেখার দিন। ভারতের আইপিএল পৃথিবীর সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে সব থেকে বেশি ইন্টেন্স, ইন্টেন্ট, পাওয়ার হিটিং, খেলার কৌশল সব কিছুর দারুণ প্রয়োগ দেখা যায়। ভারতীয়রা এখানে সব থেকে বেশি সুবিধাটা পায় তারা এখানে খেলে। এ জন্য তাদের স্কিল ও লড়াইয়ের মানসিক ভিত্তিটা বেশি শক্ত। আমরা সেখানে পিছিয়ে। যদি সুযোগ আসে আমাদের সেই সুযোগটা কাজে লাগাতে হবে ম্যাচে।’
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। দুই ম্যাচে হার শুধু নয়, প্রত্যাশিত লড়াইটাও দেখা যায়নি শান্তদের কাছ থেকে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের এমন পারফরম্যান্স নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস দেখতে বলছেন ভিন্নভাবে, এই সিরিজের ব্যর্থতার চেয়ে পুরো বছরের অর্জনগুলোকে বড় করে দেখা উচিত।
সিরিজের শেষ টি-টোয়েন্টির আগে আজ হায়দরাবাদে সংবাদ সম্মেলনে পোথাস বলেন, ‘শেখার বা প্রস্তুতির শেষ নেই। আমরা এখনো শেখার মধ্যে আছি। আপনি যখন শিখবেন না, তখনই সমস্যা শুরু হবে। বাংলাদেশ এ বছর বেশ উন্নতি করেছে। এ সিজনে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে হারিয়েছে। পাকিস্তানে ভালো ক্রিকেট খেলেছে, যা প্রত্যাশিত ছিল না শুরুতে কারও জন্যই। এই বছর বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপে একাধিক ম্যাচ জেতার পাশাপাশি সুপার এইটে খেলেছে। এটা উন্নতির বাহক।’
২০২১ সালে তিন সংস্কার মিলিয়ে ২৭ ম্যাচে ১১টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ২০২২ সালে ২১ ম্যাচে ৬টিতে জিতেছিল। ২০২৩ সালে ১৪ ম্যাচে ১০টি জয়। যদিও ২০২৪ সালে এসে ২০ ম্যাচে মাত্র ৯টি ম্যাচে জয় পেয়েছে। তারপরও বাংলাদেশের উন্নতিকে বড় করে দেখছেন বাংলাদেশের সহকারী কোচ। পোথাস বলেন, ‘আপনি সব সময় বড় বড় দলের সঙ্গে খেলার সুযোগ পাবেন না। যখন সুযোগ আসবে আপনাকে নিজের সামর্থ্যের সেরাটা দিয়ে স্কিল ও মানসিক শক্তি দিয়ে লড়াই করতে হবে। তাহলে উন্নতি কিংবা ফলাফল আসবে। আমরা ভারতের সঙ্গে দাঁড়াতে পারছি না সত্যি। তবে এখান থেকে শেখার প্রচুর জায়গা রয়েছে। আপনি এখানে আপনার দলের ঘাটতিগুলো স্পষ্টভাবে খুঁজে পাবেন।’
পোথাসের মতে, আইপিএলের কারণে নিজেদের মাঠে বেশ এগিয়ে ভারত। শান্তদের কোচ করেন, ‘আমি বিশ্বাস করি আমাদের জন্য প্রতিদিনই নতুন দিন। প্রতিদিনই শেখার দিন। ভারতের আইপিএল পৃথিবীর সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এখানে সব থেকে বেশি ইন্টেন্স, ইন্টেন্ট, পাওয়ার হিটিং, খেলার কৌশল সব কিছুর দারুণ প্রয়োগ দেখা যায়। ভারতীয়রা এখানে সব থেকে বেশি সুবিধাটা পায় তারা এখানে খেলে। এ জন্য তাদের স্কিল ও লড়াইয়ের মানসিক ভিত্তিটা বেশি শক্ত। আমরা সেখানে পিছিয়ে। যদি সুযোগ আসে আমাদের সেই সুযোগটা কাজে লাগাতে হবে ম্যাচে।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৮ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৯ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১০ ঘণ্টা আগে